শ্রীনগর, 22 সেপ্টেম্বর: সন্ত্রাসবাদীদের উদ্দেশে ফের কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ রবিবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, জম্মু ও কাশ্মীরে পাথর ছুড়ে যারা অশান্তি করেছে তাদের ছেড়ে দেওয়া হবে না ৷ সন্ত্রাসবাদীদেরও ছাড়বে না সরকার। একই সঙ্গে, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন শাহ ৷ এই প্রসঙ্গে বিরোধী শিবিরের নেতাদের বিশেষত ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে একযোগে আক্রমণ করেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷
বিজেপি প্রার্থী রবিন্দর রায়নার সমর্থনে নওশেরাতে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন অমিত শাহ ৷ এই কেন্দ্র শাসিত অঞ্চলে বিজেপি সভাপতি রবিন্দর। এই সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি জম্মু ও কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলতে চান ৷ যাদের তিনি এদিন 'সিংহ' বলেও অভিহিত করেছেন।
পাশাপাশি তাঁর অভিযোগ, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট পাথর নিক্ষেপকারী ও সন্ত্রাসীদের মুক্তি দিতে চায় ৷ তাদের ইস্তেহারে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পরই এই পদক্ষেপ নেওয়া হবে। শাহ বলেন, "ফারুক আবদুল্লাহ জম্মু পাহাড়ে সন্ত্রাসবাদের পুনরুজ্জীবনের কথা বলছেন । কিন্তু আমি বলতে চাই, এটা মোদি সরকারের সময় ৷ আমরা সন্ত্রাসবাদকে শেষ করব। কোনও সন্ত্রাসবাদী বা পাথর নিক্ষেপকারীকে ছেড়ে দেওয়া হবে না।"
শাহ আরও বলেন, "এনসি এবং কংগ্রেস পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা ভাবছে। আমি ফারুক আবদুল্লাহ এবং রাহুল গান্ধিকে বলতে চাই, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। আমি আমাদের সিংহদের সঙ্গে (জম্মু-কাশ্মীরের যুবক) কথা বলব, পাকিস্তানের সঙ্গে নয় ৷" বছরের পর বছর ধরে সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরকার যে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করেছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, "সীমান্তের ওপার থেকে গুলি চালানোর ক্ষমতা কারও নেই বলে এ ধরনের কাঠামোর আর প্রয়োজন হবে না। তারা গুলি চালালে এবার আমরা শেলের মাধ্যমে তার জবাব দেব ৷"