নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: বসন্ত বিহারে আকাশ থেকে পড়ল বিমানের ধাতব টুকরো । ঘটনার পরই তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান ৷
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার ৷ আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার 22 মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷
এয়ার ইন্ডিয়ার বিবৃতি: এয়ার ইন্ডিয়া জানায়, তাদের এক্সপ্রেস বিমানটি রাত 8:48 মিনিটে বাহরিনের উদ্দেশে যাত্রা শুরু করে ৷ ক্রু মেম্বাররা ইঞ্জিনে ব্যর্থতার কথা জানিয়েছিলেন, তারপরে বিমানটি 9:10 টায় গ্রাউন্ড করা হয়েছিল ৷ এতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি। অবতরণের পরে দিল্লি পুলিশ এই বিষয়ে একটি পিসিআর কল পায়। তবে কারিগরি দল তদন্তের সময়ই জানতে পারবে যে, লোহার টুকরোগুলি ইন্ডিয়া এক্সপ্রেস প্লেনের ছিল।
কী হয়েছে ?
বুধবার রাতে আকাশ থেকে রহস্যজনক ধাতব পাত ভেঙে পড়ে নয়াদিল্লির বসন্ত বিহারের একটি বাড়ির উপর ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা দিল্লি পুলিশকে খবর দেয় ৷ স্থানীয়দের দাবি, প্রাথমিকভাবে স্থানীয়রা ভেবেছিলেন, বিমানের কারিগরি ত্রুটির কারণে ইঞ্জিনের অংশ ভেঙে বা খুলে নীচে পড়ে গিয়েছে ৷ এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয় ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু সন্দেহজনক ধাতব টুকরো উদ্ধার করে ৷ যদিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে এটি বিমানের অংশ । দিল্লি পুলিশের উপ-কমিশনার রোহিত মীনা জানান, বিমানবন্দরে যোগাযোগ করে তাদের রিপোর্ট চাওয়া হয়েছে । তা আসার পরই ওই ধাতব টুকরোর রহস্য জানা যাবে । তারপরেই বিবৃতি দিল এয়ার ইন্ডিয়া ৷