ETV Bharat / bharat

থেমে গেল 'বিনাকা গীতমালা' কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি - রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি

Ameen Sayani Passes Away: চির ঘুমের দেশে 'বিনাকা গীতমালা' কণ্ঠ ৷ প্রয়াত হলেন আমিন সায়ানি। নানা ধরনের অনুষ্ঠানে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন ৷ মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নবতিপর কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানির ৷

প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি
Ameen Sayani Passes Away
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 12:20 PM IST

Updated : Feb 21, 2024, 1:34 PM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি: থেমে গেল 'বাদশা কণ্ঠস্বর' ৷ প্রয়াত হল কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি। 'সোনার কণ্ঠের জাদুকর' হিসেবে পরিচিত রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল 91 ৷ নবতিপর আমিন মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে আমিন সায়ানির ছেলে রাজিল সায়ানি সংবাদমাধ্যমকে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আকাশবাণীর 'বিনাকা গীতমালা' অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন ৷ সেই থেকেই তাঁকে 'সোনার কণ্ঠের জাদুকর' বলা হয় ৷ তাঁর এই অনুষ্ঠান 'বিনাকা গীতমালা' প্রায় পাঁচ দশক ধরে শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ৷ এমনকী বিনোদন দুনিয়ার সেলেবরাও আমিন সায়ানির জাদুকর কণ্ঠের অনুরাগী ছিলেন। তবে গত কয়েকদিন ধরে স্বনামধন্য আরজে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷ মঙ্গলের সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় ৷ বৃহস্পিতবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

প্রয়াত আরজে আমিন সায়ানির ছেলে রাজিল সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "গত রাতে মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বুকে ব্যথা অনুভব করলে সন্ধে 6টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকের তাঁকে আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি ৷ সন্ধে 7টার দিকে বাবা মারা যান ৷" রাজিল আরও জানান, আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে ৷

'বিনাকা গীতমালা' শুরু হতেই ভেসে আসত আমিনের সেই আইকনিক কণ্ঠস্বর। তিনি বলতে শুরু করতেন, 'নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।' ব্যস তাঁর এই আওয়াজে শ্রোতারা বসে পড়তেন রেডিয়োর সামনে ৷ এখনকার টেলিভিশন, সোশাল মিডিল স্মার্টফোনহীন যুগে এই মানুষটাই তখন জোগাতেন বিনোদনের রসদ। 1932 সালের 21 নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় আমিন সায়ানির। 1952 সাল থেকে 'বিনাকা গীতমালা' সম্প্রচার শুরু হয় রেডিয়োতে। 42 বছর ধরে ওই অনুষ্ঠান চালিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

  1. 59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং
  2. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে

মুম্বই, 21 ফেব্রুয়ারি: থেমে গেল 'বাদশা কণ্ঠস্বর' ৷ প্রয়াত হল কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি। 'সোনার কণ্ঠের জাদুকর' হিসেবে পরিচিত রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল 91 ৷ নবতিপর আমিন মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে আমিন সায়ানির ছেলে রাজিল সায়ানি সংবাদমাধ্যমকে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আকাশবাণীর 'বিনাকা গীতমালা' অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন ৷ সেই থেকেই তাঁকে 'সোনার কণ্ঠের জাদুকর' বলা হয় ৷ তাঁর এই অনুষ্ঠান 'বিনাকা গীতমালা' প্রায় পাঁচ দশক ধরে শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ৷ এমনকী বিনোদন দুনিয়ার সেলেবরাও আমিন সায়ানির জাদুকর কণ্ঠের অনুরাগী ছিলেন। তবে গত কয়েকদিন ধরে স্বনামধন্য আরজে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৷ মঙ্গলের সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় ৷ বৃহস্পিতবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

প্রয়াত আরজে আমিন সায়ানির ছেলে রাজিল সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "গত রাতে মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বুকে ব্যথা অনুভব করলে সন্ধে 6টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকের তাঁকে আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি ৷ সন্ধে 7টার দিকে বাবা মারা যান ৷" রাজিল আরও জানান, আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে ৷

'বিনাকা গীতমালা' শুরু হতেই ভেসে আসত আমিনের সেই আইকনিক কণ্ঠস্বর। তিনি বলতে শুরু করতেন, 'নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।' ব্যস তাঁর এই আওয়াজে শ্রোতারা বসে পড়তেন রেডিয়োর সামনে ৷ এখনকার টেলিভিশন, সোশাল মিডিল স্মার্টফোনহীন যুগে এই মানুষটাই তখন জোগাতেন বিনোদনের রসদ। 1932 সালের 21 নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় আমিন সায়ানির। 1952 সাল থেকে 'বিনাকা গীতমালা' সম্প্রচার শুরু হয় রেডিয়োতে। 42 বছর ধরে ওই অনুষ্ঠান চালিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

  1. 59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং
  2. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে
Last Updated : Feb 21, 2024, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.