ETV Bharat / bharat

নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেওঘর থেকে 6 জনকে গ্রেফতার করল বিহার পুলিশ - NEET Paper Leak Case - NEET PAPER LEAK CASE

NEET Paper Leak Case: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আরও 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে বিহার পুলিশ ৷

ETV BHARAT
নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেওঘর থেকে 6 জনকে গ্রেফতার করল বিহার পুলিশ ৷ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 22, 2024, 8:51 PM IST

দেওঘর, 22 জুন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার পুলিশের জালে আরও বেশ কয়েকজন ৷ এবার গোপনে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে ধৃত এই 6 জনের যোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

শুক্রবার রাতে দেওঘরের দেবীপুর থানা এলাকায় বিহার পুলিশের তদন্তকারী একটি দল অভিযান চালায় ৷ সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের বাহিনীও ছিল ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওঘর সদর পুলিশের এসডিপিও ঋত্বিক শ্রীবাস্তব বলেন, "বিহার পুলিশ আমাদের একটি খবর দিয়েছিল ৷ আমাদের কাছে থাকা পরিচয়ের ভিত্তিতে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ অভিযুক্তদের ইতিমধ্যে বিহারে নিয়ে যাওয়া হয়েছে ৷"

এই ছ’জন অভিযুক্তকে মিলিয়ে এখনও পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতরা ঝুনু সিং নামে এক ব্যক্তির বাড়িতে থাকছিল ৷

প্রশ্নপত্র ফাঁসে ধৃত এই 6 জনের পরিচয়, পরমজিৎ সিং ওরফে বিট্টু, বলদেব কুমার ওরফে চিন্টু, প্রশান্ত কুমার ওরফে কাজু, অজিত কুমার, রাজীব কুমার ওরফে কারু ৷ এরা সকলে বিহারের নালন্দা জেলার বাসিন্দা ৷ ধৃত আরেক অভিযুক্ত হল পাঙ্কু কুমার ৷ তাঁর ঠিকানা জানা যায়নি ৷ তবে, মনে করা হচ্ছে এই পাঙ্কু কুমার দেওঘরের বাসিন্দা ৷ তবে, এনিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, গত 5 মে নিট-ইউজি বা মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার আয়োজন করেছিল এনটিএ ৷ প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী সেই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল ৷ আর গত 4 জুন তার ফলপ্রকাশ হয় ৷ কিন্তু, বিহার-সহ কয়েকটি রাজ্যে মেডিক্যাল এন্ট্রাসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে ৷ সেই সঙ্গে অনৈতিকভাবে নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আন্দোলন শুরু হয় ৷ পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে ৷ তবে, নিট পরীক্ষার ফলপ্রকাশের পর যে, কাউন্সেলিং শুরু হয়েছে, সেখানে নিষেধাজ্ঞা আরোপের আবেদন খারিজ করে দিয়েছে ৷

এনিয়ে আজ রাঁচিতে ঝাড়খণ্ড আরজেডি-র তরফে বিক্ষোভ দেখানোর কথা ছিল ৷ যা আপাতত স্থগিত করা হয়েছে ৷ রাজ্যের আরজেডির সাধারণ সম্পাদক কৈলাস যাদব জানিয়েছেন, তাদের দলের মহিলা সংগঠন নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল জ্বালানোর পরিকল্পনা করেছিল ৷ তবে, সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে ৷ আগামী দিনে এই প্রতিবাদ কর্মসূচিকে আরও বড় আকার দেওয়ার হবে বলে জানান তিনি ৷

দেওঘর, 22 জুন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার পুলিশের জালে আরও বেশ কয়েকজন ৷ এবার গোপনে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে ধৃত এই 6 জনের যোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

শুক্রবার রাতে দেওঘরের দেবীপুর থানা এলাকায় বিহার পুলিশের তদন্তকারী একটি দল অভিযান চালায় ৷ সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের বাহিনীও ছিল ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওঘর সদর পুলিশের এসডিপিও ঋত্বিক শ্রীবাস্তব বলেন, "বিহার পুলিশ আমাদের একটি খবর দিয়েছিল ৷ আমাদের কাছে থাকা পরিচয়ের ভিত্তিতে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ অভিযুক্তদের ইতিমধ্যে বিহারে নিয়ে যাওয়া হয়েছে ৷"

এই ছ’জন অভিযুক্তকে মিলিয়ে এখনও পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতরা ঝুনু সিং নামে এক ব্যক্তির বাড়িতে থাকছিল ৷

প্রশ্নপত্র ফাঁসে ধৃত এই 6 জনের পরিচয়, পরমজিৎ সিং ওরফে বিট্টু, বলদেব কুমার ওরফে চিন্টু, প্রশান্ত কুমার ওরফে কাজু, অজিত কুমার, রাজীব কুমার ওরফে কারু ৷ এরা সকলে বিহারের নালন্দা জেলার বাসিন্দা ৷ ধৃত আরেক অভিযুক্ত হল পাঙ্কু কুমার ৷ তাঁর ঠিকানা জানা যায়নি ৷ তবে, মনে করা হচ্ছে এই পাঙ্কু কুমার দেওঘরের বাসিন্দা ৷ তবে, এনিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, গত 5 মে নিট-ইউজি বা মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার আয়োজন করেছিল এনটিএ ৷ প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী সেই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল ৷ আর গত 4 জুন তার ফলপ্রকাশ হয় ৷ কিন্তু, বিহার-সহ কয়েকটি রাজ্যে মেডিক্যাল এন্ট্রাসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে ৷ সেই সঙ্গে অনৈতিকভাবে নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আন্দোলন শুরু হয় ৷ পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে ৷ তবে, নিট পরীক্ষার ফলপ্রকাশের পর যে, কাউন্সেলিং শুরু হয়েছে, সেখানে নিষেধাজ্ঞা আরোপের আবেদন খারিজ করে দিয়েছে ৷

এনিয়ে আজ রাঁচিতে ঝাড়খণ্ড আরজেডি-র তরফে বিক্ষোভ দেখানোর কথা ছিল ৷ যা আপাতত স্থগিত করা হয়েছে ৷ রাজ্যের আরজেডির সাধারণ সম্পাদক কৈলাস যাদব জানিয়েছেন, তাদের দলের মহিলা সংগঠন নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল জ্বালানোর পরিকল্পনা করেছিল ৷ তবে, সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে ৷ আগামী দিনে এই প্রতিবাদ কর্মসূচিকে আরও বড় আকার দেওয়ার হবে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.