ETV Bharat / bharat

জ্ঞানবাপীর 'ব্যাস তেহখানায়' পুজোর নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট - Vyas Tehkhana

Allahabad HC Dismisses Appeal Against Allowing Puja in Gyanvapi Vyas Tehkhana: জ্ঞানবাপীর 'ব্যাস তেহখানায়' পুজোর বিরুদ্ধে মসজিদ পক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ উল্লেখ্য, জানুয়ারি মাসে বারাণসী আদালত মন্দির কর্তৃপক্ষকে জ্ঞানবাপী মসজিদে থাকা 'ব্যাস তেহখানায়' পুজোর অনুমতি দিয়েছিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 11:25 AM IST

Updated : Feb 26, 2024, 11:56 AM IST

প্রয়াগরাজ, 26 ফেব্রুয়ারি: বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানায়' পুজোর অনুমতি দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে দু’টি আবেদন করেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ গত 17 জানুয়ারি বারাণসী জেলা আদালতের বিচারক জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানার' রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার নিযুক্ত করে ৷ আর 31 জানুয়ারি মসজিদের ওই অংশে 'ব্যাস'দের পুজো করার অনুমতি দেয় ৷

তবে, বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় মসজিদ কর্তৃপক্ষ ৷ তাদের যুক্তি ছিল, বারাণসী আদালতের এই নির্দেশ 2022 সালের অ্যাডভোকেট কমিশনের রিপোর্ট, এএসআই রিপোর্ট ও 1937 সালের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, যা মসজিদ কর্তৃপক্ষের দিকে ছিল ৷ কিন্তু, এদিন এলাহাবাদ হাইকোর্টে মসজিদ কর্তৃপক্ষের দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে ৷ তবে, এ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারে ৷

হাইকোর্ট তার রায়ে বলেছে, "বারাণসী জেলা বিচারকের নির্দেশে পুজো চলবে ৷" জ্ঞানবাপী মামলায়, মন্দির কর্তৃপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, "এলাহাবাদ হাইকোর্ট আঞ্জুমান ইনতেজামিয়া কর্তৃপক্ষের উভয় আবেদনই খারিজ করে দিয়েছে ৷ অর্থাৎ, পুজো যেভাবে চলছিল, সেভাবেই চলবে ৷ তারা সুপ্রিম কোর্টে গেলে সেখানেও আমরা আমাদের মতামত তুলে ধরব ৷

31 জানুয়ারির রায়ে বারাণসী আদালত জানিয়েছিল, সাত দিনের মধ্যে জেলা প্রশাসনকে 'ব্যাস তেহখানায়' পুজোর আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ তবে, সাতদিনের অপেক্ষা করতে হয়নি ৷ 1 ফেব্রুয়ারির সকালেই সেখানে পুজো শুরু হয় ৷ উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে মোট চারটি তেহখানা রয়েছে ৷ যার মধ্যে একটি 'ব্যাস' পরিবারের দখলে রয়েছে ৷ ব্যাসরা সেখানে বসবাস করতেন বলে মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে ৷ সেই মতো ব্যাসদের তরফে আবেদন করা হয়েছিল, যাতে বংশানুক্রমে তাদের সেখানে প্রবেশ ও পুজো করার অনুমতি দেওয়া হোক ৷ বারাণসী আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷

1993 সালের ডিসেম্বর থেকে জ্ঞানবাপী ক্যাম্পাসে ব্যারিকেডেড এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ তারপর থেকে 'ব্যাস তেহখানায়' পুজো বন্ধ ছিল ৷ রাগ-ভোগ সহ অন্যান্য আচার-অনুষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছিল ৷ মন্দির কর্তৃপক্ষের তরফে আদালতে দাবি করা হয়েছিল যে, ব্রিটিশ শাসনকালে সেখানে পুজো করা হত ৷ এমনকি 'ব্যাস তেহখানায়' হিন্দু উপাসনা সম্পর্কিত সরঞ্জাম, প্রাচীন ভাস্কর্য ও ধর্মীয় গুরুত্ব রয়েছে এমন অন্যান্য জিনিস রয়েছে ৷

আরও পড়ুন:

  1. আদালতের নির্দেশের পরই বৃহস্পতির ভোর থেকে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু পুজো-পাঠ
  2. রাতেই সরল ব্যারিকেড, বৃহস্পতিতে জ্ঞানবাপী মসজিদের ভিতরের কক্ষে পুজো
  3. জ্ঞানবাপীর সিল করা এলাকায় এএসআই-এর জরিপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন

প্রয়াগরাজ, 26 ফেব্রুয়ারি: বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানায়' পুজোর অনুমতি দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে দু’টি আবেদন করেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ গত 17 জানুয়ারি বারাণসী জেলা আদালতের বিচারক জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানার' রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার নিযুক্ত করে ৷ আর 31 জানুয়ারি মসজিদের ওই অংশে 'ব্যাস'দের পুজো করার অনুমতি দেয় ৷

তবে, বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় মসজিদ কর্তৃপক্ষ ৷ তাদের যুক্তি ছিল, বারাণসী আদালতের এই নির্দেশ 2022 সালের অ্যাডভোকেট কমিশনের রিপোর্ট, এএসআই রিপোর্ট ও 1937 সালের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, যা মসজিদ কর্তৃপক্ষের দিকে ছিল ৷ কিন্তু, এদিন এলাহাবাদ হাইকোর্টে মসজিদ কর্তৃপক্ষের দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে ৷ তবে, এ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারে ৷

হাইকোর্ট তার রায়ে বলেছে, "বারাণসী জেলা বিচারকের নির্দেশে পুজো চলবে ৷" জ্ঞানবাপী মামলায়, মন্দির কর্তৃপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, "এলাহাবাদ হাইকোর্ট আঞ্জুমান ইনতেজামিয়া কর্তৃপক্ষের উভয় আবেদনই খারিজ করে দিয়েছে ৷ অর্থাৎ, পুজো যেভাবে চলছিল, সেভাবেই চলবে ৷ তারা সুপ্রিম কোর্টে গেলে সেখানেও আমরা আমাদের মতামত তুলে ধরব ৷

31 জানুয়ারির রায়ে বারাণসী আদালত জানিয়েছিল, সাত দিনের মধ্যে জেলা প্রশাসনকে 'ব্যাস তেহখানায়' পুজোর আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ তবে, সাতদিনের অপেক্ষা করতে হয়নি ৷ 1 ফেব্রুয়ারির সকালেই সেখানে পুজো শুরু হয় ৷ উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে মোট চারটি তেহখানা রয়েছে ৷ যার মধ্যে একটি 'ব্যাস' পরিবারের দখলে রয়েছে ৷ ব্যাসরা সেখানে বসবাস করতেন বলে মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে ৷ সেই মতো ব্যাসদের তরফে আবেদন করা হয়েছিল, যাতে বংশানুক্রমে তাদের সেখানে প্রবেশ ও পুজো করার অনুমতি দেওয়া হোক ৷ বারাণসী আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷

1993 সালের ডিসেম্বর থেকে জ্ঞানবাপী ক্যাম্পাসে ব্যারিকেডেড এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ তারপর থেকে 'ব্যাস তেহখানায়' পুজো বন্ধ ছিল ৷ রাগ-ভোগ সহ অন্যান্য আচার-অনুষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছিল ৷ মন্দির কর্তৃপক্ষের তরফে আদালতে দাবি করা হয়েছিল যে, ব্রিটিশ শাসনকালে সেখানে পুজো করা হত ৷ এমনকি 'ব্যাস তেহখানায়' হিন্দু উপাসনা সম্পর্কিত সরঞ্জাম, প্রাচীন ভাস্কর্য ও ধর্মীয় গুরুত্ব রয়েছে এমন অন্যান্য জিনিস রয়েছে ৷

আরও পড়ুন:

  1. আদালতের নির্দেশের পরই বৃহস্পতির ভোর থেকে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু পুজো-পাঠ
  2. রাতেই সরল ব্যারিকেড, বৃহস্পতিতে জ্ঞানবাপী মসজিদের ভিতরের কক্ষে পুজো
  3. জ্ঞানবাপীর সিল করা এলাকায় এএসআই-এর জরিপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন
Last Updated : Feb 26, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.