ETV Bharat / bharat

গুরু পূর্ণিমার শুভ যোগে ভাগ্য চমকাবে কোন রাশির জাতক-জাতিকাদের ? - Todays Horoscope - TODAYS HOROSCOPE

Astrological Prediction: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Astrological Prediction
গুরু পূর্ণিমার রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 6:06 AM IST

মেষ: আজ আপনি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনতে চাইবেন ৷ সন্তানের কথা ভেবে সব কিছু করেত পারবেন ৷ কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটানোর পরে আপনি হয়ত মোনোপলি সিদ্ধান্ত নিতে পারেন ৷ আপনার সন্তানকে অর্থ সম্বন্ধে কিছু কিছু জিনিস শেখাবেন। অফিসে বেশি সময় কাজ করতে চাইবেন ৷ তাই প্রেমের জন্য বেশি সময় নাও পেতে পারেন । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ৷ আপনাকে যা সামলাতে হবে তার জন্য আপনি হয়ত খুবই প্রচেষ্টা করবেন।

বৃষ: আজ প্রেম আপনার দরজায় এসে কড়া নাড়বে। বিকালের দিকে আপনার রসিকতাবোধ খুবই প্রখর থাকবে। দিনের দ্বিতীয় ভাগে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার অর্থভাণ্ডারে একটু টান পড়তে পারে ৷ এর ফলে আপনি আপনার আর্থিক অবস্থান নিয়ে একটু অস্বস্তিতে পড়তে পারেন ৷ নতুন সুযোগ খুঁজতে চাইবেন । আপনার অস্থির মন আজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

মিথুন: আজ দিনটি খুশি ও আনন্দে কাটবে । আপনার প্রেম জীবন বেশ ভালো কাটবে । লোকজন আপনাকে নিয়ে ঈর্ষাণ্বিত হতে পারেন ৷ তার প্রভাব আপনার শক্তির উপর পড়তে পারে। তুচ্ছ মন্তব্যে বিব্রত না হওয়ার চেষ্টা করুন। আজ আপনাকে সজাগ থাকতে হবে ৷ নতুবা নতুন কোনও কাজে আপনার অনেক সময় নষ্ট হবে। আরও চ্যালেঞ্জিং কাজ হাতে নিতে চাইবেন ৷ দৈনন্দিন কার্যকলাপ আপনাকে কখনওই সেই প্রেরণা দেবে না।

কর্কট: আপনি আজ ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে পারেন ৷ আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন। আজ আসবাবপত্র কিনতে পারেন ৷ আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে ৷ কিন্তু আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। সামগ্রিকভাবে, আপনাকে আজ নৈর্ব্যক্তিক থাকতে হবে ৷ সব বিষয়কে গুরুত্ব না দেওয়া ভালো ৷ ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে।

সিংহ: আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কাটবে ৷ আপনি আপনার প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন। দিনের প্রথমার্দ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন। সারাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন। আপনি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন ৷ নিজের কর্মশক্তিকে কাজে লাগালে ভালো হবে ৷ দিনের প্রথমার্দ্ধ ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন।

কন্যা: প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে। আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন। প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন। আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে। আজ, আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না। আপনি সময়ের সদ্ব্যবহার করবেন। দিনের প্রথম ভাগে, প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন।

তুলা: আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণু আবহের অভিজ্ঞতা লাভ করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রটি গড়পড়তা থাকবে। আপনি পূর্বের লগ্নিকৃত জায়গা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না ৷ আবার আপনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না। স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায়। কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনি কঠোরভাবে নিজের কাজে মগ্ন থাকবেন।

বৃশ্চিক: আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন। আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে। আপনি হয়তো ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে পারেন। দিনের শুরুতে, আপনি ভালোভাবে আয় করবেন। আপনার সমস্ত পরিকল্পনা সাবলীল গতিতে এগোবে ৷ আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে। স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা যাচ্ছে না।

ধনু: হস্তশিল্প নিয়ে আপনি মুগ্ধ ও এটিকেই আপনার ব্যবসা করতে চান। আপনি সাংসারিক মানুষ ও আপনার প্রিয়জনদের দিকে আপনি প্রচুর মনোযোগ দেন। আবেগ ও ঘনিষ্ঠতা রোম্যান্স বাড়িয়ে তুলবে ও আপনি প্রেম রসে নিমজ্জিত হবেন। আপনার কিছুকে গুরুত্ব না দেওয়ার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না। স্বাস্থ্য ও সুস্থতার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো। আপনার আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে।

মকর: আপনি যাই করেন, তাতেই মনপ্রাণ ঢেলে কাজ করেন। এই একনিষ্ঠতার সাহায্যেই আপনি সেরা ফল পাবেন। আপনি নিজের সব শক্তি নিঃশেষ করে ফেলবেন ৷ আপনি কাজ ভাগ করে নিতে চাইবেন ৷ এর ফলে যে শুধু আপনার কাজের বোঝা হালকা হবে তা নয় ৷ দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে পড়বেন।

কুম্ভ: সতর্ক থাকুন! আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাগ হয়ত হয়ত দুর্ভাগ্যবশত আপনার উপর প্রকাশ পাবে। আপনি আরও হতাশ হবেন ৷ কেননা আপনার সহকর্মীরা হয়ত আপনাকে পুরোপুরি মন থেকে সমর্থন করবেন না। কিন্তু সন্ধ্যাবেলা আপনি পছন্দ মতো কাটাতে পারবেন। আপনাকে ভালো ও খারাপ দুই সময়েই ধীর-স্থির থাকতে শিখতে হবে ৷ বিশেষত আর্থিক বিষয়ের ক্ষেত্রে। আজ যদিও টাকার দিক থেকে গড়পড়তা দিন ৷ শীঘ্রই ভালো সময় আসতে চলেছে।

মীন: আপনার ভালো সময় আসতে চলেছে ৷ পদোন্নতি বা বেতনবৃদ্ধি যা খুশি হতে পারে। সব মিলিয়ে আপনি খুশি থাকবেন ৷ কাজের মান উন্নত করার চেষ্টা করবেন। প্রশংসা পেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। দিনের শুরুর দিকে আপনি পেশাগত লক্ষ্যের দিকে ছুটবেন। আর্থিক বিষয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না।

মেষ: আজ আপনি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনতে চাইবেন ৷ সন্তানের কথা ভেবে সব কিছু করেত পারবেন ৷ কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটানোর পরে আপনি হয়ত মোনোপলি সিদ্ধান্ত নিতে পারেন ৷ আপনার সন্তানকে অর্থ সম্বন্ধে কিছু কিছু জিনিস শেখাবেন। অফিসে বেশি সময় কাজ করতে চাইবেন ৷ তাই প্রেমের জন্য বেশি সময় নাও পেতে পারেন । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ৷ আপনাকে যা সামলাতে হবে তার জন্য আপনি হয়ত খুবই প্রচেষ্টা করবেন।

বৃষ: আজ প্রেম আপনার দরজায় এসে কড়া নাড়বে। বিকালের দিকে আপনার রসিকতাবোধ খুবই প্রখর থাকবে। দিনের দ্বিতীয় ভাগে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার অর্থভাণ্ডারে একটু টান পড়তে পারে ৷ এর ফলে আপনি আপনার আর্থিক অবস্থান নিয়ে একটু অস্বস্তিতে পড়তে পারেন ৷ নতুন সুযোগ খুঁজতে চাইবেন । আপনার অস্থির মন আজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

মিথুন: আজ দিনটি খুশি ও আনন্দে কাটবে । আপনার প্রেম জীবন বেশ ভালো কাটবে । লোকজন আপনাকে নিয়ে ঈর্ষাণ্বিত হতে পারেন ৷ তার প্রভাব আপনার শক্তির উপর পড়তে পারে। তুচ্ছ মন্তব্যে বিব্রত না হওয়ার চেষ্টা করুন। আজ আপনাকে সজাগ থাকতে হবে ৷ নতুবা নতুন কোনও কাজে আপনার অনেক সময় নষ্ট হবে। আরও চ্যালেঞ্জিং কাজ হাতে নিতে চাইবেন ৷ দৈনন্দিন কার্যকলাপ আপনাকে কখনওই সেই প্রেরণা দেবে না।

