- ভারতের সনাতনী ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল । রাজসূয় যজ্ঞে সরযূর তীরে ফিরলেন শ্রীরাম ।
রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর - রামলালার প্রাণ প্রতিষ্ঠা
Published : Jan 22, 2024, 11:54 AM IST
|Updated : Jan 22, 2024, 4:58 PM IST
16:47 January 22
নয়া অধ্যায়ের সূচনা:
16:47 January 22
সনাতনী আদর্শের ধ্বজ্জা:
- আদর্শ যজমানের মতো ঢুকলেন গর্ভগৃহে, তাঁর হাত থেকেই হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম । পদ্ম হাতে সংকল্প করলেন সনাতনী আদর্শের ধ্বজ্জা বয়ে নিয়ে যাওয়ার । পুজো শেষে মর্যাদা পুরুষোত্তমের সামনে সাষ্টাঙ্গ প্রণাম । এদিন রাম মন্দিরে যাবতীয় আলো, ক্যামেরার ঝলকানি কেড়ে নিলেন তিনি ।
16:47 January 22
নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম:
- পাঁচশো বছর পর নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম । জগাধিপতির 'ঘর ওয়াপসি'র অনুষ্ঠানের সমস্ত উপাদান মজুদ ছিল অযোধ্যায় । কিন্তু, বর্ণাঢ্য অনুষ্ঠানের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন তিনিই । সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
16:47 January 22
ডিউটি বিফোর সেলফ:
- সনাতন ধর্ম বলে, 'ডিউটি বিফোর সেলফ' । বাংলায় যার মানে, স্বেচ্ছার আগে কর্ম। রামে বিভোর দেশও কয়েকদিন জপেছে এই এই মন্ত্রই । এদিন সেই অপেক্ষার অবসান, রাজসূয় যজ্ঞে নয়া ইতিহাসের সূচনা হল সরযূর তীরে ।
13:18 January 22
সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর:
- রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী । এরপর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ।
13:14 January 22
অযোধ্যায় পুষ্পবৃষ্টি:
- মন্দিরের উপর দিয়ে পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার ।
13:09 January 22
- পঞ্চপ্রদীপে রামলালার আরাধনা করছেন প্রধানমন্ত্রী । মর্যাদা পুরুষোত্তমের পায়ে পদ্ম অর্পণ করে শ্রদ্ধা মোদির ।
12:30 January 22
রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম
- পাঁচ শতক পর নিজের রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম ।
12:27 January 22
- শুরু হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ।
12:14 January 22
মোদির পাশেই সঙ্ঘপ্রধান:
- গর্ভগৃহে মোদির পাশেই সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ।
12:13 January 22
- গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি ।
- অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, টাইগার শ্রফ এবং আশা ভোঁসলের মতো বলিউড সেলিব্রিটিরাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন । ফিল্ম ইন্ডাস্ট্রির আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মোহনলাল, রজনীকান্ত, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বনসালি, অক্ষয় কুমার, ধনুশ, রণদীপ হুডা, অনুষ্কা শর্মা, ঋষব শেঠি, মধুর ভান্ডারকর, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, যশ, প্রভাস এবং সানি দেওলের নামও রয়েছে তালিকায় ।
11:44 January 22
- সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছন আরআরআর খ্যাত অভিনেতা রামচরণ ৷ অফ হোয়াইট কুর্তা-পাজামায় তাঁকে দেখা গিয়েছে এদিন ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,"এটা দীর্ঘ অপেক্ষা ছিল ৷ আমরা সবাই সেখানে উপস্থিত হতে পেরে খুব সম্মানিত বোধ করছি ৷"
- রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় তারার মেলা । বিগ বি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হেমা মালিনী, ভিকি-ক্যাটরিনা, কৈলাস খের, চিরঞ্জীবী, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, রামচরণ সকলেই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে অযোধ্যায় প্রত্যেকে ৷
- রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান ও পূজার্চনা শুরু হবে বেলা 12টা 5 মিনিটে ৷ 50 মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান ৷ এরপর 12টা 55 মিনিটে মন্দির থেকে বেরোবেন প্রধানমন্ত্রী ৷
11:42 January 22
উন্মাদনার অবসান
- রামরাজ্যে ফিরছেন পুরুষোত্তম । উৎসবমুখর রামনগরী অযোধ্যা ৷ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমন্ত্রিত তারকারাও ৷ লখনউতে জারি রয়েছে 144 ধারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আজ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ সূচি মেনে ধাপে ধাপে নিজ কর্মসূচি অনুযায়ী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ৷
16:47 January 22
নয়া অধ্যায়ের সূচনা:
- ভারতের সনাতনী ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল । রাজসূয় যজ্ঞে সরযূর তীরে ফিরলেন শ্রীরাম ।
16:47 January 22
সনাতনী আদর্শের ধ্বজ্জা:
- আদর্শ যজমানের মতো ঢুকলেন গর্ভগৃহে, তাঁর হাত থেকেই হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম । পদ্ম হাতে সংকল্প করলেন সনাতনী আদর্শের ধ্বজ্জা বয়ে নিয়ে যাওয়ার । পুজো শেষে মর্যাদা পুরুষোত্তমের সামনে সাষ্টাঙ্গ প্রণাম । এদিন রাম মন্দিরে যাবতীয় আলো, ক্যামেরার ঝলকানি কেড়ে নিলেন তিনি ।
16:47 January 22
নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম:
- পাঁচশো বছর পর নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম । জগাধিপতির 'ঘর ওয়াপসি'র অনুষ্ঠানের সমস্ত উপাদান মজুদ ছিল অযোধ্যায় । কিন্তু, বর্ণাঢ্য অনুষ্ঠানের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন তিনিই । সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
16:47 January 22
ডিউটি বিফোর সেলফ:
- সনাতন ধর্ম বলে, 'ডিউটি বিফোর সেলফ' । বাংলায় যার মানে, স্বেচ্ছার আগে কর্ম। রামে বিভোর দেশও কয়েকদিন জপেছে এই এই মন্ত্রই । এদিন সেই অপেক্ষার অবসান, রাজসূয় যজ্ঞে নয়া ইতিহাসের সূচনা হল সরযূর তীরে ।
13:18 January 22
সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর:
- রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী । এরপর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ।
13:14 January 22
অযোধ্যায় পুষ্পবৃষ্টি:
- মন্দিরের উপর দিয়ে পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার ।
13:09 January 22
- পঞ্চপ্রদীপে রামলালার আরাধনা করছেন প্রধানমন্ত্রী । মর্যাদা পুরুষোত্তমের পায়ে পদ্ম অর্পণ করে শ্রদ্ধা মোদির ।
12:30 January 22
রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম
- পাঁচ শতক পর নিজের রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম ।
12:27 January 22
- শুরু হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ।
12:14 January 22
মোদির পাশেই সঙ্ঘপ্রধান:
- গর্ভগৃহে মোদির পাশেই সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ।
12:13 January 22
- গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি ।
- অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, টাইগার শ্রফ এবং আশা ভোঁসলের মতো বলিউড সেলিব্রিটিরাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন । ফিল্ম ইন্ডাস্ট্রির আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মোহনলাল, রজনীকান্ত, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বনসালি, অক্ষয় কুমার, ধনুশ, রণদীপ হুডা, অনুষ্কা শর্মা, ঋষব শেঠি, মধুর ভান্ডারকর, অজয় দেবগন, জ্যাকি শ্রফ, যশ, প্রভাস এবং সানি দেওলের নামও রয়েছে তালিকায় ।
11:44 January 22
- সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছন আরআরআর খ্যাত অভিনেতা রামচরণ ৷ অফ হোয়াইট কুর্তা-পাজামায় তাঁকে দেখা গিয়েছে এদিন ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,"এটা দীর্ঘ অপেক্ষা ছিল ৷ আমরা সবাই সেখানে উপস্থিত হতে পেরে খুব সম্মানিত বোধ করছি ৷"
- রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় তারার মেলা । বিগ বি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হেমা মালিনী, ভিকি-ক্যাটরিনা, কৈলাস খের, চিরঞ্জীবী, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, রামচরণ সকলেই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে অযোধ্যায় প্রত্যেকে ৷
- রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান ও পূজার্চনা শুরু হবে বেলা 12টা 5 মিনিটে ৷ 50 মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান ৷ এরপর 12টা 55 মিনিটে মন্দির থেকে বেরোবেন প্রধানমন্ত্রী ৷
11:42 January 22
উন্মাদনার অবসান
- রামরাজ্যে ফিরছেন পুরুষোত্তম । উৎসবমুখর রামনগরী অযোধ্যা ৷ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমন্ত্রিত তারকারাও ৷ লখনউতে জারি রয়েছে 144 ধারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আজ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ সূচি মেনে ধাপে ধাপে নিজ কর্মসূচি অনুযায়ী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ৷