ETV Bharat / bharat

ভূস্বর্গের ‘শোভা’, পর্যটকদের জন্য খুলে গেল এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনের দরজা - Tulip Garden - TULIP GARDEN

Asia's Largest Tulip Garden: জনসাধারণের জন্য খুলে গেল শ্রীনগরের টিউলিপ গার্ডেন ৷ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্তি শুধুমাত্র শ্রীনগরের টিউলিপ গার্ডেনের স্বীকৃতি নয় ৷ বরং মানবতা এবং প্রকৃতির মধ্যে মুগ্ধকর বন্ধনের উদযাপনও ।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 23, 2024, 8:58 PM IST

খুলে গেল টিউলিপ গার্ডেনের দরজা

শ্রীনগর, 23 মার্চ: ‘ইয়ে হাসিন ওয়াদিয়া, ইয়ে খুলা আসমা...’ ভোট এবং আবহাওয়ায় ক্রমশ যখন উত্তাপ বাড়ছে দেশের, তার মধ্যেই খুলে গেল দেশের বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ ডাল লেক ও জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ আগে সিরাজ বাগ নামে পরিচিত ছিল বাগানটি ৷

ফ্লোরিকালচার বিভাগের কমিশনার সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদ বলেন, ‘‘শনিবার বাগান জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ আমরা পর্যায়ক্রমে টিউলিপ বাল্বগুলি (চারাগুলি) রোপণ করি, যাতে ফুলগুলি এক মাস বা তারও বেশি সময় ধরে বাগানে থাকে । বাগানে যখন পুরোপুরিভাবে ফুলগুলি ফুলে উঠবে, তখন টিউলিপের রামধনুতে ভরে যাবে বাগান ৷’’

বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছর 68টির সঙ্গে আরও পাঁচটি নতুন জাতের টিউলিপ যুক্ত করা হয়েছে। আরও দু’লাখ বাল্ব যুক্ত করে টিউলিপ বাগানের আয়তনও বাড়ানো হয়েছে । 55 হেক্টর জুড়ে বিস্তৃত বাগানে রেকর্ড 17 লাখ টিউলিপ বাল্ব (চারা) লাগানো হয়েছে । পাশাপাশি অন্যান্য বসন্তকালীন ফুল যেমন হায়াসিন্থস, ড্যাফোডিল, মুসকারি এবং সাইক্ল্যামেনের চারাও লাগানো হয়েছে ৷

2007 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বাগানটির উন্মোচন করেছিলেন ৷ নেদারল্যান্ডস থেকে আমদানি করা 50 হাজার টিউলিপ বাল্ব দিয়ে ছোট পরিসরে বাগানটি শুরু হয়েছিল । তারপর থেকে ক্রমশ জনপ্রিয় হয়েছে বাগানটি ৷ গত বছর দেশি ও বিদেশি মিলিয়ে 3.65 লক্ষেরও বেশি দর্শক বাগানটি পরিদর্শন করেছিলেন ৷

ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ ইতিমধ্যেই ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দে ৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।

আরও পড়ুন:

  1. 17 লক্ষ ফুলের সমাহার, ভূস্বর্গে পর্যটক টানতে প্রস্তুত মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগিচা
  2. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলল ভূস্বর্গের টিউলিপ গার্ডেন
  3. ভূস্বর্গের শোভাকে চেটেপুটে উপভোগ করতে ভিড় জমছে টিউলিপ বাগানে

খুলে গেল টিউলিপ গার্ডেনের দরজা

শ্রীনগর, 23 মার্চ: ‘ইয়ে হাসিন ওয়াদিয়া, ইয়ে খুলা আসমা...’ ভোট এবং আবহাওয়ায় ক্রমশ যখন উত্তাপ বাড়ছে দেশের, তার মধ্যেই খুলে গেল দেশের বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ ডাল লেক ও জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ আগে সিরাজ বাগ নামে পরিচিত ছিল বাগানটি ৷

ফ্লোরিকালচার বিভাগের কমিশনার সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদ বলেন, ‘‘শনিবার বাগান জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ আমরা পর্যায়ক্রমে টিউলিপ বাল্বগুলি (চারাগুলি) রোপণ করি, যাতে ফুলগুলি এক মাস বা তারও বেশি সময় ধরে বাগানে থাকে । বাগানে যখন পুরোপুরিভাবে ফুলগুলি ফুলে উঠবে, তখন টিউলিপের রামধনুতে ভরে যাবে বাগান ৷’’

বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছর 68টির সঙ্গে আরও পাঁচটি নতুন জাতের টিউলিপ যুক্ত করা হয়েছে। আরও দু’লাখ বাল্ব যুক্ত করে টিউলিপ বাগানের আয়তনও বাড়ানো হয়েছে । 55 হেক্টর জুড়ে বিস্তৃত বাগানে রেকর্ড 17 লাখ টিউলিপ বাল্ব (চারা) লাগানো হয়েছে । পাশাপাশি অন্যান্য বসন্তকালীন ফুল যেমন হায়াসিন্থস, ড্যাফোডিল, মুসকারি এবং সাইক্ল্যামেনের চারাও লাগানো হয়েছে ৷

2007 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বাগানটির উন্মোচন করেছিলেন ৷ নেদারল্যান্ডস থেকে আমদানি করা 50 হাজার টিউলিপ বাল্ব দিয়ে ছোট পরিসরে বাগানটি শুরু হয়েছিল । তারপর থেকে ক্রমশ জনপ্রিয় হয়েছে বাগানটি ৷ গত বছর দেশি ও বিদেশি মিলিয়ে 3.65 লক্ষেরও বেশি দর্শক বাগানটি পরিদর্শন করেছিলেন ৷

ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ ইতিমধ্যেই ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত ৷ বাগানটি বিভিন্ন জাতের টিউলিপের একটি দুর্দান্ত সংগ্রহের জন্যই বিখ্যাত নয় বরং এটি অসংখ্য ফুলের প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে । ড্যাফোডিল, হায়াসিন্থস, গোলাপ, রানুনকুলি, মুসকরিয়া, এবং আইরিস ফুলগুলি আইকনিক টিউলিপের পাশাপাশি সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে দে ৷ রঙ এবং সুগন্ধের মেলবন্ধন টিউলিপ গার্ডেনটিকে অতুলনীয় করে তুলেছে ।

আরও পড়ুন:

  1. 17 লক্ষ ফুলের সমাহার, ভূস্বর্গে পর্যটক টানতে প্রস্তুত মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগিচা
  2. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলল ভূস্বর্গের টিউলিপ গার্ডেন
  3. ভূস্বর্গের শোভাকে চেটেপুটে উপভোগ করতে ভিড় জমছে টিউলিপ বাগানে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.