ETV Bharat / bharat

সীমান্তে বিএসএফের উপর প্রাণঘাতী হামলা, পালটা গুলিতে পালাল বাংলাদেশি দুষ্কৃতীরা - Bangladeshis Attacked BSF - BANGLADESHIS ATTACKED BSF

Border Security Force: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ-এর উপর হামলা চালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৷ পালটা গুলিও চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷

Border Security Force
সীমান্তে বিএসএফের উপর প্রাণঘাতী হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 6:37 AM IST

কলকাতা, 31 জুলাই: ফের বঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর হামলা ৷ পালটা গুলি চালিয়ে চোরাচালানের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষাবাহিনী ৷ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বিএসএফের সেক্টর হেড-কোয়ার্টার বহরমপুর এলাকায় অবস্থিত 146 ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ির মধুবনার ঘটনা । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ।

বিএসএফ সূত্রে খবর, 146 ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ি মধুবনার জওয়ানরা ডিউটির সময় 8-10 জন চোরাকারবারীকে ধারালো অস্ত্র নিয়ে সীমান্ত লাইনের দিকে আসতে দেখেন ৷ জওয়ানরা তৎক্ষণাৎ চোরাকারবারীদের ধরতে ছুটে যান । চোরাকারবারীরাও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে । আত্মরক্ষার্থে জওয়ান গুলি চালান ৷ গুলির শব্দ শুনে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের দিকে ফিরে যায় ৷ আত্মরক্ষার্থে করা এই গুলিতে কোনও চোরাকারবারীর আহত হয়েছে কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

প্রসঙ্গত, এর আগেও বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সেক্টর সদর দফতর কলকাতার সীমান্ত চৌকি তেঁতুলবেরিয়া, পিপলি এবং অ্যাংরাইলে ও নদিয়া জেলার আঞ্চলিক সদর দফতর কৃষ্ণনগরের সীমান্ত চৌকির মহেন্দ্র, মুর্শিদাবাদ জেলায় জওয়ানদের উপর এই ধরনের মারাত্মক হামলা হয়েছে ।
বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে এই হামলার ঘটনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ৷

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত মুখপাত্র বলেন, ‘‘এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় ৷ বিএসএফ জওয়ানরা ব্যতিক্রমী সাহস ও সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন । বাংলাদেশি অপরাধীদের ঘনঘন হামলা ও অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে বিজিবি-র সঙ্গে বারবার বৈঠক করেও তাদের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি । এই নিষ্ক্রিয়তা চোরাকারবারী ও অপরাধীদের উৎসাহিত করেছে । তবুও, ভারতীয় জওয়ানরা ভারতের সীমান্ত রক্ষা করতে এবং যে কোনও পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ।’’

কলকাতা, 31 জুলাই: ফের বঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর হামলা ৷ পালটা গুলি চালিয়ে চোরাচালানের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষাবাহিনী ৷ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বিএসএফের সেক্টর হেড-কোয়ার্টার বহরমপুর এলাকায় অবস্থিত 146 ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ির মধুবনার ঘটনা । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ।

বিএসএফ সূত্রে খবর, 146 ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ি মধুবনার জওয়ানরা ডিউটির সময় 8-10 জন চোরাকারবারীকে ধারালো অস্ত্র নিয়ে সীমান্ত লাইনের দিকে আসতে দেখেন ৷ জওয়ানরা তৎক্ষণাৎ চোরাকারবারীদের ধরতে ছুটে যান । চোরাকারবারীরাও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে । আত্মরক্ষার্থে জওয়ান গুলি চালান ৷ গুলির শব্দ শুনে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের দিকে ফিরে যায় ৷ আত্মরক্ষার্থে করা এই গুলিতে কোনও চোরাকারবারীর আহত হয়েছে কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

প্রসঙ্গত, এর আগেও বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সেক্টর সদর দফতর কলকাতার সীমান্ত চৌকি তেঁতুলবেরিয়া, পিপলি এবং অ্যাংরাইলে ও নদিয়া জেলার আঞ্চলিক সদর দফতর কৃষ্ণনগরের সীমান্ত চৌকির মহেন্দ্র, মুর্শিদাবাদ জেলায় জওয়ানদের উপর এই ধরনের মারাত্মক হামলা হয়েছে ।
বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে এই হামলার ঘটনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ৷

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত মুখপাত্র বলেন, ‘‘এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় ৷ বিএসএফ জওয়ানরা ব্যতিক্রমী সাহস ও সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন । বাংলাদেশি অপরাধীদের ঘনঘন হামলা ও অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে বিজিবি-র সঙ্গে বারবার বৈঠক করেও তাদের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি । এই নিষ্ক্রিয়তা চোরাকারবারী ও অপরাধীদের উৎসাহিত করেছে । তবুও, ভারতীয় জওয়ানরা ভারতের সীমান্ত রক্ষা করতে এবং যে কোনও পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.