নয়াদিল্লি, 10 এপ্রিল: ইডির গ্রেফতারি অবৈধ নয়, জানিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংঘভি ৷ তাতে রাজি হয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷
এদিন তিনি বলেন, "আমি যত দ্রুত সম্ভব এই বিষয়টা খতিয়ে দেখছি ৷ দুশ্চিন্তা করবেন না ৷ সব মেলগুলি ভালোভাবেই দেখা হবে ৷" ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে আপিল করেছিলেন ৷ মঙ্গলবার এই গ্রেফতারিকে বৈধ বলে রায় দেয় আদালত এবং আবেদন খারিজ কর দেন বিচারপতি ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা গতকালই জানিয়েছিলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ৷ বুধবার সকালে সেই অনুযায়ী শীর্ষ আদালতে দ্রুত শুনানির আর্জি জানাল আপ ৷
-
Singhvi seeking urgent listing of Kejriwal’s plea against the Delhi High Court judgement tells a bench headed by CJI DY Chandrachud that the arrest is based on an unrelied document and suppressed from us.
— ANI (@ANI) April 10, 2024
CJI DY Chandrachud bench asks Singhvi to send an email and will look…
কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন সংবাদমাধ্য়মে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ গত 21 মার্চ দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় তাঁর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল ৷ মঙ্গলবার সেই মামলার রায়দানে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, "আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি আইন বিরোধী নয় ৷ তাঁর হাজতবাসকে বেআইনি বলা যায় না ৷"
এদিন কেজরিওয়ালের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংঘভি শীর্ষ দ্রুত এই মামলার শুনানি চেয়ে আবেদন জানান ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চকে তিনি জানান, ইডি যে নথির ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, সেগুলি বিশ্বাসযোগ্য নয় ৷ প্রধান বিচারপতি প্রবীণ আইনজীবীকে মেইল করতে বলেন ৷
এদিকে আসন্ন লোকসভা নির্বাচন ৷ এদিনই দিল্লি হাইকোর্টের রায় ঘোষণার পর কেজরিওয়ালের মুক্তির জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানায় আপ ৷ আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এদিন বলেন, "আমরা দিল্লি হাইকোর্টের রায়কে সম্মান জানাই ৷ কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সিদ্ধান্তের বিষয়ে নয় ৷ আমরা সুপ্রিম কোর্টে যাব ৷ আমরা বিশ্বাস করি, যেভাবে সঞ্জয় সিং মুক্তি পেয়েছেন, সেভাবেই মুখ্যমন্ত্রীও রেহাই পাবেন ৷" তিনি আবগারি দুর্নীতিকে 'সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র' বলে উল্লেখ করেছেন ৷ এখন তিহাড় জেলেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, ইডি'র কাছে যথেষ্ট প্রমাণ আছে, যার উপর ভিত্তি করে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে ৷ আর নিম্ন আদালতে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: