ETV Bharat / bharat

বিকশিত ভারতের স্বপ্নকে দিশা দেখাবে বাজেট, অধিবেশনের আগে বললেন প্রধানমন্ত্রী মোদি - Union Budget 2024 - UNION BUDGET 2024

PM Modi on Budget 2024: সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ তার আগে নরেন্দ্র মোদি জানালেন, বাজেট দেশকে আগামী পাঁচ বছরের দিশা দেখাবে ৷ পাশাপাশি দেশের স্বার্থে বিরোধীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

PM Narendra Modi on Budget 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 22, 2024, 10:56 AM IST

Updated : Jul 22, 2024, 11:49 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথমবার বাজেট পেশ করবে মোদি সরকার ৷ তার আগে আজ সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ তার আগে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, আগামি পাঁচ বছরের দিশা দেখাবে বাজেট ৷ যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে ৷ যার প্রভাব শুধু সংসদে নয়, পড়ছে দেশের বিকাশেও ৷ আগামী পাঁচ বছর বিরোধীদের একজোট হয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি ৷

এদিন মোদি অভিযোগ করেন, সংসদে তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিরোধীরা ৷ কিন্তু তিনি জনগণকে গ্যারান্টি দিয়েছেন, তা বাস্তবায়িত করতে তিনি বদ্ধপরিকর । তিনি বলেন, ‘‘এই বাজেট অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের যে পাঁচ বছরের জন্য দেশ চালানোর সুযোগ আছে, এই বাজেট সেই যাত্রার দিকনির্দেশনা ঠিক করবে ৷ 2047 সালের বিকশিত ভারতের স্বপ্ন পূরণের ভিত্তি তৈরি করবে ।’’

প্রসঙ্গত, আগামী 23 জুলাই লোকসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই বৈঠকে ছিলেন পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, সেখানে বড় সংস্কারমূলক পদক্ষেপের ইঙ্গিত ছিল ৷ পাশাপাশি ওই ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে বাজেটের মাধ্যমে সরকার ভবিষ্যতের লক্ষ্য যেমন নির্ধারণ করবে, তেমনই সরকারের নীতিকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ৷ ফলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মোদি সরকারের বাজেট কী হয়, সেদিকেই নজর রয়েছে দেশের ৷

নয়াদিল্লি, 22 জুলাই: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথমবার বাজেট পেশ করবে মোদি সরকার ৷ তার আগে আজ সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ তার আগে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, আগামি পাঁচ বছরের দিশা দেখাবে বাজেট ৷ যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে ৷ যার প্রভাব শুধু সংসদে নয়, পড়ছে দেশের বিকাশেও ৷ আগামী পাঁচ বছর বিরোধীদের একজোট হয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি ৷

এদিন মোদি অভিযোগ করেন, সংসদে তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিরোধীরা ৷ কিন্তু তিনি জনগণকে গ্যারান্টি দিয়েছেন, তা বাস্তবায়িত করতে তিনি বদ্ধপরিকর । তিনি বলেন, ‘‘এই বাজেট অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের যে পাঁচ বছরের জন্য দেশ চালানোর সুযোগ আছে, এই বাজেট সেই যাত্রার দিকনির্দেশনা ঠিক করবে ৷ 2047 সালের বিকশিত ভারতের স্বপ্ন পূরণের ভিত্তি তৈরি করবে ।’’

প্রসঙ্গত, আগামী 23 জুলাই লোকসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই বৈঠকে ছিলেন পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, সেখানে বড় সংস্কারমূলক পদক্ষেপের ইঙ্গিত ছিল ৷ পাশাপাশি ওই ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে বাজেটের মাধ্যমে সরকার ভবিষ্যতের লক্ষ্য যেমন নির্ধারণ করবে, তেমনই সরকারের নীতিকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ৷ ফলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মোদি সরকারের বাজেট কী হয়, সেদিকেই নজর রয়েছে দেশের ৷

Last Updated : Jul 22, 2024, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.