ETV Bharat / bharat

বরফ-ধোঁয়ায় ঢেকে গিয়েছে কেদারনাথের মন্দির, পাহাড়ে ব্যাপক তুষারধস - Kedarnath Avalanche Incident

Avalanche at Kedarnath: উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধি সরোবর পাহাড়ে ফের তুষারধসের ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার এখানে তুষারধসের ঘটনা ঘটেছে ৷ এর জেরে অবশ্য কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Avalanche at Kedarnath
কেদারনাথ তুষারধস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 6:08 PM IST

Updated : Jun 30, 2024, 6:25 PM IST

রুদ্রপ্রয়াগ, 30 জুন: ফের ব্যাপক তুষারধস কেদারনাথে ৷ রবিবার সকালে কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে আবারও ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে ৷ তবে এদিনের তুষারধসের কারণে অবশ্য কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি ৷

বরফের ধোঁয়ায় ঢেকে গিয়েছে কেদারনাথ মন্দির (ইটিভি ভারত)

2013 সালে তুষারধস এবং হড়পা বানের জেরে ভয়াবহ বিপত্তির পর একাধিকবার তুষারধসের ঘটনা ঘটেছে কেদারনাথে ৷ সম্প্রতি চামোলিতেও তুষারধসের ঘটনা ঘটেছে ৷ এবার ফের কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড় থেকে একইভাবে তুষারধসের ঘটনা ঘটল ৷ এই ঘটনা যথেষ্ট উদ্বেগের বিষয় বলছেন পরিবেশবিদরা ৷

জানা গিয়েছে, রবিবার ভোর পৌনে ছ'টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধি সরোবরের পাহাড়ে তুষারধসের ঘটনা ঘটে ৷ পাহাড় থেকে হুড়মুড়িয়ে বরফ নেমে আসতে দেখা যায় ৷ পাহাড়ের উপর থেকে এতটাই জোরে ধস নামে যে রীতিমতো কুচি বরফের ধোঁয়ায় ঢেকে যায় মন্দিরের পিছনের এলাকা ৷

ঘটনার সময় মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল ৷ তারাই নিজেদের মোবাইলে তুষারধসের সেই ভিডিয়ো করে ৷ এরপর ফের কেদানগরীতে চাঞ্চল্য তৈরি হয়। এই তুষারধস অবশ্য নতুন নয় ৷ স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এরকম তুষারধস হচ্ছে ৷ তবে এই পাহাড়ে তুষারধস নতুন কিছু নয় ৷ সময়ে সময়ে এখানে তুষারধসের মাত্রা বাড়ার ফলে চিন্তা বাড়ছে পরিবেশবিদদের ৷

দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান যে, কেদারনাথের সেক্টর অফিসার জানিয়েছেন, রবিবার সকালে গান্ধি সরোবরের উপরে পাহাড়ে তুষারধস হয়েছিল। তবে এই তুষারধসের কারণে কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, এই পাহাড়ে প্রতিনিয়ত এমন তুষারধসের ঘটনা ঘটছে। এই অঞ্চলে অতিরিক্ত তুষারপাত হলে এই ধরনের ঘটনা ঘটে। এর জেরে কোনও ধরনের ক্ষতি হয় না বলেও জানান ওই আধিকারিক।

তবে পরিবেশবিদ জগৎ সিং জঙ্গলি এই ঘটনাকে উদ্বেগের বিষয় বলেছেন। তিনি বলেন, "হিমালয় অঞ্চলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা নিয়ে এবার যথেষ্ট ভাবনার প্রয়োজন রয়েছে ৷ হিমালয় অঞ্চলে একাধিক নির্মাণকাজ এবং হেলি কোম্পানিগুলোর অনিয়মিত ফ্লাইটের কারণে এমন ঘটনা ঘটছে ৷ এমন পরিস্থিতিতে সময়মতো হিমালয় অঞ্চলকে বাঁচাতে হবে ৷"

রুদ্রপ্রয়াগ, 30 জুন: ফের ব্যাপক তুষারধস কেদারনাথে ৷ রবিবার সকালে কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে আবারও ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে ৷ তবে এদিনের তুষারধসের কারণে অবশ্য কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি ৷

বরফের ধোঁয়ায় ঢেকে গিয়েছে কেদারনাথ মন্দির (ইটিভি ভারত)

2013 সালে তুষারধস এবং হড়পা বানের জেরে ভয়াবহ বিপত্তির পর একাধিকবার তুষারধসের ঘটনা ঘটেছে কেদারনাথে ৷ সম্প্রতি চামোলিতেও তুষারধসের ঘটনা ঘটেছে ৷ এবার ফের কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড় থেকে একইভাবে তুষারধসের ঘটনা ঘটল ৷ এই ঘটনা যথেষ্ট উদ্বেগের বিষয় বলছেন পরিবেশবিদরা ৷

জানা গিয়েছে, রবিবার ভোর পৌনে ছ'টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধি সরোবরের পাহাড়ে তুষারধসের ঘটনা ঘটে ৷ পাহাড় থেকে হুড়মুড়িয়ে বরফ নেমে আসতে দেখা যায় ৷ পাহাড়ের উপর থেকে এতটাই জোরে ধস নামে যে রীতিমতো কুচি বরফের ধোঁয়ায় ঢেকে যায় মন্দিরের পিছনের এলাকা ৷

ঘটনার সময় মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল ৷ তারাই নিজেদের মোবাইলে তুষারধসের সেই ভিডিয়ো করে ৷ এরপর ফের কেদানগরীতে চাঞ্চল্য তৈরি হয়। এই তুষারধস অবশ্য নতুন নয় ৷ স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এরকম তুষারধস হচ্ছে ৷ তবে এই পাহাড়ে তুষারধস নতুন কিছু নয় ৷ সময়ে সময়ে এখানে তুষারধসের মাত্রা বাড়ার ফলে চিন্তা বাড়ছে পরিবেশবিদদের ৷

দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান যে, কেদারনাথের সেক্টর অফিসার জানিয়েছেন, রবিবার সকালে গান্ধি সরোবরের উপরে পাহাড়ে তুষারধস হয়েছিল। তবে এই তুষারধসের কারণে কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, এই পাহাড়ে প্রতিনিয়ত এমন তুষারধসের ঘটনা ঘটছে। এই অঞ্চলে অতিরিক্ত তুষারপাত হলে এই ধরনের ঘটনা ঘটে। এর জেরে কোনও ধরনের ক্ষতি হয় না বলেও জানান ওই আধিকারিক।

তবে পরিবেশবিদ জগৎ সিং জঙ্গলি এই ঘটনাকে উদ্বেগের বিষয় বলেছেন। তিনি বলেন, "হিমালয় অঞ্চলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা নিয়ে এবার যথেষ্ট ভাবনার প্রয়োজন রয়েছে ৷ হিমালয় অঞ্চলে একাধিক নির্মাণকাজ এবং হেলি কোম্পানিগুলোর অনিয়মিত ফ্লাইটের কারণে এমন ঘটনা ঘটছে ৷ এমন পরিস্থিতিতে সময়মতো হিমালয় অঞ্চলকে বাঁচাতে হবে ৷"

Last Updated : Jun 30, 2024, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.