ETV Bharat / bharat

হাসপাতালে ঢুকে চিকিৎসকদের চাপ দিয়ে রক্তের নমুনা বদল, কারা চারজন ? - Porsche Car Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 4:34 PM IST

Porsche Car Accident in Pune: বাইরে থেকে আসা চারজন ব্যক্তি সাসুন হাসপাতালের ঢুকে চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করে রক্তের নমুনা পরিবর্তন করতে বাধ্য করেন ৷ পুনেকাণ্ডে পুলিশের হাতে নয়া তথ্য ৷ কারা এই চারজন, তার খোঁজ করছে পুলিশ ৷

Porsche Car Accident
পুনে গাড়ি দুর্ঘটনা (নিজস্ব ছবি)

পুনে, 30 মে: পোর্শেকাণ্ডে অভিযুক্ত নাবালকের রক্তের নমুনা বদলের পিছনে রয়েছেন আরও চারজন ব্যক্তি ৷ তদন্তে পুলিশের হাতে উঠে এল এই নয়া তথ্য ৷ তবে ওই চারজন কারা, তা এখনও জানা যায়নি ৷ সে বিষয়ে জানার জন্য পুলিশ আরও বিস্তারিত তদন্ত করছে।

পুনের কল্যাণীনগর এলাকায় পোর্শে গাড়ি দিয়ে দু'জনকে পিষে দেওয়ার ঘটনা ঘটেছিল ৷ মাত্র তিন দিন আগে এই ঘটনায় নাবালককে বাঁচাতে সসুন হাসপাতালের চিকিৎসক তার রক্তের নমুনা পরিবর্তন করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। চিকিৎসক অজয় ​​টাওয়ার, চিকিৎসক শ্রীহরি হালনর এবং সাসুন হাসপাতালের অতুল ঘটকম্বলেকে পুলিশ অভিযুক্তের রক্তের নমুনা বিকৃত করার দায়ে গ্রেফতার করেছিল। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছিল । এরই মাঝে নাবালক অভিযুক্তের রক্তের নমুনা চারজন মিলে পরিবর্তন করেছিল বলে তথ্য প্রকাশ্যে এসেছে । কারা এই চারজন? সেই প্রশ্নই উঠছে এখন।

জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার নয় ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কি না, তা জানার জন্যই পুলিশ সাসুন হাসপাতালে নাবালকের রক্ত ​​পরীক্ষা করে । কিন্তু নাবালককে বাঁচাতে সাসুন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ ৷ নাবালকের সঙ্গে অন্য একজনের রক্তের নমুনা পালটে দেওয়া হয় যিনি মদ্যপান করেননি ৷

সূত্রের খবর, সাসুন হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ওই নাবালকের রক্তের নমুনা নিয়েছিলেন । কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ওই স্থানে আসেন । তারা সংশ্লিষ্ট চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করে রক্তের নমুনা পরিবর্তন করতে বাধ্য করেন । শুধু তাই নয়, বাইরে থেকে আসা ব্যক্তিরা তাদের সঙ্গে আনা রক্তের নমুনা নাবালকের সঙ্গে পালটে দিয়েছিলেন । কার অনুরোধে ওই চারজন হাসপাতালে এসেছিলেন? কেন তারা হাসপাতালের চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করলেন? এমন নানা প্রশ্নও উঠছে ।

পুনে, 30 মে: পোর্শেকাণ্ডে অভিযুক্ত নাবালকের রক্তের নমুনা বদলের পিছনে রয়েছেন আরও চারজন ব্যক্তি ৷ তদন্তে পুলিশের হাতে উঠে এল এই নয়া তথ্য ৷ তবে ওই চারজন কারা, তা এখনও জানা যায়নি ৷ সে বিষয়ে জানার জন্য পুলিশ আরও বিস্তারিত তদন্ত করছে।

পুনের কল্যাণীনগর এলাকায় পোর্শে গাড়ি দিয়ে দু'জনকে পিষে দেওয়ার ঘটনা ঘটেছিল ৷ মাত্র তিন দিন আগে এই ঘটনায় নাবালককে বাঁচাতে সসুন হাসপাতালের চিকিৎসক তার রক্তের নমুনা পরিবর্তন করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। চিকিৎসক অজয় ​​টাওয়ার, চিকিৎসক শ্রীহরি হালনর এবং সাসুন হাসপাতালের অতুল ঘটকম্বলেকে পুলিশ অভিযুক্তের রক্তের নমুনা বিকৃত করার দায়ে গ্রেফতার করেছিল। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছিল । এরই মাঝে নাবালক অভিযুক্তের রক্তের নমুনা চারজন মিলে পরিবর্তন করেছিল বলে তথ্য প্রকাশ্যে এসেছে । কারা এই চারজন? সেই প্রশ্নই উঠছে এখন।

জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার নয় ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কি না, তা জানার জন্যই পুলিশ সাসুন হাসপাতালে নাবালকের রক্ত ​​পরীক্ষা করে । কিন্তু নাবালককে বাঁচাতে সাসুন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ ৷ নাবালকের সঙ্গে অন্য একজনের রক্তের নমুনা পালটে দেওয়া হয় যিনি মদ্যপান করেননি ৷

সূত্রের খবর, সাসুন হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ওই নাবালকের রক্তের নমুনা নিয়েছিলেন । কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ওই স্থানে আসেন । তারা সংশ্লিষ্ট চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করে রক্তের নমুনা পরিবর্তন করতে বাধ্য করেন । শুধু তাই নয়, বাইরে থেকে আসা ব্যক্তিরা তাদের সঙ্গে আনা রক্তের নমুনা নাবালকের সঙ্গে পালটে দিয়েছিলেন । কার অনুরোধে ওই চারজন হাসপাতালে এসেছিলেন? কেন তারা হাসপাতালের চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করলেন? এমন নানা প্রশ্নও উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.