নয়াদিল্লি, 11 মার্চ: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এরপরই ইন্ডিয়া জোটের ঐক্য নিয়ে কংগ্রেসের দাবিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 42 জন প্রার্থী ঘোষণা করায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ কংগ্রেস দলকে কটাক্ষ করেছেন ৷
কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নিন্দা করে তিনি জানান, সোনিয়া এবং রাহুল গান্ধির পরিবার ক্রমাগত ধ্বংসের মধ্যে রয়েছে। তাঁর কথায়, "তাদের নিজেদের জোটের দলগুলো তাদের নেতা মনে করে না। এই কারণেই ইন্ডিয়া জোট আরও ভেঙে পড়তে থাকবে ৷" ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর ঐক্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবিরাম সমর্থনের জন্য প্রশংসা করে তিনি বলেন, "এনডিএ প্রধানমন্ত্রী মোদির পাশে দাঁড়িয়েছে।" তরুণ চুগের কথায়, "এনডিএ নেতারা নিজেদের প্রধানমন্ত্রী মোদির পরিবার বলে মনে করেন, তাই এই জোট ক্রমাগত আরও বড় হয়ে উঠছে ৷"
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রবিবার কলকাতায় রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তাদের প্রার্থীও ঘোষণা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের টিকিটে লড়বেন ৷ একই সঙ্গে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে মাঠে নামানো হয়েছে। তিনি কংগ্রেসের হেভিওয়েট অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি 'ক্যাশ-ফর-কোয়েরি' মামলায় সংসদীয় এথিক্স কমিটির রিপোর্টের পর লোকসভা থেকে বরখাস্ত হওয়া সাংসদ মহুয়া মৈত্রকে ফের কৃষ্ণনগর থেকেই টিকিট দিয়েছে তৃণমূল ৷ গত 8 ডিসেম্বর লোকসভার সাংসদ হিসাবে তাঁকে বহিষ্কার করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করার জেরে রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি বা চুক্তির যাবতীয় জল্পনা-কল্পনার অবসান হয়েছে ৷ কংগ্রেসের সঙ্গে মিত্রতা না-থাকা সত্ত্বেও তৃণমূল ইন্ডিয়া জোটে রয়েছে ৷ তৃণমূল কংগ্রেস তার শক্তি প্রদর্শনের মাধ্যমে আসন্ন নির্বাচনের প্রচার শুরু করেছে। 2019 লোকসভা নির্বাচনে, তৃণমূল 22টি আসন জিতেছিল, যেখানে বিজেপি 18টি আসন জিতে বড় চমক দেখায় বাংলায়। বাকি দুটি আসনে জিতেছিল কংগ্রেস।
আরও পড়ুন
উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে, যোগীরাজ্যে বার্তা মোদির
'বিজেপি সরকার অবাধ ও স্বচ্ছ ভোট চায় না', অরুণ গোয়েলের ইস্তফায় আক্রমণ কংগ্রেস-তৃণমূলের