ETV Bharat / bharat

বিশ্ব বাজার থেকে কোভিড-19 ভ্যাকসিন তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা - COVID 19 VACCINE

author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 10:31 AM IST

Updated : May 8, 2024, 1:31 PM IST

Covid-19 Vaccine
কোভিড-19 ভ্যাকসিন (ফাইল চিত্র)

AstraZeneca's Covid-19 Vaccine Withdrawn: তাদের তৈরি ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ৷ এমনটাই আদালতে স্বীকারক্তির পর বিশ্বব্যাপী কোভিড-19 ভ্যাকসিন প্রত্যাহার করে নিল অ্যাস্ট্রাজেনেকা ৷ তবে এর পিছনে বাণিজ্যিক কারণ দেখিয়েছে সংস্থা ৷

নয়াদিল্লি, 8 মে: বিশ্বব্যাপী বাজার থেকে তাদের তৈরি কোভিড-19 ভ্যাকসিন সরিয়ে নিল ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ৷ সংস্থার তরফে কয়েকদিন আগেই আদালতে প্রথমবার স্বীকার করা হয়েছিল যে কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড বিরল রোগ এবং বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ৷ এরপরেই বাজার থেকে ভ্যাকসিনটি তুলে নেওয়ার ঘোষণা করল অ্যাস্ট্রাজেনেকা ৷

তারা জানিয়েছে, মামলার জন্য নয়, বাণিজ্যিক কারণে ভ্যাকসিনটি বাজার থেকে সরানো হচ্ছে । অ্যাস্ট্রাজেনেকা আরও বলেছে, ভ্যাকসিনটি আর তৈরি বা সরবরাহ করা হচ্ছে না ৷ নতুন কোভিড ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করে এমন আপডেট ভ্যাকসিন তৈরিও বাতিল করা হয়েছে । ভ্যাকসিন প্রত্যাহারের আবেদনটি 5 মার্চ করা হয়েছিল এবং 7 মে থেকে কার্যকর হয়েছে ৷ কোম্পানির বিপণন অনুমোদন প্রত্যাহার করার সিদ্ধান্তের পরে ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিনটি আর ব্যবহার করা যাবে না ৷

সংস্থার দাবি, বাজারে থেকে ভ্যাকসিন তুলে নেওয়ার সিদ্ধান্তটি আদালতের মামলা বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের (টিটিএস) মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এর সঙ্গে যুক্ত নয় । আগামী মাসগুলিতে ভারত, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলিতে আবেদন জমা দিয়ে ভ্যাকসিন প্রত্যাহার করা হবে ৷ ভারতে কোভিশিল্ড নামে সরবরাহ করা হয়েছিল টিকা ৷

কোভিডের টিকা কোভিশিল্ডে রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ৷ আদালতে দেওয়া নথিতে প্রথমবার এই কথা স্বীকার করে নিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ এমনটাই প্রকাশিত হয়েছিল একাধিক সংবাদমাধ্যমে । দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেওয়া একটি আইনি নথিতে স্বীকার করেছে যে, তার কোভিড ভ্যাকসিনের ফলে বিরল রোগ টিটিএস হতে পারে ।

কোভিশিল্ড নিয়ে মামলা

2020 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে কোভিডের টিকা AZD1222 তৈরি করেছিল প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সুইডিশ-ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারকের লাইসেন্সের মাধ্যমে ভারত এবং অন্যান্য দেশগুলিতে এটি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড নামে টিকা তৈরি এবং সরবরাহ করেছিল ৷

এই টিকা নেওয়ার পরে টিটিএস-সহ গুরুতর রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ ৷ এমনকী মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ এই অভিযোগ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মামলা করা হয় ৷ সেই মামালায় আদালতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, এজেড ভ্যাকসিনের ফলে খুব বিরল ক্ষেত্রে টিটিএস রোগ হতে পারে । শুধু এই টিকা নয়, যে কোনও ভ্যাকসিনের ফলে টিটিএস হতে পারে । এই রোগে আক্রান্ত হলে যে কোনও ব্যক্তির বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ।

আরও পড়়ুন:

  1. কোভিশিল্ড টিকায় 'মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া'র কথা আদালতে স্বীকার! কী কী রোগ হতে পারে ?
  2. নিপা ভাইরাসের জন্য প্রথম মানব ভ্যাকসিন, পরীক্ষা শুরু অক্সফোর্ডের বিজ্ঞানীদের
  3. কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর
Last Updated :May 8, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.