ETV Bharat / bharat

চামরাজানগরে বাজেয়াপ্ত 98 কোটি টাকার বিয়ার, পড়ুন বিস্তারিত - Chamarajanagar - CHAMARAJANAGAR

Beer Seized in Chamarajanagar: কর্ণাটকের চামরাজানগর লোকসভা কেন্দ্র এলাকার একটি কারখানা থেকে প্রায় 98 কোটি টাকার বিয়ার বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর ৷ 17 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি ৷

Beer Seized in Chamarajanagar
Beer Seized in Chamarajanagar
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 8:16 PM IST

Updated : Apr 4, 2024, 11:03 PM IST

বাজেয়াপ্ত 98 কোটি টাকার বিয়ার

চামরাজানগর (কর্ণাটক), 4 এপ্রিল: প্রায় 98 কোটি টাকার বিয়ার বাজেয়াপ্ত হল কর্ণাটকে ৷ গত 2 এপ্রিল ঘটনাটি ঘটে কর্ণাটকের চামরাজানগর লোকসভা কেন্দ্রে ৷ সেখানকার নানজানগুড়ু তালুকের হিম্মাভু গ্রামে একটি কারখানা থেকে এই বিয়ার বাজেয়াপ্ত করা হয় ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চামরাজানগর লোকসভার নির্বাচনী আধিকারিক সিটি শিল্পানাগকে জনৈক ব্যক্তি ফোন করেন ৷ তিনিই কারখানার হদিশ দেন৷ জানান যে ওই কারখানায় আইন ভেঙে মদ মজুত করা হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে শিল্পানাগ আবগারি দফতরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন ৷ আবগারি দফতরের আধিকারিকরা ওই কারখানায় যান ৷ সেখানে গিয়ে তল্লাশি চালান ৷ সেই তল্লাশিতেই 98 কোটি 52 লক্ষ টাকা মূল্যের অবৈধ বিয়ার উদ্ধার হয় ৷

এই নিয়ে আবগারি দফতরের ডিসি নাগাস্যনা বলেন, "নির্বাচন আধিকারিক শিল্পনাগের নির্দেশে আমরা সেখানে গিয়ে ইউনিটের রেকর্ড এবং সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে দেখেছি । দেখা গিয়েছে যে 30 মার্চ কারখানা থেকে 14 হাজার কার্টন বিয়ার 17টি লরিতে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে সাত হাজারেরও বেশি বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার মজুদ রয়েছে । আমরা অবৈধভাবে মজুদ করা সাত হাজার কার্টন বিয়ার এবং বৈধভাবে প্রস্তুত করা 5 লক্ষ 81 হাজার কার্টন বিয়ার বাজেয়াপ্ত করেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘এছাড়া আমরা উৎপাদনে ব্যবহৃত সব ধরনের কাঁচামাল বাজেয়াপ্ত করে সিল করে দিয়েছি কারখানা । আবগারি আইনের লঙ্ঘন নিয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । 17 জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে । আরও তদন্তের জন্য 17 জনকে গ্রেফতার করা হবে । অবৈধ মজুতের একটি মামলা আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নথিভুক্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো, বিমানবন্দর থেকে পলাতক সোনাপাচারে অভিযুক্ত 30 বিদেশি নাগরিক !
  2. তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 5
  3. স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বাজেয়াপ্ত 98 কোটি টাকার বিয়ার

চামরাজানগর (কর্ণাটক), 4 এপ্রিল: প্রায় 98 কোটি টাকার বিয়ার বাজেয়াপ্ত হল কর্ণাটকে ৷ গত 2 এপ্রিল ঘটনাটি ঘটে কর্ণাটকের চামরাজানগর লোকসভা কেন্দ্রে ৷ সেখানকার নানজানগুড়ু তালুকের হিম্মাভু গ্রামে একটি কারখানা থেকে এই বিয়ার বাজেয়াপ্ত করা হয় ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চামরাজানগর লোকসভার নির্বাচনী আধিকারিক সিটি শিল্পানাগকে জনৈক ব্যক্তি ফোন করেন ৷ তিনিই কারখানার হদিশ দেন৷ জানান যে ওই কারখানায় আইন ভেঙে মদ মজুত করা হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে শিল্পানাগ আবগারি দফতরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন ৷ আবগারি দফতরের আধিকারিকরা ওই কারখানায় যান ৷ সেখানে গিয়ে তল্লাশি চালান ৷ সেই তল্লাশিতেই 98 কোটি 52 লক্ষ টাকা মূল্যের অবৈধ বিয়ার উদ্ধার হয় ৷

এই নিয়ে আবগারি দফতরের ডিসি নাগাস্যনা বলেন, "নির্বাচন আধিকারিক শিল্পনাগের নির্দেশে আমরা সেখানে গিয়ে ইউনিটের রেকর্ড এবং সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে দেখেছি । দেখা গিয়েছে যে 30 মার্চ কারখানা থেকে 14 হাজার কার্টন বিয়ার 17টি লরিতে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে সাত হাজারেরও বেশি বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার মজুদ রয়েছে । আমরা অবৈধভাবে মজুদ করা সাত হাজার কার্টন বিয়ার এবং বৈধভাবে প্রস্তুত করা 5 লক্ষ 81 হাজার কার্টন বিয়ার বাজেয়াপ্ত করেছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘এছাড়া আমরা উৎপাদনে ব্যবহৃত সব ধরনের কাঁচামাল বাজেয়াপ্ত করে সিল করে দিয়েছি কারখানা । আবগারি আইনের লঙ্ঘন নিয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । 17 জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে । আরও তদন্তের জন্য 17 জনকে গ্রেফতার করা হবে । অবৈধ মজুতের একটি মামলা আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নথিভুক্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো, বিমানবন্দর থেকে পলাতক সোনাপাচারে অভিযুক্ত 30 বিদেশি নাগরিক !
  2. তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 5
  3. স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Apr 4, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.