ETV Bharat / bharat

কোটি টাকা জরিমানা, 10 বছরের জেল; নেট বিতর্কের আবহে দুর্নীতি রুখতে কার্যকর নয়া আইন - ANTI PAPER LEAK LAW

New Law to Prevent Paper Leak: নিট এবং নেট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে কড়া সিদ্ধান্ত কেন্দ্রের ৷ শুক্রবার থেকেই কার্যকর হল কেন্দ্রের নয়া আইন দ্য পাবলিক এগজামিনেশনস (প্রিভেনসন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট 2024 ৷

New Law to Prevent Paper Leak
কার্যকর 'অ্যান্টি পেপার লিক' আইন (ফাইল চিত্র)
author img

By ANI

Published : Jun 22, 2024, 10:10 AM IST

নয়াদিল্লি, 22 জুন: নিট এবং নেট পরীক্ষায় চরম দুর্নীতি ৷ বাতিল একের পর এক পরীক্ষা ৷ তুঙ্গে বিতর্ক ৷ এই আবহে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ দেশের বিভিন্ন প্রতিযোগীতায় প্রশ্নফাঁস রুখতে দ্য পাবলিক এগজামিনেশনস (প্রিভেনসন অফ আনফেয়ার মিনস্) অ্যাক্ট 2024 আইন লাগু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ শুক্রবার থেকেই এই নতুন আইন কার্যকর করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ব্যক্তি, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের তরফে ৷

দেশের বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো দুর্নীতি রুখতে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন চলাকালীন সংসদের দুই কক্ষে এই আইন পাশ হয় ৷ গত 13 ফেব্রুয়ারি সবুজ সংকেত মেলে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুরও ৷ এই আইন অনুযায়ী, প্রশ্নফাঁস বা উত্তরপত্রে বেনিয়মের কারণে কোনও ব্যক্তি ধরা পড়লে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে ৷ সেইসঙ্গে সংশ্লিষ্ট দোষী প্রমাণিত হলে কমপক্ষে 3 বছর জেলের সাজা পাবেন তিনি ৷ সর্বাধিক সেই সাজার মেয়াদ হতে পারে 5 বছর পর্যন্ত ৷ দিতে হবে 10 লক্ষ টাকা জরিমানাও ৷ সেইসঙ্গে, পরীক্ষা আয়োজক সংস্থার তরফে কোনও উচ্চপদস্থ ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার কমপক্ষে 5 বছর এবং সর্বাধিক 10 বছরের জেল হতে পারে ৷ সেইসঙ্গে 1 কোটি টাকা জরিমানাও দিতে হবে তাকে ৷

নয়া এই আইনে 'পাবলিক এগজামিনেশন' বলতে কেন্দ্রীয় সরকার পরিচালিত একাধিক পরীক্ষার কথা বলা হয়েছে ৷ তালিকায় রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এবং কেন্দ্রীয় সরকারের বিভাগ এবং নিয়োগের জন্য তাদের সংযুক্ত অফিসগুলি ।

প্রসঙ্গত গত 5 মে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ 14 জুন এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, তার দশদিন আগেই 4 জুন পরীক্ষার ফলপ্রকাশ করা হয় ৷ এরপরই পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ ৷ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন তাঁরা ৷ এরপরই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চায় শীর্ষ আদালত ৷

গত 13 জুন সুপ্রিম কোর্টে এনটিএ জানায়, 1563 জন পরীক্ষার্থী যাঁরা গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে ৷ 23 জুন পুনরায় 1563 জনের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় এনটিএ-র তরফে ৷ 30 জুনের আগেই করা হবে ফলপ্রকাশ ৷

নয়াদিল্লি, 22 জুন: নিট এবং নেট পরীক্ষায় চরম দুর্নীতি ৷ বাতিল একের পর এক পরীক্ষা ৷ তুঙ্গে বিতর্ক ৷ এই আবহে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ দেশের বিভিন্ন প্রতিযোগীতায় প্রশ্নফাঁস রুখতে দ্য পাবলিক এগজামিনেশনস (প্রিভেনসন অফ আনফেয়ার মিনস্) অ্যাক্ট 2024 আইন লাগু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ শুক্রবার থেকেই এই নতুন আইন কার্যকর করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ব্যক্তি, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের তরফে ৷

দেশের বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো দুর্নীতি রুখতে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন চলাকালীন সংসদের দুই কক্ষে এই আইন পাশ হয় ৷ গত 13 ফেব্রুয়ারি সবুজ সংকেত মেলে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুরও ৷ এই আইন অনুযায়ী, প্রশ্নফাঁস বা উত্তরপত্রে বেনিয়মের কারণে কোনও ব্যক্তি ধরা পড়লে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে ৷ সেইসঙ্গে সংশ্লিষ্ট দোষী প্রমাণিত হলে কমপক্ষে 3 বছর জেলের সাজা পাবেন তিনি ৷ সর্বাধিক সেই সাজার মেয়াদ হতে পারে 5 বছর পর্যন্ত ৷ দিতে হবে 10 লক্ষ টাকা জরিমানাও ৷ সেইসঙ্গে, পরীক্ষা আয়োজক সংস্থার তরফে কোনও উচ্চপদস্থ ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার কমপক্ষে 5 বছর এবং সর্বাধিক 10 বছরের জেল হতে পারে ৷ সেইসঙ্গে 1 কোটি টাকা জরিমানাও দিতে হবে তাকে ৷

নয়া এই আইনে 'পাবলিক এগজামিনেশন' বলতে কেন্দ্রীয় সরকার পরিচালিত একাধিক পরীক্ষার কথা বলা হয়েছে ৷ তালিকায় রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এবং কেন্দ্রীয় সরকারের বিভাগ এবং নিয়োগের জন্য তাদের সংযুক্ত অফিসগুলি ।

প্রসঙ্গত গত 5 মে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ 14 জুন এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, তার দশদিন আগেই 4 জুন পরীক্ষার ফলপ্রকাশ করা হয় ৷ এরপরই পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ ৷ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন তাঁরা ৷ এরপরই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চায় শীর্ষ আদালত ৷

গত 13 জুন সুপ্রিম কোর্টে এনটিএ জানায়, 1563 জন পরীক্ষার্থী যাঁরা গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে ৷ 23 জুন পুনরায় 1563 জনের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় এনটিএ-র তরফে ৷ 30 জুনের আগেই করা হবে ফলপ্রকাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.