আরারিয়া (বিহার), 18 জুন: বিহারে নদীর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু ৷ কোটি টাকা ব্যায়ে নির্মিত কংক্রিটের সেতু কয়েক মিনিটের মধ্যেই তলিয়ে গেল বাকড়া নদীতে ৷ সেতু ভেঙে পড়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই ঘটনায় কনট্রাক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ সেতু ভেঙে পড়ার ঘটনায় তদন্তের দাবি উঠেছে ৷
বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয় । বিশেষ করে বাকরা নদীর উপর সেতু প্রায় প্রতি বছরই ভেঙে পড়ে । নদীর গতিপথ পরিবর্তনের কারণে কখনও অ্যাপ্রোচ রোড ভেঙে যায়, আবার কখনও সেতু ভেঙে যায় । এবার প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ল ৷
নেপালে মুষলধারে বৃষ্টির কারণে সিকটি ব্লকের মধ্যে দিয়ে যাওয়া বাকরা নদী আচমকাই ফুলে-ফেঁপে উঠেছে । প্রবল গতির স্রোতের কারণেই নির্মীয়মাণ সেতুটি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে । বাকড়া নদীর উপর পাঁচ বছর আগে সেতু তৈরি হয়েছিল । সেতুর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাকরা নদী তার গতিপথ পরিবর্তন করে । এরপর নতুন এই সেতুটি নির্মাণ করা হচ্ছিল । সেতুর কাজ শেষ হলে এটি সিকটি ও কুরসাকান্ত ব্লককে সংযুক্ত করত । তবে সেতু উদ্বোধনের আগেই নদীতে তলিয়ে গেল তার একাংশ ৷
প্রবল স্রোতের কারণে পারদিয়া ঘাটে নির্মীয়মাণ সেতুর তিনটি স্তম্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । এর উপরে নির্মিত গার্ডটিও নদীতে তলিয়ে গিয়েছে । 5 বছরে দ্বিতীয়বার বাকড়া নদীর গতিপথ পরিবর্তন হওয়াতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ৷ দুর্বল নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্যই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ ৷ সেতুটি কীভাবে ভেঙে পড়ল, সেতু তৈরির সামগ্রীর গুণমানের কোনও ঘাটতির কারণে এই ঘটনা ঘটেছে কি না তা বলা মুশকিল । এবারও সেতু ভেঙে পড়ার তদন্ত করা হবে ।
এই সেতুর কাজ চলছিল প্রায় শেষের পথে ৷ শিগগিরই এটি উদ্বোধন হওয়ার কথা ছিল । কিন্তু উদ্বোধনের আগেই ভেঙে পড়ে 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি । সিকটি বিধানসভার বিধায়ক বিজয় কুমার মণ্ডল বলেন, "সেতুটি গ্রামীণ পূর্ত দফতর তৈরি করছিল । সেতুটি ভালো ও মজবুত হবে বলে আমরা আশাবাদী ছিলাম । কিন্তু বৃষ্টির শুরুতেই সেতুটি ভেসে যাওয়ায় সেন্সর বিভাগের অবহেলা ও দুর্নীতির ঘটনাই সামনে আসছে ৷ এই কাজে নিয়োজিত সেন্সরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং পূর্ত দফতরের আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ।"