ETV Bharat / bharat

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে জওয়ানের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার - Army Jawan Martyred

UP Army Jawan Martyred: মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের সেনা জওয়ানের ৷ গাজীপুরে আনা হল তাঁর দেহ ৷ চোখের জলে জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার থেকে গ্রামবাসীরা ৷

Army Jawan death
সেনা জওয়ানকে শ্রদ্ধা জানাতে ভিড় বাড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 12:52 PM IST

গাজীপুর (উত্তরপ্রদেশ), 8 অগস্ট: মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও গ্রামবাসীরা চোখের জলে তাঁকে বিদায় জানায় ।

জানা গিয়েছে, শহিদ আকবর খানের বয়স 28 বছর ৷ 2014 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বোম্বে রেজিমেন্টে নিয়োগ হয় তাঁর । বর্তমানে তিনি লেহ সামরিক মহড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার একটি সামরিক মহড়া চলাকালীন আকবর খান দুর্ঘটনার কবলে পড়েন ৷ যার কারণে তাঁর মৃত্যু হয় ।

সেনা সূত্রে খবর, লেহ নদীর উপর একটি সেতু তৈরির জন্য মহড়া চালানো হচ্ছিল ৷ সেই সময় ছ'জন সেনা জওয়ান নদীতে পড়ে যান ৷ যার মধ্যে পাঁচজন জওয়ানকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর আকবর খানের দেহ উদ্ধার হয় নদী থেকে ।

গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে শহিদ জওয়ান আকবর ছিলেন বড় । মাত্র 2 বছর আগে সেবারাই তহশিল এলাকার সরাইলা গ্রামে দিলানশিন খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁদের একটি ছেলে রয়েছে ৷ তার নাম ওরহান খান । শহিদ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ৷ জওয়ানের স্ত্রী দিলানশিন খাতুন, ছোট ভাই ইসরাফিল খান ও মা আসমা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন ৷ ঘটনার খবর পেয়ে সেনা জওয়ানের বাড়িতে পৌঁছে শোকপ্রকাশ করেন গ্রামবাসীরা ।

গাজীপুর (উত্তরপ্রদেশ), 8 অগস্ট: মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও গ্রামবাসীরা চোখের জলে তাঁকে বিদায় জানায় ।

জানা গিয়েছে, শহিদ আকবর খানের বয়স 28 বছর ৷ 2014 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বোম্বে রেজিমেন্টে নিয়োগ হয় তাঁর । বর্তমানে তিনি লেহ সামরিক মহড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার একটি সামরিক মহড়া চলাকালীন আকবর খান দুর্ঘটনার কবলে পড়েন ৷ যার কারণে তাঁর মৃত্যু হয় ।

সেনা সূত্রে খবর, লেহ নদীর উপর একটি সেতু তৈরির জন্য মহড়া চালানো হচ্ছিল ৷ সেই সময় ছ'জন সেনা জওয়ান নদীতে পড়ে যান ৷ যার মধ্যে পাঁচজন জওয়ানকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর আকবর খানের দেহ উদ্ধার হয় নদী থেকে ।

গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে শহিদ জওয়ান আকবর ছিলেন বড় । মাত্র 2 বছর আগে সেবারাই তহশিল এলাকার সরাইলা গ্রামে দিলানশিন খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁদের একটি ছেলে রয়েছে ৷ তার নাম ওরহান খান । শহিদ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ৷ জওয়ানের স্ত্রী দিলানশিন খাতুন, ছোট ভাই ইসরাফিল খান ও মা আসমা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন ৷ ঘটনার খবর পেয়ে সেনা জওয়ানের বাড়িতে পৌঁছে শোকপ্রকাশ করেন গ্রামবাসীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.