ETV Bharat / bharat

বিহারে ফের ভেঙে পড়ল ব্রিজ, 15 দিনে এই নিয়ে 10 বার - BIHAR BRIDGE COLLAPSED - BIHAR BRIDGE COLLAPSED

Bridge Collapsed in Bihar Again: ফের একটি ব্রিজ ভেঙে পড়ল বিহারে ৷ গত 15 দিনে এই নিয়ে 10টি ব্রিজ ভেঙে পড়ল এই রাজ্যে ৷ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷

Bihar Bridge Collapses
বিহারে ভেঙে পড়ল আরও একটি ব্রিজ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 4, 2024, 4:14 PM IST

পটনা, 4 জুলাই: সেতু ভেঙে পড়ার হিড়িক বিহারে ৷ বৃহস্পতিবার বিহারে ভেঙে পড়ল আরও একটি সেতু ৷ এই নিয়ে গত 15 দিনে 10টি সেতু ভেঙে পড়ল বাংলার পড়শি রাজ্যে ৷

কখনও নির্মিয়মাণ, তো কখনও ব্যবহৃত ব্রিজ একের পর এক ভেঙে পড়ছে বিহারে ৷ প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এটি দশম ব্রিজ ভেঙে পড়ার ঘটনা । সর্বশেষ ঘটনাটি সারান থেকে পাওয়া গিয়েছে ৷ গত 24 ঘন্টার মধ্যে আরও দু'টি সেতু ধসে পড়েছে বলে জেলাশাসক আমান সমীর জানিয়েছেন। স্থানীয় আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাশাসক জানিয়েছেন, 15 বছর আগে নির্মিত সেতুটি এদিন সকালে ভেঙে পড়ে ৷ যদিও ব্রিজ ভেঙে পড়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷

গন্ডকী নদীর উপর ছোট ব্রিজটি বানেয়াপুর ব্লকে অবস্থিত ৷ পার্শ্ববর্তী সিওয়ান জেলার সঙ্গে সারানের বেশ কয়েকটি গ্রামকে যুক্ত করতে এই ব্রিজটি নির্মিত হয়েছিল। জেলাশাসক ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকও ঘটনাস্থলে পৌঁছেছেন। ব্রিজটি ভেঙে পড়ার সঠিক কারণ অবশ্য এখনও নিশ্চিত করেনি জেলা প্রশাসন ৷ তবে সম্প্রতি ডিসিল্ট করার কাজ শুরু হয়েছিল বলে পিটিআইকে জানিয়েছেন জেলাশাসক।

এর আগে বুধবার সারান জেলাতেই দুটি ছোট সেতু ভেঙে পড়েছিল ৷ এর মধ্যে একটি জনতা বাজার এলাকায় এবং অন্যটি লাহলাদপুর এলাকায় ভেঙে পড়েছিল। জেলায় এই ছোট সেতুগুলি ভেঙে পড়ার কারণ খুঁজে বের করার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। স্থানীয়দের দাবি, জেলায় গত কয়েকদিনের ভারি বর্ষণে ছোট ছোট সেতুগুলো ভেঙে যেতে পারে। গত 16 দিনে সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জ জেলায় মোট 10টি সেতু ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের সমস্ত পুরানো সেতুগুলির সমীক্ষা চালানো এবং যেগুলির অবিলম্বে মেরামতের প্রয়োজন সেগুলি চিহ্নিত করার জন্য রাস্তা নির্মাণ ও গ্রামীণ পূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এর একদিন পরেই ফের ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটে ৷

অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার রক্ষণাবেক্ষণ নীতিগুলি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেন ৷ তিনি জানিয়েছিলেন, সড়ক নির্মাণ বিভাগ ইতিমধ্যেই সেতু রক্ষণাবেক্ষণের একটি নীতি তৈরি করেছে ৷ গ্রামীণ পূর্ত বিভাগকে অবিলম্বে তার পরিকল্পনাটি তৈরি করা উচিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। (পিটিআই)

পটনা, 4 জুলাই: সেতু ভেঙে পড়ার হিড়িক বিহারে ৷ বৃহস্পতিবার বিহারে ভেঙে পড়ল আরও একটি সেতু ৷ এই নিয়ে গত 15 দিনে 10টি সেতু ভেঙে পড়ল বাংলার পড়শি রাজ্যে ৷

কখনও নির্মিয়মাণ, তো কখনও ব্যবহৃত ব্রিজ একের পর এক ভেঙে পড়ছে বিহারে ৷ প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এটি দশম ব্রিজ ভেঙে পড়ার ঘটনা । সর্বশেষ ঘটনাটি সারান থেকে পাওয়া গিয়েছে ৷ গত 24 ঘন্টার মধ্যে আরও দু'টি সেতু ধসে পড়েছে বলে জেলাশাসক আমান সমীর জানিয়েছেন। স্থানীয় আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাশাসক জানিয়েছেন, 15 বছর আগে নির্মিত সেতুটি এদিন সকালে ভেঙে পড়ে ৷ যদিও ব্রিজ ভেঙে পড়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷

গন্ডকী নদীর উপর ছোট ব্রিজটি বানেয়াপুর ব্লকে অবস্থিত ৷ পার্শ্ববর্তী সিওয়ান জেলার সঙ্গে সারানের বেশ কয়েকটি গ্রামকে যুক্ত করতে এই ব্রিজটি নির্মিত হয়েছিল। জেলাশাসক ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকও ঘটনাস্থলে পৌঁছেছেন। ব্রিজটি ভেঙে পড়ার সঠিক কারণ অবশ্য এখনও নিশ্চিত করেনি জেলা প্রশাসন ৷ তবে সম্প্রতি ডিসিল্ট করার কাজ শুরু হয়েছিল বলে পিটিআইকে জানিয়েছেন জেলাশাসক।

এর আগে বুধবার সারান জেলাতেই দুটি ছোট সেতু ভেঙে পড়েছিল ৷ এর মধ্যে একটি জনতা বাজার এলাকায় এবং অন্যটি লাহলাদপুর এলাকায় ভেঙে পড়েছিল। জেলায় এই ছোট সেতুগুলি ভেঙে পড়ার কারণ খুঁজে বের করার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। স্থানীয়দের দাবি, জেলায় গত কয়েকদিনের ভারি বর্ষণে ছোট ছোট সেতুগুলো ভেঙে যেতে পারে। গত 16 দিনে সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জ জেলায় মোট 10টি সেতু ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের সমস্ত পুরানো সেতুগুলির সমীক্ষা চালানো এবং যেগুলির অবিলম্বে মেরামতের প্রয়োজন সেগুলি চিহ্নিত করার জন্য রাস্তা নির্মাণ ও গ্রামীণ পূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এর একদিন পরেই ফের ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটে ৷

অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বুধবার রক্ষণাবেক্ষণ নীতিগুলি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেন ৷ তিনি জানিয়েছিলেন, সড়ক নির্মাণ বিভাগ ইতিমধ্যেই সেতু রক্ষণাবেক্ষণের একটি নীতি তৈরি করেছে ৷ গ্রামীণ পূর্ত বিভাগকে অবিলম্বে তার পরিকল্পনাটি তৈরি করা উচিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.