নয়াদিল্লি, 14 অক্টোবর: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রয়েছে ৷ কয়েক ঘণ্টা আগে এক্স হ্যান্ডেলে এমনই একটি বার্তা পান মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ সেই বার্তার পরই নিউইয়র্কগামী বিমানকে দিল্লিতে জরুরি অবতরণ করা হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ইন্ডিগোর দুটি বিমানেও বোমাতঙ্ক ৷
জানা গিয়েছে, মুম্বই থেকে মাস্কেটগামী ইন্ডিগো বিমান 6E 1275 ও মুম্বই থেকে জেদ্দাগামী 6E 56 বিমানে বোম থাকার খবর আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ৷ খবর পাওয়া মাত্রই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ দুটি বিমানকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তল্লাশি শুরু করেন সিআইএসএফ জওয়ানরা ৷
An Air India flight operating from Mumbai to New York was diverted to Delhi following a security concern arising out of bomb threat. The aircraft is currently stationed at the IGI Airport, and all standard safety protocols are being followed to ensure the safety of passengers and…
— ANI (@ANI) October 14, 2024
উল্লেখ্য, এদিন সকালেই এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউইয়র্ক বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মাঝ আকাশ থেকে ঘোরানো হয় বিমানের পথ ৷ জরুরি ভিত্তিতে দিল্লি ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ হয় বিমানটি ৷
দিল্লি পুলিশের মতে, সোমবার সকালে বোমা হামলার কথা জানিয়ে হুমকির বার্তা দেওয়া হয় মুম্বই বিমানবন্দরের কর্তৃপক্ষকে ৷ এক্স হ্যান্ডেলে পাওয়া সেই হুমকির পরই বিমানের পথ পরিবর্তন করে তাকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, বিমানবন্দরের সুরক্ষায় মোতায়েন সিআইএসএফ কর্তাদের ৷ সমস্ত যাত্রীদের নামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয় ৷
ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ফ্লাইট AI119 বিমানটি ৷ এরপরই বোমা হামলার হুমকি বার্তা পায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
খবর পাওয়া মাত্রই দিল্লিতে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এরপর যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে বলে খবর ৷
এই প্রথম নয়, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ গত 22 অগস্ট মুম্বই থেকে তিরুঅনন্তপুরমগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ যার ফলে অবতরণের কিছুক্ষণ আগেই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায় ৷ জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দরকে ৷
তার আগে গত 9 অক্টোবর, বুধবার লন্ডন থেকে দিল্লিগামী একটি বিমানে বোমা থাকার খবরে দিল্লির বিমানবন্দরে চাঞ্চল্য সৃষ্টি হয় । সেদিন সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি কল যায় ৷ লন্ডন থেকে দিল্লিগামী ভিস্তারা ফ্লাইটে বোমা থাকার কথা বলা হয় । এরপরই চাঞ্চল্য ছড়ায় ৷