কর্কট: আপনি আজ ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে পারেন ৷ আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন। আজ আসবাবপত্র কিনতে পারেন ৷ আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে ৷ কিন্তু আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। সামগ্রিকভাবে, আপনাকে আজ নৈর্ব্যক্তিক থাকতে হবে ৷ সব বিষয়কে গুরুত্ব না দেওয়া ভালো ৷ ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে।

সিংহ: আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কাটবে ৷ আপনি আপনার প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন। দিনের প্রথমার্দ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন। সারাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন। আপনি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন ৷ নিজের কর্মশক্তিকে কাজে লাগালে ভালো হবে ৷ দিনের প্রথমার্দ্ধ ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন।

কন্যা: প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে। আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন। প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন। আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে। আজ, আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না। আপনি সময়ের সদ্ব্যবহার করবেন। দিনের প্রথম ভাগে, প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন।

তুলা: আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণু আবহের অভিজ্ঞতা লাভ করবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রটি গড়পড়তা থাকবে। আপনি পূর্বের লগ্নিকৃত জায়গা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না ৷ আবার আপনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না। স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায়। কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনি কঠোরভাবে নিজের কাজে মগ্ন থাকবেন।

বৃশ্চিক: আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন। আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে। আপনি হয়তো ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে পারেন। দিনের শুরুতে, আপনি ভালোভাবে আয় করবেন। আপনার সমস্ত পরিকল্পনা সাবলীল গতিতে এগোবে ৷ আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে। স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা যাচ্ছে না।

ধনু: হস্তশিল্প নিয়ে আপনি মুগ্ধ ও এটিকেই আপনার ব্যবসা করতে চান। আপনি সাংসারিক মানুষ ও আপনার প্রিয়জনদের দিকে আপনি প্রচুর মনোযোগ দেন। আবেগ ও ঘনিষ্ঠতা রোম্যান্স বাড়িয়ে তুলবে ও আপনি প্রেম রসে নিমজ্জিত হবেন। আপনার কিছুকে গুরুত্ব না দেওয়ার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না। স্বাস্থ্য ও সুস্থতার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো। আপনার আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে।

মকর: আপনি যাই করেন, তাতেই মনপ্রাণ ঢেলে কাজ করেন। এই একনিষ্ঠতার সাহায্যেই আপনি সেরা ফল পাবেন। আপনি নিজের সব শক্তি নিঃশেষ করে ফেলবেন ৷ আপনি কাজ ভাগ করে নিতে চাইবেন ৷ এর ফলে যে শুধু আপনার কাজের বোঝা হালকা হবে তা নয় ৷ দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে পড়বেন।

কুম্ভ: সতর্ক থাকুন! আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাগ হয়ত হয়ত দুর্ভাগ্যবশত আপনার উপর প্রকাশ পাবে। আপনি আরও হতাশ হবেন ৷ কেননা আপনার সহকর্মীরা হয়ত আপনাকে পুরোপুরি মন থেকে সমর্থন করবেন না। কিন্তু সন্ধ্যাবেলা আপনি পছন্দ মতো কাটাতে পারবেন। আপনাকে ভালো ও খারাপ দুই সময়েই ধীর-স্থির থাকতে শিখতে হবে ৷ বিশেষত আর্থিক বিষয়ের ক্ষেত্রে। আজ যদিও টাকার দিক থেকে গড়পড়তা দিন ৷ শীঘ্রই ভালো সময় আসতে চলেছে।

মীন: আপনার ভালো সময় আসতে চলেছে ৷ পদোন্নতি বা বেতনবৃদ্ধি যা খুশি হতে পারে। সব মিলিয়ে আপনি খুশি থাকবেন ৷ কাজের মান উন্নত করার চেষ্টা করবেন। প্রশংসা পেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। দিনের শুরুর দিকে আপনি পেশাগত লক্ষ্যের দিকে ছুটবেন। আর্থিক বিষয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.