ETV Bharat / bharat

মাঝআকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা যুবকের, তারপর ? - Trouble in Flight - TROUBLE IN FLIGHT

Flight Emergency Door: ফের মাঝআকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করার অভিযোগ ৷ এবার এই কাণ্ড ঘটল কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানে ৷ অভিযুক্ত যুবক পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা ৷

Flight Emergency Door
Flight Emergency Door
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:24 PM IST

বেঙ্গালুরু, 2 মে: বিমান অবতরণের আগেই মাঝআকাশে আপৎকালীন দরজা খোলার চেষ্টা ৷ অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ইন্ডিগোর বিমানে ৷ অভিযুক্ত যুবকের নাম কৌশিক করণ (22) ৷ এই বিষয়ে যুবকের বিরুদ্ধে আইপিসি ধারা 336 (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।

জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতা থেকে বেঙ্গালুরুতে আসা বিমানে এই ঘটনাটি ঘটে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কৌশিক করণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় । ইন্ডিগোর দায়ের করা অভিযোগ অনুসারে, বিমানটি কলকাতা থেকে বেঙ্গালুরু আসার সময় কৌশিক উড়ানের 18 নম্বর সিটে বসেছিলেন ৷ কেবিন ক্রুরা লক্ষ্য করেন যে তিনি বিমান থামার আগে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করছেন । সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ।

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, কৌশিক বেঙ্গালুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসছিলেন। ওই যুবক প্রথমবার বিমানে ভ্রমণ করছিলেন। বিমান থেকে নামার সময় কী নিয়ম মেনে চলতে হবে সে সম্পর্কে ওই যুবক সচেতন ছিলেন না । সূত্রের খবর, তিনি ইচ্ছাকৃতভাবে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেননি ৷ তিনি আসন থেকে ওঠার সময় আপৎকালীন দরজাটি ধরে উঠছিলেন । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, যুবককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে তলব করা হলে যুবককে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে।

তবে এই প্রথম নয়, আগেও মাঝআকাশে ইমারজেন্সি ডোর খোলার চেষ্টার ঘটনা ঘটেছে ৷ বেঙ্গালুরুগামী অ্যালায়েন্স এয়ার ফ্লাইট কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের উপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আপৎকালীন দরজা খোলার চেষ্টা করার জেরে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল । ধৃত রামোজি কোরাইল এবং রমেশ কুমার নামে দু'জনেই কর্ণাটকের বাসিন্দা ছিলেন । অভিযোগ, এই দুই ব্যক্তিই বেশ কয়েকবার আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেছিলেন ৷

আরও পড়ুন:

  1. ফ্লাইটের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে গ্রেফতার দুই যাত্রী
  2. দিল্লি-বেঙ্গালুরু বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা, আটক মদ্যপ যাত্রী
  3. ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !

বেঙ্গালুরু, 2 মে: বিমান অবতরণের আগেই মাঝআকাশে আপৎকালীন দরজা খোলার চেষ্টা ৷ অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ইন্ডিগোর বিমানে ৷ অভিযুক্ত যুবকের নাম কৌশিক করণ (22) ৷ এই বিষয়ে যুবকের বিরুদ্ধে আইপিসি ধারা 336 (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।

জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতা থেকে বেঙ্গালুরুতে আসা বিমানে এই ঘটনাটি ঘটে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কৌশিক করণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় । ইন্ডিগোর দায়ের করা অভিযোগ অনুসারে, বিমানটি কলকাতা থেকে বেঙ্গালুরু আসার সময় কৌশিক উড়ানের 18 নম্বর সিটে বসেছিলেন ৷ কেবিন ক্রুরা লক্ষ্য করেন যে তিনি বিমান থামার আগে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করছেন । সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ।

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, কৌশিক বেঙ্গালুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসছিলেন। ওই যুবক প্রথমবার বিমানে ভ্রমণ করছিলেন। বিমান থেকে নামার সময় কী নিয়ম মেনে চলতে হবে সে সম্পর্কে ওই যুবক সচেতন ছিলেন না । সূত্রের খবর, তিনি ইচ্ছাকৃতভাবে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেননি ৷ তিনি আসন থেকে ওঠার সময় আপৎকালীন দরজাটি ধরে উঠছিলেন । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, যুবককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে তলব করা হলে যুবককে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে।

তবে এই প্রথম নয়, আগেও মাঝআকাশে ইমারজেন্সি ডোর খোলার চেষ্টার ঘটনা ঘটেছে ৷ বেঙ্গালুরুগামী অ্যালায়েন্স এয়ার ফ্লাইট কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের উপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আপৎকালীন দরজা খোলার চেষ্টা করার জেরে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল । ধৃত রামোজি কোরাইল এবং রমেশ কুমার নামে দু'জনেই কর্ণাটকের বাসিন্দা ছিলেন । অভিযোগ, এই দুই ব্যক্তিই বেশ কয়েকবার আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেছিলেন ৷

আরও পড়ুন:

  1. ফ্লাইটের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে গ্রেফতার দুই যাত্রী
  2. দিল্লি-বেঙ্গালুরু বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা, আটক মদ্যপ যাত্রী
  3. ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.