ETV Bharat / bharat

আজ বিকেলেই নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, ডেপুটি বিজেপির 2 - Bihar Politics

Nitish Kumar Resigns: যাবতীয় জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার ৷ তবে আজই বিকেল চারটেয় এনডিএ-র সমর্থনে তিনি ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 11:20 AM IST

Updated : Jan 28, 2024, 2:29 PM IST

পটনা, 28 জানুয়ারি: জল্পনাই সত্যি হল ৷ রবিবার সকালেই রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নিজের বাসভবনে জেডিইউয়ের পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের পর মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার ৷ আজ বিকেলে এনডিএ জোটের সমর্থন নিয়ে নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির সম্রাট চৌধরী ও বিজয় সিনহা ৷

আজ ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমার বলেন, "আজ আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি এবং রাজ্যপালকেও বলেছি রাজ্যের সরকার ভেঙে দিতে । সবকিছু ঠিকঠাক না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে । আমি সবার কাছ থেকে মতামত পাচ্ছিলাম । আমি তাঁদের সব কথা শুনেছি । আজ সরকার ভেঙে দেওয়া হয়েছে ।"

  • #WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, "Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright...I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জল্পনা শুরু হয়েছিল অনেক আগেই ৷ রবিবার সকালেই যে নীতীশ কুমার মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন, তা আগেই সূত্র মারফৎ জানা গিয়েছিল ৷ পরে জানা যায়, আজ সকালে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন নীতীশ কুমার ৷ তখনই বিষয়টা একপ্রকাশ নিশ্চিত হয়ে যায় ৷

রাজ্যপাল সময় দেওয়ায় রবিবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে বর্তমান মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফাপত্র প্রদান করেন ৷ একইসঙ্গে এনডিএ-র সমর্থন নিয়ে ফের সরকার গঠনেরও দাবি জানান তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর পর নীতীশকে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিজেপি বিধায়করা । তারই জোরে আবারও বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন 72 বছরের এই রাজনীতিবিদ ৷ আজ বিকেল চারটেয় তিনি ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।

বিহার বিধানসভায় মোট 243টি আসন রয়েছে ৷ সেখানে আরজেডির রয়েছে 79 জন বিধায়ক, বিজেপির আছে 78 জন, জেডিইউয়ের 45 জন, কংগ্রেসের 19 জন, সিপিআই (এমএল)-এর 12 জন বিধায়ক রয়েছেন ৷ এছাড়াও রয়েছেন নির্দল বিধায়করা ৷ এ দিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার পটনায় যাচ্ছেন বলে আশা করা হচ্ছে ।

ক্ষমতা ধরে রাখার জন্য নীতীশ কুমারের 'পালটি খাওয়া' অবশ্য এই প্রথমবার নয় ৷ বিরোধীদের জোট ইন্ডিয়ার আহ্বায়কের পদ গ্রহণ করতে নীতীশ কুমার অস্বীকার করার পর থেকেই তাঁর মতিগতি নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছিল ৷ ইন্ডিয়া জোটের অন্যতম উদ্যোগী দল হওয়া সত্ত্বেও বিরোধীদের প্রধান মুখ হতে না পারায়, নীতীশ কুমারের দল অসন্তুষ্ট ছিল বলে খবর রয়েছে রাজনৈতিক মহলে ৷ লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে মহাগঠবন্ধন থেকে নীতীশের প্রস্থান (আরজেডি এবং কংগ্রেসও রয়েছে) বিরোধীদের জোটের জন্য একটা বড় ধাক্কা হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:

  1. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  2. 'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের
  3. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে

পটনা, 28 জানুয়ারি: জল্পনাই সত্যি হল ৷ রবিবার সকালেই রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নিজের বাসভবনে জেডিইউয়ের পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের পর মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার ৷ আজ বিকেলে এনডিএ জোটের সমর্থন নিয়ে নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ৷ তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির সম্রাট চৌধরী ও বিজয় সিনহা ৷

আজ ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমার বলেন, "আজ আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি এবং রাজ্যপালকেও বলেছি রাজ্যের সরকার ভেঙে দিতে । সবকিছু ঠিকঠাক না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে । আমি সবার কাছ থেকে মতামত পাচ্ছিলাম । আমি তাঁদের সব কথা শুনেছি । আজ সরকার ভেঙে দেওয়া হয়েছে ।"

  • #WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, "Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright...I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জল্পনা শুরু হয়েছিল অনেক আগেই ৷ রবিবার সকালেই যে নীতীশ কুমার মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন, তা আগেই সূত্র মারফৎ জানা গিয়েছিল ৷ পরে জানা যায়, আজ সকালে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন নীতীশ কুমার ৷ তখনই বিষয়টা একপ্রকাশ নিশ্চিত হয়ে যায় ৷

রাজ্যপাল সময় দেওয়ায় রবিবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে বর্তমান মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফাপত্র প্রদান করেন ৷ একইসঙ্গে এনডিএ-র সমর্থন নিয়ে ফের সরকার গঠনেরও দাবি জানান তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর পর নীতীশকে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিজেপি বিধায়করা । তারই জোরে আবারও বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন 72 বছরের এই রাজনীতিবিদ ৷ আজ বিকেল চারটেয় তিনি ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।

বিহার বিধানসভায় মোট 243টি আসন রয়েছে ৷ সেখানে আরজেডির রয়েছে 79 জন বিধায়ক, বিজেপির আছে 78 জন, জেডিইউয়ের 45 জন, কংগ্রেসের 19 জন, সিপিআই (এমএল)-এর 12 জন বিধায়ক রয়েছেন ৷ এছাড়াও রয়েছেন নির্দল বিধায়করা ৷ এ দিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার পটনায় যাচ্ছেন বলে আশা করা হচ্ছে ।

ক্ষমতা ধরে রাখার জন্য নীতীশ কুমারের 'পালটি খাওয়া' অবশ্য এই প্রথমবার নয় ৷ বিরোধীদের জোট ইন্ডিয়ার আহ্বায়কের পদ গ্রহণ করতে নীতীশ কুমার অস্বীকার করার পর থেকেই তাঁর মতিগতি নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছিল ৷ ইন্ডিয়া জোটের অন্যতম উদ্যোগী দল হওয়া সত্ত্বেও বিরোধীদের প্রধান মুখ হতে না পারায়, নীতীশ কুমারের দল অসন্তুষ্ট ছিল বলে খবর রয়েছে রাজনৈতিক মহলে ৷ লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে মহাগঠবন্ধন থেকে নীতীশের প্রস্থান (আরজেডি এবং কংগ্রেসও রয়েছে) বিরোধীদের জোটের জন্য একটা বড় ধাক্কা হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:

  1. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  2. 'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের
  3. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
Last Updated : Jan 28, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.