রেওয়ারি, 16 মার্চ: বয়লার ফেটে কমপক্ষে আহত 50। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা এলাকার একটি কারখানায় শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরে এখনও কারও মৃত্যুর খবর মেলেনি। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা প্রশাসনের কাছে চিন্তার কারণ। 50 জনেরই চিকিৎসা চলছে স্থানীয় সিভিল হাসপাতালে। এঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে সন্ধ্যা 6টা বাজার সামান্য আগে কারখানা থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। একটু পরেই বোঝা যার কারখানার ভিতরে থাকা বয়লার বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের থেকে পাওয়া খবরের ভিত্তিতেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। দমকল কর্মীদের বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিভিল হাসপাতালের চিকিৎসক সুরেন্দ্র যাদবের সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি। তিনি জানান, কারখানার বেশ কয়েকজন কর্মী বয়লারের আশপাশেই ছিলেন। তার ফলে তাঁরা ব্যাপকভাবে জখম লাগে। বিস্ফোরণের তীব্রতা বেশি হওয়ায় খানিকটা দূরে যাঁরা ছিলেন তাঁদেরও খানিকটা আঘাত লাগে। একসঙ্গে এতজন আহত হয়েছেন বলে আশপাশের কয়েকটি হাসপাতালকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহের কাজ হয়েছে। পাশাপাশি কয়েকজন কর্মীর সঙ্গেও কথা বলা হয়েছে। সুস্থ হলে বাকিদের থেকেও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার কাজ হবে। বয়ালের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেটাও পরীক্ষা করে দেখা হবে। সেটিকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না তাও দেখা হবে। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ঠিক কীভাবে দুর্ঘটনাটি হয়েছে, তা বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: