ETV Bharat / bharat

বিমান বন্দর-মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফের মহিলা বাহিনী, ঘোষণা শাহের - ALL WOMAN CISF BATTALION

শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি বাহিনী গঠিত হয়েছে ৷ তাঁরা এবার থেকে দেশের জাতীয় পরিকাঠামোগুলিতে নিরাপত্তা দেবে। এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷

All-woman CISF Battalion
দেশে প্রথম মহিলা সিআইএসএফ বাহিনী (ছবি সৌজন্য: অমিত শাহের এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Nov 13, 2024, 6:32 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: দেশের নিরাপত্তার দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মেয়েরা ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, সিআইএসএফ-এর মহিলা বাহিনী এবার থেকে বিমান বন্দর, মেট্রো রেলের মতো জাতীয় পরিকাঠামোগুলিতে নিরাপত্তা দেবে ৷ ভিআইপিদের সুরক্ষাতেও নিয়োজিত করা হবে এই মহিলা কম্যান্ডোদের ৷

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এ (সিআইএসএফ) শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি ব্যাটেলিয়ন গঠিত হয়েছে ৷ দেশে এই প্রথম মহিলাদের নিয়ে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বাহিনী গঠিত হল ৷ এই বাহিনীতে 1 হাজারেরও বেশি আধিকারিক রয়েছেন ৷

বুধবার এক্স হ্যান্ডেলে অমিত শাহ বলেন, "দেশ গড়ার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক ৷ মোদিজির এই ভাবনাকে বাস্তবায়িত করতে সরকার দেশের প্রথম সিআইএসএফ মহিলা বাহিনীকে ছাড়পত্র দিয়েছে ৷ এই অভিজাত মহিলা ব্যাটেলিয়ন বিমান বন্দর, মেট্রো রেলের মতো দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির নিরাপত্তার দায়িত্বভার কাঁধে তুলে নেবে ৷ এমনকী এবার থেকে ভিআইপি-দের সুরক্ষাতেও মহিলা কম্যান্ডোদের নিয়োগ করা হবে ৷"

তিনি আরও লেখেন, "বহু মহিলাই দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার মতো কঠিন কাজ করতে চান ৷ এই সিদ্ধান্ত তাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে ৷ আরও বেশি করে মহিলারা এই কাজে যোগ দেবেন ৷" সিআইএসএফ-এ মহিলাদের অংশগ্রহণ 7 শতাংশেরও বেশি ৷ এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এ প্রায় 1.80 লক্ষ আধিকারিক রয়েছেন ৷ সিআইএসএফ ভারতের অন্যতম প্রধান সশস্ত্র পুলিশ বাহিনী ৷ দেশের গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামো এবং গুরুত্বপূর্ণ ভবন নিরাপত্তার উদ্দেশে 1969 সালে এই বাহিনী গঠিত হয় ৷

নয়াদিল্লি, 13 নভেম্বর: দেশের নিরাপত্তার দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মেয়েরা ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, সিআইএসএফ-এর মহিলা বাহিনী এবার থেকে বিমান বন্দর, মেট্রো রেলের মতো জাতীয় পরিকাঠামোগুলিতে নিরাপত্তা দেবে ৷ ভিআইপিদের সুরক্ষাতেও নিয়োজিত করা হবে এই মহিলা কম্যান্ডোদের ৷

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এ (সিআইএসএফ) শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি ব্যাটেলিয়ন গঠিত হয়েছে ৷ দেশে এই প্রথম মহিলাদের নিয়ে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বাহিনী গঠিত হল ৷ এই বাহিনীতে 1 হাজারেরও বেশি আধিকারিক রয়েছেন ৷

বুধবার এক্স হ্যান্ডেলে অমিত শাহ বলেন, "দেশ গড়ার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক ৷ মোদিজির এই ভাবনাকে বাস্তবায়িত করতে সরকার দেশের প্রথম সিআইএসএফ মহিলা বাহিনীকে ছাড়পত্র দিয়েছে ৷ এই অভিজাত মহিলা ব্যাটেলিয়ন বিমান বন্দর, মেট্রো রেলের মতো দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির নিরাপত্তার দায়িত্বভার কাঁধে তুলে নেবে ৷ এমনকী এবার থেকে ভিআইপি-দের সুরক্ষাতেও মহিলা কম্যান্ডোদের নিয়োগ করা হবে ৷"

তিনি আরও লেখেন, "বহু মহিলাই দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার মতো কঠিন কাজ করতে চান ৷ এই সিদ্ধান্ত তাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে ৷ আরও বেশি করে মহিলারা এই কাজে যোগ দেবেন ৷" সিআইএসএফ-এ মহিলাদের অংশগ্রহণ 7 শতাংশেরও বেশি ৷ এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এ প্রায় 1.80 লক্ষ আধিকারিক রয়েছেন ৷ সিআইএসএফ ভারতের অন্যতম প্রধান সশস্ত্র পুলিশ বাহিনী ৷ দেশের গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামো এবং গুরুত্বপূর্ণ ভবন নিরাপত্তার উদ্দেশে 1969 সালে এই বাহিনী গঠিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.