তিরুপতি, 27 সেপ্টেম্বর: তিরুপতি বালাজির প্রসাদী লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানো হয়েছে ৷ সম্প্রতি এই অভিযোগে তোলপাড় দেশ তথা অন্ধ্রপ্রদেশের রাজনীতি ৷ এবার সেই ঘটনায় তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ 9 সদস্যের এই দলের নেতৃত্ব করবেন গুন্টুর রেঞ্জের আইজি সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী ৷
সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠী ছাড়াও বিশেষ তদন্তকারী এই দলে রয়েছেন বিশাখা রেঞ্জের ডিআইজি গোপিনাথ জেট্টি, ওএসআর জেলার এসপি হর্ষবর্ধন রাজু, তিরুপতির অতিরিক্ত এসপি ভেঙ্কট রাও, ডিএসপি জি সীতারমা রাও, শিবনারায়ন স্বামী, আন্নামাইয়া জেলার এসবি ইন্সপেক্টর টি সত্যনারায়ণ, এমটিআর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর কে উমামহেশ্বর এবং চিত্তা জেলার কালুরের ইন্সপেক্টর এম সূর্যলারায়ন ৷ তদন্তের জন্য খুব শীঘ্রই মন্দিরের দায়িত্বে থাকা সমস্ত সরকারি দফতরের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবেন তাঁরা বলে জানা গিয়েছে ৷
ইতিমধ্যেই, ডিজিপি দ্বারকা তিরুমালা রাওয়ের সঙ্গে দেখা করেন সিট-এর সদস্যরা ৷ তিরুমালা লাড্ডুর বিষয়ে বিস্তারে আলোচনাও করেন তাঁরা ৷ তদন্তের জন্য কোন কোন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, সেই বিষয়ে সিটের সদস্যদের একাধিক নির্দেশ দেন ডিজিপি বলেও জানা গিয়েছে ৷
উল্লেখ্য, সম্প্রতি এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় ৷ মামলাটি করেছিলেন হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব ৷ যিনি পেশায় একজন কৃষক ৷
মামলার আবেদনে তিনি জানান, শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি পাওয়া গিয়েছে ৷ মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা টিটিডি হিন্দু ধর্ম নিয়ে মশকরা করেছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসে ধাক্কা লেগেছে ৷ এত বড় ঘটনার বিশেষ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে ৷