নয়াদিল্লি, 5 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড। রাজ্যের দাবি-দাওয়া আদায় করতে দিল্লি সফরে এসেছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই অন্ধ্রপ্রদেশে দাবী দাওয়া আদায়ের কথা বলে আসছেন চন্দ্রবাবু। রাজ্যকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি । তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হল মুখ্যমন্ত্রীর ।
রাজ্যের আর্থিক পরিস্থিতি সম্পর্কে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ কে কীভাবে সাহায্য করতে পারে তা আলোচনায় উঠে আসে। চলতি মাসের শেষে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বাজেট থেকে অন্ধপ্রদেশ কী চায় তা নিয়েও আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে রয়েছেন টিডিপি প্রধান। এই সফরে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী থেকে শুরু করে আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, আগের সরকারের আমলে অন্ধ্রপ্রদেশে কী কী হয়নি তা প্রধানমন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সাহায্য প্রয়োজন বলেও বৈঠকে উঠে আসে। রাজ্যের অনন্তপুর থেকে রাজধানী অমরাবতী পর্যন্ত এক্সপ্রেস ওয়ে তৈরি নিয়েও কথা হয়। পাশপাশি পরিকাঠামো ক্ষেত্রে আর কী কী করা দরকার তা নিয়েও কথা হয়েছে দুই নেতার । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেও বেশ কিছু বৈঠক করেন চন্দ্রবাবু।বিদেশমন্ত্রী সঙ্গের প্রাতরাশ করেন। সেখানে টিডিপি থেকে নির্বাচিত কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উপস্থিত ছিলেন। ছিলেন দলের কয়েকজন সাংসদও।
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ারর পর থেকে জাতীয় রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিকতা বেড়েছে চন্দ্রবাবুর দলের। বিজেপিকে কেন্দ্রে সমর্থন করছে টিডিপি। আবার রাজ্যে বিজেপির সঙ্গেই জোট করে সরকারে এসেছে তারা। লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর চন্দ্রবাবু জানিয়েছিলেন, তাঁরা এনডিএর অংশ হিসেবেই নির্বাচনে লড়েছেন এবং সেভাবেই সরকারে থাকবেন। এবার তাঁর রাজ্যকে সাহায্য করার জন্য কেন্দ্রের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী ।