ETV Bharat / bharat

দ্বিতীয় দফায় চূড়ান্ত বিজেপি'র 90 জনের প্রার্থীতালিকা, আজই ঘোষণা ! - BJP Candidates List for LS Polls

BJP Candidates List: দ্বিতীয় দফায় সাত রাজ্যের 90টি আসনে বিজেপি প্রার্থীতালিকা চূড়ান্ত করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷ মঙ্গলবারই হতে পারে ঘোষণা ৷ সোমবার রাতে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি'র এই নির্বাচনী প্যানেল আলোচনার মাধ্যমে দ্বিতীয় দফার তালিকা চূড়ান্ত করে বলেছে খবর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 7:42 AM IST

Updated : Mar 12, 2024, 9:44 AM IST

নয়াদিল্লি, 12 মার্চ: দেশজুড়ে 'বিতর্কিত' নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর দিনেই লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলল ভারতীয় জনতা পার্টি ৷ সোমবার নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সাত রাজ্যের 90টি আসনে প্রার্থীতালিকা চূড়ান্ত করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷ দলের তরফে খুব শীঘ্রই সেই প্রার্থীতালিকা ঘোষণা হবে বলে জানা গিয়েছে ৷ এমনকী মঙ্গলবারই সেই ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷

সোমবার রাতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি'র এই নির্বাচনী প্যানেল আলোচনার মাধ্যমে দ্বিতীয় দফার তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর ৷ মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রহ্লাদ জোশি-সহ আরও অনেকে ৷ যে সাত রাজ্যের জন্য দ্বিতীয় দফার এই প্রার্থীতালিকা গেরুয়া শিবির চূড়ান্ত করেছে সেগুলি হল-মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক, বিহার, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা ৷

সূত্রের খবর, বিহার-তামিলনাড়ু-ওড়িশার মতো রাজ্যগুলিতে যেহেতু আসন নিয়ে সমঝোতার কথাবার্তা চলছে; তাই এই রাজ্যগুলিতে প্রার্থীতালিকা চূড়ান্ত করতে একটু সময় লাগবে ৷ 2 মার্চ প্রথম দফায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 195 জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছিল বিজেপি ৷ যে তালিকায় ছিল কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের 34 জন মন্ত্রীর নাম ৷ প্রথম দফায় বাংলার 42টির মধ্যে 20টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা হয়েছিল বিজেপি'র তরফে ৷

এদিকে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বাংলার 42টি আসনেই তাদের প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তালিকায় রয়েছে একাধিক চমক ৷ ফলত বাংলার বাকি 22টি আসনে বিজেপি কবে প্রার্থী ঘোষণা করে, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিকমহল ৷ বাংলার অবশিষ্ট প্রার্থীতালিকায় বিজেপি'র তরফেও একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
  2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  3. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার

নয়াদিল্লি, 12 মার্চ: দেশজুড়ে 'বিতর্কিত' নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর দিনেই লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলল ভারতীয় জনতা পার্টি ৷ সোমবার নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সাত রাজ্যের 90টি আসনে প্রার্থীতালিকা চূড়ান্ত করেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷ দলের তরফে খুব শীঘ্রই সেই প্রার্থীতালিকা ঘোষণা হবে বলে জানা গিয়েছে ৷ এমনকী মঙ্গলবারই সেই ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷

সোমবার রাতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি'র এই নির্বাচনী প্যানেল আলোচনার মাধ্যমে দ্বিতীয় দফার তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর ৷ মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রহ্লাদ জোশি-সহ আরও অনেকে ৷ যে সাত রাজ্যের জন্য দ্বিতীয় দফার এই প্রার্থীতালিকা গেরুয়া শিবির চূড়ান্ত করেছে সেগুলি হল-মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক, বিহার, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা ৷

সূত্রের খবর, বিহার-তামিলনাড়ু-ওড়িশার মতো রাজ্যগুলিতে যেহেতু আসন নিয়ে সমঝোতার কথাবার্তা চলছে; তাই এই রাজ্যগুলিতে প্রার্থীতালিকা চূড়ান্ত করতে একটু সময় লাগবে ৷ 2 মার্চ প্রথম দফায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 195 জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছিল বিজেপি ৷ যে তালিকায় ছিল কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের 34 জন মন্ত্রীর নাম ৷ প্রথম দফায় বাংলার 42টির মধ্যে 20টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা হয়েছিল বিজেপি'র তরফে ৷

এদিকে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে বাংলার 42টি আসনেই তাদের প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তালিকায় রয়েছে একাধিক চমক ৷ ফলত বাংলার বাকি 22টি আসনে বিজেপি কবে প্রার্থী ঘোষণা করে, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিকমহল ৷ বাংলার অবশিষ্ট প্রার্থীতালিকায় বিজেপি'র তরফেও একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
  2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  3. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
Last Updated : Mar 12, 2024, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.