গোয়ালিয়র, 28 জানুয়ারি: বন্ধ ঘর থেকে বের হচ্ছিল বেজায় দুর্গন্ধ ৷ দরজা খুলতেই মিলল তিনজনের দেহ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ স্বামী-স্ত্রী ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে কী কারণে এই খুন, তা স্পষ্ট নয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, সিরোল এলাকার বাসিন্দা জিতেন্দ্র ঝা শ্রমিকের কাজ করতেন। স্ত্রী ও ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার । কিন্তু গত দু'দিন ধরে তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয় । পরে তারা পুলিশকে খবর দেয় । রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভাঙতেই ভিতরের দৃশ্য দেখে সকলে হতবাক হয়ে যায় । পরিবারের তিন সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ৷ পুলিশ জানিয়েছেন, নিহতের কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ ফলে ঘটনার কারণ এখনো জানা যায়নি । তবে প্রথমে ছেলেকে খুন করে পরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে প্রাথমিকভাবে ।
অন্যদিকে ইন্দোরের লাসুদিয়া থানা এলাকায় বসবাসকারী এক নাবালিকা বাড়িতেই আত্মহত্যা করে। জানা গিয়েছে, মোবাইল ফোন ব্যবহার করার মেয়েটিকে তার মা বকাবকি করেছিল ৷ তারই পরিপ্রেক্ষিতে নাবালিকা আত্মহত্যা করেছে বলে অনুমান। অনেকক্ষণ মেয়েটি ঘরের দরজা আটকে বসেছিল ৷ মা এরপর দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও নড়াচড়ার আওয়াজ পাননি। পরে মহিলা প্রতিবেশীদের খবর দেন । দরজা ভেঙে ভিতরে ঢুকে নাবালাকিরা দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে তদন্তে শুরু করেছে ।
আরও পড়ুন: