ETV Bharat / bharat

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়, অসমে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা

Non-Veg Food Banned in Assam: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করল হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ পাশাপাশি বিজেপি শাসিত এই রাজ্যে ওই দিন অর্ধদিবস ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস থেকে স্কুলে ৷ 22 জানুয়ারি বাড়ি বাড়ি প্রদীপ জ্বালাতে বলেছে রাজ্য সরকার ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 7:29 PM IST

গুয়াহাটি, 21 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমে সোমবার আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ বিকেল পর্যন্ত রাজ্যের কোনও দোকানে বিক্রি হবে না মাছ-মাংসও ৷ এমনটাই রবিবার জানিয়েছে, অসম সরকার ৷ বিকেল চারটের পর খোলা যাবে সমস্ত দোকান ৷

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারাদেশে সাজসাজ রব ৷ উত্তেজনা বাধ মানছে না রাম ভক্তদের ৷ বিজেপি শাসিত অসমও তার ব্যতিক্রম নয় । রাজ্যের বাতাসে এখন প্রতিধ্বনিত হচ্ছে এখন শুধু 'রাম নাম'। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সংবাদমাধ্যমের সামনে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন । তিনি অসমের সমস্ত মানুষকে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করার আহ্বান জানিয়েছেন ।

মুখ্যমন্ত্রী অসমবাসীকে 22 জানুয়ারিতে আমিষ জাতীয় খাবার না খাওয়ার আবেদন করেছেন ৷ তার বদলে তিনি জনগণকে সোমবার উপোস খাকতে বলেছেন। পাশাপাশি, আগামিকাল সমগ্র রাজ্যে ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ শুধু তাই নয়, দুপুর 2টো পর্যন্ত অসমে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস থেকে স্কুলগুলি। অর্থাৎ সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে ৷

এ দিন হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, অসমের সমস্ত মাংস এবং মাছের দোকান সোমবার বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে । 22 জানুয়ারি বিকেল 4টে পর্যন্ত রেস্তরাঁয় আমিষজাতীয় খাবার বিক্রি নিষিদ্ধ । পরে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে একই জিনিস জানিয়েছে ।

একইসঙ্গে বিজেপি সরকার অসমের জনগণকে দীপাবলির মতো সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছে ৷ এত দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমের মন্দিরগুলিতে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে বিজেপির তরফে । সোমবার বিজেপি কর্মীরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারও দেখাবেন রাজ্যে ৷ তার জন্য বড় পর্দা লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ।

আরও পড়ুন:

  1. যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার
  2. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
  3. রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপনে 22 জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি

গুয়াহাটি, 21 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমে সোমবার আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ বিকেল পর্যন্ত রাজ্যের কোনও দোকানে বিক্রি হবে না মাছ-মাংসও ৷ এমনটাই রবিবার জানিয়েছে, অসম সরকার ৷ বিকেল চারটের পর খোলা যাবে সমস্ত দোকান ৷

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারাদেশে সাজসাজ রব ৷ উত্তেজনা বাধ মানছে না রাম ভক্তদের ৷ বিজেপি শাসিত অসমও তার ব্যতিক্রম নয় । রাজ্যের বাতাসে এখন প্রতিধ্বনিত হচ্ছে এখন শুধু 'রাম নাম'। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সংবাদমাধ্যমের সামনে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন । তিনি অসমের সমস্ত মানুষকে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করার আহ্বান জানিয়েছেন ।

মুখ্যমন্ত্রী অসমবাসীকে 22 জানুয়ারিতে আমিষ জাতীয় খাবার না খাওয়ার আবেদন করেছেন ৷ তার বদলে তিনি জনগণকে সোমবার উপোস খাকতে বলেছেন। পাশাপাশি, আগামিকাল সমগ্র রাজ্যে ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ শুধু তাই নয়, দুপুর 2টো পর্যন্ত অসমে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস থেকে স্কুলগুলি। অর্থাৎ সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে ৷

এ দিন হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, অসমের সমস্ত মাংস এবং মাছের দোকান সোমবার বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে । 22 জানুয়ারি বিকেল 4টে পর্যন্ত রেস্তরাঁয় আমিষজাতীয় খাবার বিক্রি নিষিদ্ধ । পরে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে একই জিনিস জানিয়েছে ।

একইসঙ্গে বিজেপি সরকার অসমের জনগণকে দীপাবলির মতো সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছে ৷ এত দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমের মন্দিরগুলিতে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে বিজেপির তরফে । সোমবার বিজেপি কর্মীরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারও দেখাবেন রাজ্যে ৷ তার জন্য বড় পর্দা লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ।

আরও পড়ুন:

  1. যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার
  2. পটচিত্রে 'রামকাহিনি', রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার
  3. রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপনে 22 জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.