নয়াদিল্লি, 21 মার্চ: গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছয় ইডি'র 6 সদস্যের একটি দল ৷ ঘণ্টাদু'য়েক জিজ্ঞাসাবাদের পর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে ৷ এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে ৷
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কেজরিওয়ালের বাসভবন এলাকা ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷ কেজরিওয়াল গ্রেফতারি হতেই আপ নেত্রী অতীশি জানান, দিল্লিতে মুখ্যমন্ত্রী বদল হচ্ছে না ৷ জেলে বসেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল ৷
এর আগে সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা ৷ মূলত দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছন বলে জানা গিয়েছে ৷ ইডি সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ৷ এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে পিএমএলএ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে নয়বার ইডি-র সমন এড়িয়েছেন কেজরিওয়াল ৷ আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি ৷
ইডি সূত্রে খবর, দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছেছে আধিকারিকরা ৷ এদিন সন্ধ্যায় দিল্লি পুলিশের ডিএসপি'কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এজেন্সির অফিসাররা পৌঁছয় বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, এদিন সকালেই দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় ৷ এরপরই দেখা যায় সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয়ে যায় ইডি আধিকারিকরা ৷ অন্যদিকে, আপ সূত্রে খবর, দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ না-পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷
আপ নেত্রী অতীশি বলেন, "আমরা খবর পেয়েছি যে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ৷ আমরা সবসময় বলেছি যে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে সরকার চালাবেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোরটে পৌঁছেছেন। আমরা আজ রাতে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি জানাব।" আপ সূত্রে খবর, এদিন রাতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছে যান কেজরিওয়ালের আইনজীবীরা ৷ অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা রেজিস্ট্রারের কাছে অবিলম্বে শুনানির দাবি জানাবেন বলেও জানা গিয়েছে ৷
আরও পড়ুন: