নয়াদিল্লি, 3 মার্চ: বিজেপির 195 প্রার্থীর প্রথম তালিকায় 33 জন বর্তমান সাংসদ স্থান পাননি ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেখানে পুরনো সৈনিকদের থেকে নতুন মুখগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ৷ গেরুয়া শিবিরের এই রণকৌশল অনেককেই চমকে দিয়েছে ৷ এমনই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে বিজেপির আসন সংখ্যা এ বার 400 ছাপিয়ে যাবে বলে আশাবাদী দলের কর্মী-সমর্থকরা ৷
প্রথম প্রার্থী তালিকায় বিজেপি অসমের 11টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে । এর মধ্যে ছয়জন প্রার্থী বর্তমান সাংসদ এবং বাকি পাঁচজন নতুন মুখ । এই দল শিলচর লোকসভা কেন্দ্র থেকে পরিমল শুক্লাবৈধ্যকে প্রার্থী করেছে, 2019 সালের সাধারণ নির্বাচনে রাজদীপ রায় জয়ী হয়েছেন । বর্তমানে বিজেপি সাংসদ হোরেন সিং বে-এর অধীনে থাকা স্বায়ত্তশাসিত জেলা (এসটি) আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী অমর সিং টিসো প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
রানি ওজার অধীনে থাকা গুয়াহাটি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজুলি কলিতা মেধি । রঞ্জিত দত্ত তেজপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা 2019 সালে পল্লব লোচন দাস জিতেছিলেন । বর্তমান সাংসদ রামেশ্বর তেলিকে বাদ দিয়ে ডিব্রুগড় কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে প্রার্থী করেছে বিজেপি । ছত্তিশগড়ের 11টি আসনে বিজেপি প্রার্থীদের তালিকায় চারটি মুখ নতুন ।
জাঞ্জগির চম্পা (এসসি) আসন থেকে, দলীয় মনোনীত প্রার্থী কমলেশ জাংদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বর্তমান সাংসদ গুহরাম আজগলির পরিবর্তে । রায়পুর থেকে প্রবীণ বিজেপি নেতা ব্রিজমোহন আগরওয়াল মাঠে নামবেন ৷ 2019 সালে এই আসনে জয়ী হয়েছিলেন সুনীল কুমার সোনি । এ রাজ্যের মহাসমুন্দ আসন থেকে বর্তমান সাংসদ চুন্নি লাল সাহুর পরিবর্তে বিজেপি মনোনীত প্রার্থী রূপ কুমারী চৌধুরী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কাঙ্কের (এসটি) আসনে বর্তমান সাংসদ মোহন মান্ডাভি বিজেপি মনোনীত প্রার্থী ভোজরাজ নাগ ৷
বিজেপি দিল্লির লোকসভা আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে চারজন বর্তমান সাংসদের বদলি । দলটি দুই মেয়াদের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনকে বাদ দিয়ে চাঁদনি চক লোকসভা আসন থেকে প্রার্থী হিসাবে প্রবীণ খান্ডেলওয়ালের নাম দিয়েছে ।
পশ্চিম দিল্লি আসনের জন্য বিজেপি দুই মেয়াদের সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মা কমলজিৎ সেহরাওয়াতের উপর ভরসা রেখেছে ৷ গেরুয়া শিবির প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজকে নতুন দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নাম দিয়েছে, যা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির হাতে রয়েছে ।
দক্ষিণ দিল্লি থেকে রমেশ বিধুরিকে বাদ দিয়ে বিজেপি রামবীর সিং বিধুরিকে প্রার্থী করেছে । বিজেপি গুজরাতের 15টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থীদের নাম দিয়েছে, সেখান থেকে পাঁচজন বর্তমান সাংসদকে বাদ দেওয়া হয়েছে ।
বানাসকাঁথা লোকসভা আসন থেকে, বর্তমান সাংসদ প্রভাতভাই সাভাভাই প্যাটেলের পরিবর্তে দলীয় মনোনীত প্রার্থী রেখাবেন হিতেশভাই চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন । আহমেদাবাদ পশ্চিম আসনে, দিনেশভাই কিদারভাই মাকওয়ানা তিন মেয়াদের সাংসদ কিরীট সোলাঙ্কির স্থলাভিষিক্ত হয়েছেন ।
রাজকোট লোকসভা আসনের জন্য, বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রুপালাকে প্রার্থী হিসাবে নাম দিয়েছে, বর্তমান সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়াকে বাদ দিয়েছে। দলটি পোরবন্দর আসনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার নাম দিয়েছে, বর্তমানে দলীয় সাংসদ রমেশভাই লাভজিভাই ধাদুক।
গুজরাতের পঞ্চমহল আসন থেকে, বর্তমান সাংসদ রতনসিংহ মগনসিংহ রাঠোড়ের পরিবর্তে বিজেপি মনোনীত প্রার্থী রাজপালসিংহ মহেন্দ্রসিংহ যাদব লড়াই করবেন ঝাড়খণ্ডে, বিজেপি হাজারিবাগ আসন থেকে মনীশ জয়সওয়ালকে প্রার্থী করেছে, যা বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহার হাতে রয়েছে । লোহারদাগা (এসটি) আসনে, সমীর ওরাওনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনবারের সাংসদ সুদর্শন ভগত। মধ্যপ্রদেশের প্রার্থীদের তালিকায়, বিজেপি সাতজন বর্তমান সাংসদকে বদলে নতুন মুখ এনেছে ৷
দলের বর্তমান সাংসদ বিবেক নারায়ণ শেজওয়াকারের পরিবর্তে গোয়ালিয়র লোকসভা আসনের জন্য ভারত সিং কুশওয়াহার নাম দিয়েছে । গুনা থেকে বর্তমান সাংসদ কৃষ্ণপাল সিং যাদবকে আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বাদ দিয়েছিলেন।
বিজেপি মনোনীত প্রার্থী লতা ওয়াংখেড়ে সাগর লোকসভা আসন থেকে ভোটে যোগ দেবেন, যেটি বর্তমানে রাজবাহাদুর সিং-এর হাতে রয়েছে । টিকমগড় (এসসি) আসন থেকে লড়বেন বীরেন্দ্র খটিক । বিজেপি বিদিশার সাংসদ রমাকান্ত ভার্গবকে বাদ দিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ওই আসন থেকে প্রার্থী হিসাবে নাম দিয়েছে।
অলোক শর্মা ভোপাল আসন থেকে প্রার্থী হবেন, বর্তমানে সেই আসন সাধ্বী প্রজ্ঞা সিং-এর হাতে । রতলাম (এসটি) আসন থেকে, বর্তমানে বিজেপি সাংসদ গুমান সিং দামোরের দখলে, দলীয় মনোনীত প্রার্থী অনিতা নাগর সিং চৌহান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজেপি রাজস্থানের 15টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে, পাঁচজন বর্তমান সাংসদকে প্রতিস্থাপন করেছে ৷ নতুন মুখেরা যারা চুরু, ভরতপুর, জালোর, উদয়পুর এবং বাঁশওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা পশ্চিম আসন থেকে প্রার্থী হিসাবে নাম দিয়েছে বিজেপি ৷ যেটি বর্তমানে দলীয় সাংসদ প্রতিমা ভৌমিকের হাতে রয়েছে । তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন থেকে মনোজ টিগ্গাকে প্রার্থী করার জন্য বাদ গিয়েছে বিজেপি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার নাম ।
আরও পড়ুন: