নয়াদিল্লি, 9 অগস্ট: ইজরায়েল ও ইরানের মধ্যে বেড়ে চলা সমস্যা ও উত্তেজনার জেরে শুক্রবার এয়ার ইন্ডিয়া অনির্দিষ্টকালের জন্য তেল আবিবের সমস্ত উড়ান (ফ্লাইট) স্থগিত করার কথা ঘোষণা করেছে । টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইনটি 8 আগস্ট পর্যন্ত দেশের রাজধানী দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা স্থগিত করেছে ।
এয়ার ইন্ডিয়া তার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে বলেছে, "মধ্যপ্রাচ্যের কিছু অংশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তেল আবিব থেকে আমাদের ফ্লাইটের নির্ধারিত পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে স্থগিত করা হয়েছে । আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ৷"
তেল আবিব থেকে ভ্রমণের জন্য কাটা টিকিটের সমস্ত টাকা এয়ার ইন্ডিয়া তার যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে । ইজরায়েলের সঙ্গে হামাস-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে । এই বছরের শুরুতেও, এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে চলা এই উত্তেজনার জেরে একাধিকবার তেল আবিবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ।
প্রায় পাঁচ মাস পর, 3 মার্চ টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইনটি ইজরায়েলের শহরে ফের বিমান পরিষেবাগুলি চালু করার সুপারিশ করেছিল । ইজরায়েলি শহরে হামাস গোষ্ঠীর হামলার পর এয়ার ইন্ডিয়া 7 অক্টোবর, 2023 থেকে তেল আবিব থেকে এদেশের মধ্যে যাতায়াত করা সমস্ত ফ্লাইট স্থগিত করেছিল ।
ইরান-ইজরায়েলের মধ্যে চলা উত্তেজনা এবং গাজায় যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বহুমুখী যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ৷ এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তেল আবিব থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে বা কমিয়ে দিয়েছে ৷ এই পরিস্থিতির জেরে সিরিয়া, মিশর, জর্ডান, লেবাননের মতো প্রতিবেশী দেশগুলির আন্তর্জাতিক যোগাযোগও প্রভাবিত হয়েছে ।