গুয়াহাটি, 21 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমে সোমবার আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ বিকেল পর্যন্ত রাজ্যের কোনও দোকানে বিক্রি হবে না মাছ-মাংসও ৷ এমনটাই রবিবার জানিয়েছে, অসম সরকার ৷ বিকেল চারটের পর খোলা যাবে সমস্ত দোকান ৷
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারাদেশে সাজসাজ রব ৷ উত্তেজনা বাধ মানছে না রাম ভক্তদের ৷ বিজেপি শাসিত অসমও তার ব্যতিক্রম নয় । রাজ্যের বাতাসে এখন প্রতিধ্বনিত হচ্ছে এখন শুধু 'রাম নাম'। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সংবাদমাধ্যমের সামনে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন । তিনি অসমের সমস্ত মানুষকে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করার আহ্বান জানিয়েছেন ।
মুখ্যমন্ত্রী অসমবাসীকে 22 জানুয়ারিতে আমিষ জাতীয় খাবার না খাওয়ার আবেদন করেছেন ৷ তার বদলে তিনি জনগণকে সোমবার উপোস খাকতে বলেছেন। পাশাপাশি, আগামিকাল সমগ্র রাজ্যে ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ শুধু তাই নয়, দুপুর 2টো পর্যন্ত অসমে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস থেকে স্কুলগুলি। অর্থাৎ সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে ৷
এ দিন হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, অসমের সমস্ত মাংস এবং মাছের দোকান সোমবার বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে । 22 জানুয়ারি বিকেল 4টে পর্যন্ত রেস্তরাঁয় আমিষজাতীয় খাবার বিক্রি নিষিদ্ধ । পরে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে একই জিনিস জানিয়েছে ।
একইসঙ্গে বিজেপি সরকার অসমের জনগণকে দীপাবলির মতো সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছে ৷ এত দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অসমের মন্দিরগুলিতে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে বিজেপির তরফে । সোমবার বিজেপি কর্মীরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারও দেখাবেন রাজ্যে ৷ তার জন্য বড় পর্দা লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ।
আরও পড়ুন: