গান্ধিনগর, 19 এপ্রিল: রোদ ওঠার আগে সকাল সাড়ে 10টার মধ্যে ভোট দেওয়ার আবেদন অমিত শাহের ৷ শুক্রবার লোকসভা ভোটের প্রথম পর্বের দিনই গান্ধিনগর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে জানান, পুরো দেশ নরেন্দ্র মোদিকে তিনবারের জন্য 400 আসন দিয়ে নির্বাচিত করবে ৷ সেই সংকল্প দেশবাসী নিয়েছে বলেও জানান অমিত শাহ ৷ এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। শাহের বিপরীতে গান্ধিনগর থেকে কংগ্রেস দলের সম্পাদক সোনাল প্যাটেলকে প্রার্থী করেছে।
এদিন মনোনয়ন জমা দিয়ে অমিত শাহ বলেন, "আজ, আমি গান্ধিনগর আসন থেকে লোকসভার জন্য আমার মনোনয়ন দাখিল করেছি। এটা অত্যন্ত গর্বের বিষয় যে বিজেপি আমাকে সেই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে যা শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানি, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রতিনিধিত্ব করেছিলেন। গত 30 বছর ধরে আমি এই আসনের বিধায়ক ও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছি।" একই সঙ্গে, তাঁর মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে 'বিজয় মুহূর্ত' বলে উল্লেখ করেছেন অমিত শাহ ৷
এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে রাজ্যের রাজধানী গান্ধিনগর কালেক্টর এবং জেলা নির্বাচন অফিসারের কাছে দুপুর 12টা 39 মিনিটে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন অমিত শাহ ৷ এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2019 সালের লোকসভা নির্বাচনে গান্ধিনগর কেন্দ্র থেকে পাঁচ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন। গুজরাতের 26টি লোকসভা আসনের জন্য তৃতীয় দফায় 7 মে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন
ঘৃণাকে হারিয়ে চারিদিকে ভালোবাসার দোকান খুলুন, ভোটারদের বার্তা রাহুলের
শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর