ETV Bharat / bharat

আজিমের নাকের ডগায় ইভিএম! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: শারীরিকভাবে প্রায় একশো শতাংশ অক্ষম কেরলের কোজিকোটের বাসিন্দা আজিম ৷ প্রথমবারের ভোটার আজিম তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ আর সেই ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 5:32 PM IST

তিরুঅনন্তপুরম, 27 এপ্রিল: শারীরিকভাবে 90 শতাংশ অক্ষম কেরলের কোঝিকোড় জেলার ভেলিমান্নার বাসিন্দা 18 বছরের আজিম ৷ প্রথমবারের ভোটার তিনি ৷ আর প্রথম ভোটটি আজিম দিয়েছেন তাঁর নাক দিয়ে ৷ তার থেকেও বড় বিষয় হল ৷ পোলিং বুথের কর্মী তাঁর পায়ের বুড়ো আঙুলে ভোটের কালি লাগিয়েছেন ৷ আজিমের এই ভোট দেওয়ার পদ্ধতি এখম আলোচনার কেন্দ্রবিন্দু কেরলে ৷

সদ্য আঠারো পূর্ণ করা আজিম ভেল্লিমান্নার সরকারি ইউপি স্কুলের 43 নম্বর বুথে ভোট দিয়েছেন ৷ আজিমের পা, মুখ, চোয়ালের সমস্যা রয়েছে ৷ এমনকি তাঁর শ্রবণ শক্তিও কম ৷ এমনকি জন্ম থেকে আজিমের কোনও হাত ছিল না ৷ অপরিণত অবস্থাতেই জন্ম হয়েছিল তাঁর ৷ হুইল চেয়ার ছাড়া আজিম এক স্থান থেকে আরেক স্থানে নড়তেও পারেন না ৷ একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন ভোটাধিকার প্রয়োগ করতে ৷

কিন্তু, হাত না-থাকায় ভোট দেবেন কীভাবে ? সেই সমস্যার সমাধানও তুড়িতে করে ফেলেছেন আজিম ৷ নাক নিয়ে ইভিএমের বোতাম প্রেস করে প্রথম ভোট দিলেন তিনি ৷ আর আজিমের এই মনের জোরই এখন সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে ৷ এমনকি ভোট দেওয়ার প্রমাণ হিসেবে আজিমের পায়ের বুড়ো আঙুলে কালি লাগিয়ে দিয়েছেন পোলিং অফিসার ৷ এর আগেও আজিম নিজের মনের জোরে অনেক বড় বড় কৃতিত্ব অর্জন করেছেন ৷

অতীতে আন্তর্জাতিক শিশু শান্তি সম্মান প্রতিযোগিতায় ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন কেরলের আজিম ৷ এমনকি প্যারা স্যুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন আজিম ৷ এর পাশাপাশি, উজ্জ্বলা বালায়ম সম্মান এবং চাইল্ড অ্যাচিভার অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন কেরলের বিশেষভাবে সক্ষম এই তুরুণ ৷

ভেলিমান্না উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজিম পড়াশোনা করছেন ৷ সেই স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে উন্নিত করার দাবিতে আজিম আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন ৷ এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আজিম ৷ আরও আশ্চর্যের বিষয় 18 বছরের আজিম এই মুহূর্তে তাঁর এসএসএলসি পরীক্ষার ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছে ৷ বাস্তবেই আজিম সকলের কাছে অনুপ্রেরণা ৷

আরও পড়ুন:

  1. স্বামীর শেষকৃত্য সেরে ভোটের লাইনে রাজস্থানের সুরজ দেবী
  2. ভোটের লাইনে দাঁড়িয়ে ‘দ্য ওয়াল’, দ্রাবিড়কে কুর্নিশ নেটিজেনদের

তিরুঅনন্তপুরম, 27 এপ্রিল: শারীরিকভাবে 90 শতাংশ অক্ষম কেরলের কোঝিকোড় জেলার ভেলিমান্নার বাসিন্দা 18 বছরের আজিম ৷ প্রথমবারের ভোটার তিনি ৷ আর প্রথম ভোটটি আজিম দিয়েছেন তাঁর নাক দিয়ে ৷ তার থেকেও বড় বিষয় হল ৷ পোলিং বুথের কর্মী তাঁর পায়ের বুড়ো আঙুলে ভোটের কালি লাগিয়েছেন ৷ আজিমের এই ভোট দেওয়ার পদ্ধতি এখম আলোচনার কেন্দ্রবিন্দু কেরলে ৷

সদ্য আঠারো পূর্ণ করা আজিম ভেল্লিমান্নার সরকারি ইউপি স্কুলের 43 নম্বর বুথে ভোট দিয়েছেন ৷ আজিমের পা, মুখ, চোয়ালের সমস্যা রয়েছে ৷ এমনকি তাঁর শ্রবণ শক্তিও কম ৷ এমনকি জন্ম থেকে আজিমের কোনও হাত ছিল না ৷ অপরিণত অবস্থাতেই জন্ম হয়েছিল তাঁর ৷ হুইল চেয়ার ছাড়া আজিম এক স্থান থেকে আরেক স্থানে নড়তেও পারেন না ৷ একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন ভোটাধিকার প্রয়োগ করতে ৷

কিন্তু, হাত না-থাকায় ভোট দেবেন কীভাবে ? সেই সমস্যার সমাধানও তুড়িতে করে ফেলেছেন আজিম ৷ নাক নিয়ে ইভিএমের বোতাম প্রেস করে প্রথম ভোট দিলেন তিনি ৷ আর আজিমের এই মনের জোরই এখন সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে ৷ এমনকি ভোট দেওয়ার প্রমাণ হিসেবে আজিমের পায়ের বুড়ো আঙুলে কালি লাগিয়ে দিয়েছেন পোলিং অফিসার ৷ এর আগেও আজিম নিজের মনের জোরে অনেক বড় বড় কৃতিত্ব অর্জন করেছেন ৷

অতীতে আন্তর্জাতিক শিশু শান্তি সম্মান প্রতিযোগিতায় ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন কেরলের আজিম ৷ এমনকি প্যারা স্যুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন আজিম ৷ এর পাশাপাশি, উজ্জ্বলা বালায়ম সম্মান এবং চাইল্ড অ্যাচিভার অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন কেরলের বিশেষভাবে সক্ষম এই তুরুণ ৷

ভেলিমান্না উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজিম পড়াশোনা করছেন ৷ সেই স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে উন্নিত করার দাবিতে আজিম আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন ৷ এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আজিম ৷ আরও আশ্চর্যের বিষয় 18 বছরের আজিম এই মুহূর্তে তাঁর এসএসএলসি পরীক্ষার ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছে ৷ বাস্তবেই আজিম সকলের কাছে অনুপ্রেরণা ৷

আরও পড়ুন:

  1. স্বামীর শেষকৃত্য সেরে ভোটের লাইনে রাজস্থানের সুরজ দেবী
  2. ভোটের লাইনে দাঁড়িয়ে ‘দ্য ওয়াল’, দ্রাবিড়কে কুর্নিশ নেটিজেনদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.