ETV Bharat / bharat

বিজেপি-বিজেডি জোট ভেস্তে গেল ওড়িশায়, একা লড়াইয়ের ঘোষণা পদ্ম শিবিরের - BJP FIGHTs ALONE IN ODISHA - BJP FIGHTS ALONE IN ODISHA

BJP to fight elections alone in Odisha: ওড়িশায় বিজেপি এবং বিজু জনতা দলের (বিজেডি)-এর মধ্যে জোট হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনার অবসান ৷ বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল শুক্রবার জানান, দল লোকসভা ও বিধানসভা নির্বাচনে একাই লড়বে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:17 PM IST

ভূবনেশ্বর, 22 মার্চ: জোট হল না ওড়িশায় ৷ বিজু জনতা দল (বিজেডি)-র সঙ্গে শেষ মুহূর্তে জোট ভেস্তে গেল বিজেপির ৷ গেরুয়া শিবিরের দাাবি সাড়ে চার কোটি ওড়িশাবাসীর আশা-আকাঙ্খা পূরণ করা হবে। আর তাই এবার রাজ্যের 21টি লোকসভা এবং 147টি বিধানসভা আসনেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। রাজ্যে বিজেডির সঙ্গে যোগসাজশের গুজব অস্বীকার করে তিনি জানান, বিজেপি একাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সামল লিখেছেন, "গত 10 বছর ধরে নবীন পট্টনায়কের নেতৃত্বে বিজেডি জাতীয় গুরুত্বের নিরিখে অনেক ইস্যুতেই কেন্দ্রের সরকারকে সমর্থন করে আসছে ৷ আমরা বিজেডি এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানাই।"

তিনি আরও লেখেন, " দেশের যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার নেই সেখানে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাধা পেয়েছে। ডাবল ইঞ্জিন সরকার রয়েছে এমন রাজ্যগুলি সব ক্ষেত্রেই অগ্রগতি করছে। আমরা মনে করি, ওড়িশায় মোদি সরকারের বিপুল জনকল্যাণমূলক প্রকল্প তৃণমূল পর্যায়ে পৌঁছচ্ছে না। তাই ওড়িশার দরিদ্র ভাই-বোনেরা এসব সুবিধাও পাচ্ছেন না।"

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওড়িশার পরিচয়, ওড়িশার গৌরব এবং ওড়িশার মানুষের স্বার্থ সম্পর্কিত অনেক বিষয় রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, "আমরা বিজেপি রাজ্য সরকারের সঙ্গে একমত হতে পারছি না। উন্নত ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে সাড়ে চার কোটি ওড়িশাবাসীর আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এবার 21টি লোকসভা ও 147টি বিধানসভা আসনে একাই লড়বে। অমিত শাহ ইতিমধ্যেই সব বলে দিয়েছেন। সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। ধীরে ধীরে স্বচ্ছতা আসবে। চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।"

ভূবনেশ্বর, 22 মার্চ: জোট হল না ওড়িশায় ৷ বিজু জনতা দল (বিজেডি)-র সঙ্গে শেষ মুহূর্তে জোট ভেস্তে গেল বিজেপির ৷ গেরুয়া শিবিরের দাাবি সাড়ে চার কোটি ওড়িশাবাসীর আশা-আকাঙ্খা পূরণ করা হবে। আর তাই এবার রাজ্যের 21টি লোকসভা এবং 147টি বিধানসভা আসনেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। রাজ্যে বিজেডির সঙ্গে যোগসাজশের গুজব অস্বীকার করে তিনি জানান, বিজেপি একাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সামল লিখেছেন, "গত 10 বছর ধরে নবীন পট্টনায়কের নেতৃত্বে বিজেডি জাতীয় গুরুত্বের নিরিখে অনেক ইস্যুতেই কেন্দ্রের সরকারকে সমর্থন করে আসছে ৷ আমরা বিজেডি এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানাই।"

তিনি আরও লেখেন, " দেশের যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার নেই সেখানে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাধা পেয়েছে। ডাবল ইঞ্জিন সরকার রয়েছে এমন রাজ্যগুলি সব ক্ষেত্রেই অগ্রগতি করছে। আমরা মনে করি, ওড়িশায় মোদি সরকারের বিপুল জনকল্যাণমূলক প্রকল্প তৃণমূল পর্যায়ে পৌঁছচ্ছে না। তাই ওড়িশার দরিদ্র ভাই-বোনেরা এসব সুবিধাও পাচ্ছেন না।"

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওড়িশার পরিচয়, ওড়িশার গৌরব এবং ওড়িশার মানুষের স্বার্থ সম্পর্কিত অনেক বিষয় রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, "আমরা বিজেপি রাজ্য সরকারের সঙ্গে একমত হতে পারছি না। উন্নত ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে সাড়ে চার কোটি ওড়িশাবাসীর আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এবার 21টি লোকসভা ও 147টি বিধানসভা আসনে একাই লড়বে। অমিত শাহ ইতিমধ্যেই সব বলে দিয়েছেন। সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। ধীরে ধীরে স্বচ্ছতা আসবে। চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।"

আরও পড়ুন

মুখে যাই বলুন, জেলে বসে সরকার চালাতে পারবেন না কেজরি; স্পষ্ট বার্তা সংবিধান বিশেষজ্ঞদের

গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.