ETV Bharat / bharat

'কংগ্রেস তোড়ো যাত্রা', রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে কটাক্ষ হিমন্তের - Congress Todo Yatra

Assam CM Himanta Biswa Sarma: রাহুল গান্ধি গত জানুয়ারি মাস থেকে পূর্ব থেকে পশ্চিম ভারত পর্যন্ত দ্বিতীয় ধাপে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছেন ৷ রাহুলের এই কর্মসূচিকে 'কংগ্রেস তোড়ো যাত্রা' বলে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 7:46 PM IST

গুয়াহাটি, 14 ফেব্রুয়ারি: অসমের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, তত পরিস্থিতি অনুকূল হচ্ছে কংগ্রেসের জন্য ৷ বুধবার কংগ্রেসের দুই বিধায়ক ঘোষণা করেছেন, তাঁরা সরাসরি বিজেপি সরকারকে সমর্থন করবেন ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তাঁর কটাক্ষ, 'ভারত জোড়ো যাত্রা' এই মুহূর্তে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷

অসম বিধানসভার চলতি বাজেট অধিবেশন শুরুর আগে কংগ্রেসের দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন ৷ সেখানে বিরোধী শিবিরে থাকা সত্ত্বেও সরকারকে তাঁদের সমর্থনের প্রস্তাব দিয়েছেন এই দুই বিধায়ক ৷ হিমন্ত দুই কংগ্রেস বিধায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি ৷ সেখানে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস উপস্থিত ছিলেন ৷ সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও বিধায়ক শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ ৷

উল্লেখ্য, শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ আগেই বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়েছিলেন ৷ আর তার পরেই কংগ্রেস ওই দুই বিধায়ককে সাসপেন্ড করার কথা ঘোষণা করে ৷ এ দিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত উন্নয়নে প্রভাবিত হয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস তাঁদের নিঃশর্ত সমর্থন নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁরা যে দু’টি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি, সেখানে সরকার তাঁদের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবে ৷"

তিনি এও জানান, বর্তমানে কংগ্রেস দলের যা পরিস্থিতি, তাতে বহু বিরোধী বিধায়ক অস্বস্তিতে রয়েছেন ৷ এমনকি একাধিক কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বর্তমানে ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই মুহূর্তে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করছেন না ৷ তিনি 'ভারত তোড়ো ন্যায় যাত্রা' করছেন ৷ যা আসলে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷" তিনি কটাক্ষের সুরে জানান, রাহুলের এই 'ন্যায় যাত্রা'র পুরস্কার বিজেপি পাচ্ছে ৷ রাহুল গান্ধির তরফে তাঁকে দু’জন বিধায়ক উপহার হিসেবে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গীতার শ্লোকের ভুল ব্যাখ্যা করায় ক্ষমা চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা
  2. 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
  3. 'সেবা করা শূদ্রের স্বাভাবিক কাজ', অসমের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক; নিন্দায় সিপিএম

গুয়াহাটি, 14 ফেব্রুয়ারি: অসমের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, তত পরিস্থিতি অনুকূল হচ্ছে কংগ্রেসের জন্য ৷ বুধবার কংগ্রেসের দুই বিধায়ক ঘোষণা করেছেন, তাঁরা সরাসরি বিজেপি সরকারকে সমর্থন করবেন ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তাঁর কটাক্ষ, 'ভারত জোড়ো যাত্রা' এই মুহূর্তে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷

অসম বিধানসভার চলতি বাজেট অধিবেশন শুরুর আগে কংগ্রেসের দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন ৷ সেখানে বিরোধী শিবিরে থাকা সত্ত্বেও সরকারকে তাঁদের সমর্থনের প্রস্তাব দিয়েছেন এই দুই বিধায়ক ৷ হিমন্ত দুই কংগ্রেস বিধায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি ৷ সেখানে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস উপস্থিত ছিলেন ৷ সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও বিধায়ক শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ ৷

উল্লেখ্য, শশীকান্ত দাস এবং সিদ্দিকী আহমেদ আগেই বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়েছিলেন ৷ আর তার পরেই কংগ্রেস ওই দুই বিধায়ককে সাসপেন্ড করার কথা ঘোষণা করে ৷ এ দিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত উন্নয়নে প্রভাবিত হয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস তাঁদের নিঃশর্ত সমর্থন নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁরা যে দু’টি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি, সেখানে সরকার তাঁদের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবে ৷"

তিনি এও জানান, বর্তমানে কংগ্রেস দলের যা পরিস্থিতি, তাতে বহু বিরোধী বিধায়ক অস্বস্তিতে রয়েছেন ৷ এমনকি একাধিক কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বর্তমানে ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই মুহূর্তে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করছেন না ৷ তিনি 'ভারত তোড়ো ন্যায় যাত্রা' করছেন ৷ যা আসলে 'কংগ্রেস তোড়ো যাত্রা'য় পরিণত হয়েছে ৷" তিনি কটাক্ষের সুরে জানান, রাহুলের এই 'ন্যায় যাত্রা'র পুরস্কার বিজেপি পাচ্ছে ৷ রাহুল গান্ধির তরফে তাঁকে দু’জন বিধায়ক উপহার হিসেবে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গীতার শ্লোকের ভুল ব্যাখ্যা করায় ক্ষমা চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা
  2. 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
  3. 'সেবা করা শূদ্রের স্বাভাবিক কাজ', অসমের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক; নিন্দায় সিপিএম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.