ETV Bharat / bharat

নয়া এয়ার চিফ ! পরম বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত অমরপ্রীত সিং’কে চেনেন ? - New Air Force Chief

Air Marshal Amar Preet Singh: বায়ুসেনার প্রধানের পদে বসছেন অমরপ্রীত সিং ৷ 30 সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি ৷ চার দশকের বেশি কর্মজীবনে একাধিক বড় দায়িত্ব সামলেছেন তিনি । এবার তাঁর হাতেই যেতে চলেছে দেশের বায়ুসেনার ভার।

Air Marshal Amar Preet Singh
পরম বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত অমরপ্রীত সিং’কে চেনেন ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 4:45 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অমরপ্রীত সিং ৷ পিভিএসএম (পরম বিশিষ্ট সেবা পদক), এভিএসএম (অতি বিশিষ্ট সেবা পদক) পদকপ্রাপ্ত অমরপ্রীত বর্তমানে বায়ুসেনার ভাইস চিফ পদে রয়েছেন ৷ বায়ুসেনার এয়ার চিফ মার্শাল পদে 30 সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। বর্তমান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ওই দিন দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ।

1964 সালের 27 অক্টোবর জন্ম এয়ার মার্শাল অমরপ্রীত সিংয়ের। ফাইটার পাইলট হিসেবে 1984 সালের ডিসেম্বরে বায়ুসেনায় যোগ দেন । দীর্ঘ 40 বছর ধরে কমান্ড, স্টাফ, নির্দেশমূলক এবং বিদেশী নিয়োগে কাজ করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র অমরপ্রীত ৷ এয়ার অফিসার, ফ্লাইং ইন্সট্রাক্টর এবং এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসেবে ফিক্সড এবং রোটারি উইং এয়ারক্রাফটে 5,000 ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

কর্মজীবনে অমরপ্রীত একটি অপারেশনাল ফাইটার স্কোয়াড্রন এবং একটি ফ্রন্টলাইন এয়ার বেস কমান্ড করেছেন। একজন এক্সপেরিমেন্টাল পাইলট হিসেবে তিনি মস্কোতে MiG-29 আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দেন। ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টারে প্রজেক্ট ডিরেক্টর (ফ্লাইট টেস্ট) ছিলেন ৷ সেখানেই লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট, তেজস ফ্লাইট পরীক্ষার দায়িত্ব পান ।

তিনি সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে এয়ার ডিফেন্স কমান্ডার এবং ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসারের গুরুত্বপূর্ণ স্টাফ নিয়োগেও ভূমিকা নিয়েছেন । বায়ুসেনার ভাইস চিফের দায়িত্ব নেওয়ার আগে তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন ।

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অমরপ্রীত সিং ৷ পিভিএসএম (পরম বিশিষ্ট সেবা পদক), এভিএসএম (অতি বিশিষ্ট সেবা পদক) পদকপ্রাপ্ত অমরপ্রীত বর্তমানে বায়ুসেনার ভাইস চিফ পদে রয়েছেন ৷ বায়ুসেনার এয়ার চিফ মার্শাল পদে 30 সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। বর্তমান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ওই দিন দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ।

1964 সালের 27 অক্টোবর জন্ম এয়ার মার্শাল অমরপ্রীত সিংয়ের। ফাইটার পাইলট হিসেবে 1984 সালের ডিসেম্বরে বায়ুসেনায় যোগ দেন । দীর্ঘ 40 বছর ধরে কমান্ড, স্টাফ, নির্দেশমূলক এবং বিদেশী নিয়োগে কাজ করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র অমরপ্রীত ৷ এয়ার অফিসার, ফ্লাইং ইন্সট্রাক্টর এবং এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসেবে ফিক্সড এবং রোটারি উইং এয়ারক্রাফটে 5,000 ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

কর্মজীবনে অমরপ্রীত একটি অপারেশনাল ফাইটার স্কোয়াড্রন এবং একটি ফ্রন্টলাইন এয়ার বেস কমান্ড করেছেন। একজন এক্সপেরিমেন্টাল পাইলট হিসেবে তিনি মস্কোতে MiG-29 আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দেন। ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টারে প্রজেক্ট ডিরেক্টর (ফ্লাইট টেস্ট) ছিলেন ৷ সেখানেই লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট, তেজস ফ্লাইট পরীক্ষার দায়িত্ব পান ।

তিনি সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে এয়ার ডিফেন্স কমান্ডার এবং ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসারের গুরুত্বপূর্ণ স্টাফ নিয়োগেও ভূমিকা নিয়েছেন । বায়ুসেনার ভাইস চিফের দায়িত্ব নেওয়ার আগে তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.