বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 13 এপ্রিল: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির কপাল ফাটল ৷ নির্বাচনী প্রচারের মাঝে তাঁকে উদ্দেশ্য করে এদিন ঢিল উড়ে আসে ৷ ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন ৷ ওয়াইএসআরসিপির প্রধান ওয়াইএস জগন মোহন রেড্ডি শনিবার বিজয়ওয়াড়ায় রোড-শো করছিলেন এদিন। দুর্ঘটনার সময় তিনি ছিলেন একটি বাসের ভিতরে ৷ বাসটি যখন অজিত সিং নগরের গঙ্গারাম গুড়ি সেন্টারে পৌঁছয় সেইসময় মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসে একটি পাথর ৷ তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷
দিনকয়েক আগেই আহত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চোট লেগে কপাল ফেটেছিল তৃণমূল সুপ্রিমোর ৷ এবার আহত হলেন আরেক রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে এক্সে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছাদখোলা বাসে দাঁড়িয়ে যখন জগন জনসংযোগ করছিলেন, তখনই আচমকা ঢিল উড়ে এসে লাগে জগনের কপালে। সঙ্গে সঙ্গে শুরু হয় রক্তপাত ৷ বাসে উপস্থিত চিকিৎসকরা তড়িঘড়ি তাঁর চিকিৎসা করেন। নিরাপত্তা কর্মীদের সতর্ক করা হয়।
যদিও কিছুক্ষণের মধ্যেই জগন আবার বেরিয়ে পড়েন প্রচারে । জানা গিয়েছে, জগনের বাঁ-চোখের উপরেই ক্ষত তৈরি হয়েছে। এমনকী তাঁর রক্তের দাগ লেগে রয়েছে বাসের জানলার কাচেও ৷ এরপরও অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওই অবস্থাতেও হাতজড়ো করলেন মানুষের উদ্দেশে ৷ কে বা কারা পাথর ছুড়েছে তার তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ যদিও ওয়াইএসআরসিপির অভিযোগের তির টিডিপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
জগন রেড্ডির আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দু'জনেই দ্রুচ আরোগ্য কামনা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রীর ৷
আরও পড়ুন: