নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতি টানতে মরিয়া ভারত ৷ দুই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফর সেই ইঙ্গিতই দিয়েছে ৷ এই আবহে আগামী সপ্তাহে রুশ সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে পাঠাচ্ছে ভারত ৷ তবে এই সফরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ ৷
সম্প্রতি ইউক্রেন সফর সেরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক সেরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদি ৷ দীর্ঘ সেই কথোপকথনে মোদি সাফ জানান, রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে দু'দেশের মধ্যে শান্তি ফেরাতে চাইছে ভারত ৷ মোদি বলেন, "ভারত কোনও দিনই নিরপেক্ষ ছিল না ৷ যুদ্ধের শুরু থেকেই শান্তির পক্ষে সওয়াল করেছে ভারত ৷"
মোদির সেই প্রস্তাবে সবুজ সংকেত দেন রুশ প্রেসিডেন্ট ৷ বেশ কয়েকবার পুতিন এও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইতি টানতে চাইছে ভারত ও চিন ৷ সূত্রের খবর, 27 অগস্টের সেই কথোপকথনেই অজিত দোভালের এই সফর নিয়ে আলোচনা হয়েছিল দুই রাষ্ট্রনেতার মধ্যে ৷ যদিও দোভালের সফর সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি ৷
প্রসঙ্গত, প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের মধুর সম্পর্ক ৷ অন্যদিকে, পশ্চিম দুনিয়ার প্রায় সমস্ত দেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে চলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই আবহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ঠেকাতে ভারতের হস্তক্ষেপ চেয়েছিল একাধিক দেশ ৷ তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ৷ শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, ভারতের উচিত শান্তি প্রস্তাব নিয়ে দু'দেশের সঙ্গে আলোচনা করা ৷ এই আবহে দোভালের রুশ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল ৷ সূত্রের খবর, চিন ও ব্রাজিলের প্রতিনিধি-সহ ব্রিকস-এর বাকি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করবেন দোভাল ৷