কলকাতা, 6 ডিসেম্বর: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগে অশান্ত বাংলাদেশ ৷ অশান্তির আঁচ এসে পড়েছে ভারতেরও ৷ এই আবহে কলকাতায় বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি হাই-কমিশনারকে ডেকে পাঠাল ঢাকা ৷ উপর মহলের নির্দেশ মেনে ইতিমধ্যেই কলকাতা ছাড়লেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শিকদার মহম্মদ আশরাফুর রহমান ৷ বাংলাদেশের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত কূটনীতিককে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে ৷
দূতাবাসের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "কলকাতায় আমাদের মিশনের বাইরে চলমান বিক্ষোভের কারণে আশরাফুর রহমানকে জরুরি পরামর্শের জন্য ডাকা হয়েছে । সেই সঙ্গে, আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে বিদেশসচিব পর্যায়ের আলোচনায় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে । সব কাজ শেষ করে চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি ফের কলকাতায় ফিরবেন ৷"
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ সম্প্রতি, সনাতনী নেতা প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনের সামনে ৷ এমনকী, দূতাবাসের ভিতরে ঢুকে হামলারও অভিযোগ উঠেছে কট্টরপন্থী হিন্দু সংগঠনের বিরুদ্ধে ৷ সেই ঘটনার জেরে নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য ডেপুটি হাই-কমিশনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শীর্ষ আধিকারিকের দাবি, বিগত কয়েকদিন ধরে একইভাবে বিক্ষোভ প্রতিবাদ চলছে কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে ৷
উল্লেখ্য, দুই দেশের মধ্যে এক বৈঠকে যোগ দেওয়ার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি ৷ সূত্রের খবর, পড়শি রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে ৷ মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব ৷ সুতরাং, সেই বৈঠক নিয়ে ইতিমধ্যেই তীব্র জল্পনা শুরু হয়েছে ৷
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দু'দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে ৷ সাম্প্রতিক সময়ে প্রভু চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে ৷ এই আবহে আশরাফুর রহমানকে ডেকে পাঠানোর ঘটনা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে ৷