ETV Bharat / bharat

অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 5 - BOKARO ROAD ACCIDENT

রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে বোলেরোটি ৷ ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷

BOKARO ROAD ACCIDENT
ঝাড়খণ্ডের বোকারোতে ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : Dec 14, 2024, 11:34 AM IST

Updated : Dec 14, 2024, 12:27 PM IST

বোকারো, 14 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 5 জনের ৷ গুরুতর আহত বাকি 3 জন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলায় ৷

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সুন্দরলাল সিং(35), তাঁর স্ত্রী ধুপিয়া দেবী(30), ছেলে কৃষ্ণ কুমার(10), তাঁর মেয়ে গুঞ্জন কুমারী(7) এবং সুজিত মুণ্ডা(30) ৷ মৃতরা সকলেই রামগড়ের গোলা ব্লকের সুত্রি গ্রামের বাসিন্দা ৷ তাঁর একই পরিবারের সদস্য ৷ শুক্রবার চন্দ্রপুরার ফুলওয়ারি গ্রামে আয়োজিত একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বোলেরো গাড়ি করে ৷ গভীর রাতে কসমার থানার অন্তর্গত দাতু এলাকায় রামগড়-বোকারো জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে ৷

স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে পেতারওয়ার থেকে দ্রুত গতিতে রামগড়ের দিকে আসছিল বোলেরোটি ৷ রাতের অন্ধকারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে জোরে ধাক্কা মারে গাড়িটি ৷ ঘটনায় রীতিমতো দুমড়ে যায় গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন এলাকাবাসীরা ৷

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কসমার থানার পুলিশ ৷ সকলকে উদ্ধার করে জরিডির কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ 5 জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ৷ বাকি 3 জনের চিকিৎসা শুরু হয়েছে ৷ তবে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পড়ুন: রাত কাটল জেলে, মুক্তির পর প্রথমবার মুখ খুললেন আল্লু অর্জুন

বোকারো, 14 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 5 জনের ৷ গুরুতর আহত বাকি 3 জন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলায় ৷

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সুন্দরলাল সিং(35), তাঁর স্ত্রী ধুপিয়া দেবী(30), ছেলে কৃষ্ণ কুমার(10), তাঁর মেয়ে গুঞ্জন কুমারী(7) এবং সুজিত মুণ্ডা(30) ৷ মৃতরা সকলেই রামগড়ের গোলা ব্লকের সুত্রি গ্রামের বাসিন্দা ৷ তাঁর একই পরিবারের সদস্য ৷ শুক্রবার চন্দ্রপুরার ফুলওয়ারি গ্রামে আয়োজিত একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বোলেরো গাড়ি করে ৷ গভীর রাতে কসমার থানার অন্তর্গত দাতু এলাকায় রামগড়-বোকারো জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে ৷

স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে পেতারওয়ার থেকে দ্রুত গতিতে রামগড়ের দিকে আসছিল বোলেরোটি ৷ রাতের অন্ধকারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে জোরে ধাক্কা মারে গাড়িটি ৷ ঘটনায় রীতিমতো দুমড়ে যায় গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন এলাকাবাসীরা ৷

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কসমার থানার পুলিশ ৷ সকলকে উদ্ধার করে জরিডির কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ 5 জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ৷ বাকি 3 জনের চিকিৎসা শুরু হয়েছে ৷ তবে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পড়ুন: রাত কাটল জেলে, মুক্তির পর প্রথমবার মুখ খুললেন আল্লু অর্জুন
Last Updated : Dec 14, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.