ETV Bharat / bharat

মাঝআকাশে গোলযোগ, এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ - Air India Flight Emergency Landing - AIR INDIA FLIGHT EMERGENCY LANDING

Air India flight diverted to Russia: এয়ার ইন্ডার সানফ্রান্সিসকোগামী বিমান যান্ত্রিক গোলযোগ ৷ জরুরি অবতরণ করল রাশিয়ায় ৷ বিমানটিতে 225 জন যাত্রী এবং 19 জন ক্রু সদস্য ছিলেন ৷ রাশিয়ার বিমান বন্দরে আতঙ্কে যাত্রীরা ৷

Air India flight
সানফ্রান্সিসকোগামী বিমানে যান্ত্রিক গোলোযোগ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 12:52 PM IST

Updated : Jul 19, 2024, 1:19 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই: যান্ত্রিক গোলযোগের কারণে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করল রাশিয়াতে ৷ জানা গিয়েছে, মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার এক্স হ্য়ান্ডেলে টুইট করে এমনটাই জাাননো হয়েছে ৷

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-183 ৷ মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ সেটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে (UNKL) অবতরণ করানো হয়েছে। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে বলে জানা গিয়েছে ৷ বিমানে থাকা 225 জন যাত্রী ও 19 জন ক্রু সদস্য নিরাপদে আছেন ৷ দ্রুত বিমানটির যান্ত্রিক সমস্যার সমাধান করে, গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ এক্স হ্যান্ডেলে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যাত্রী নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্ব দিতেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে ৷

সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা হবে ৷ যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের সঙ্গে সহযোগিতার জন্য এয়ারলাইন যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ৷

দিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত 7 যাত্রী

বিগত 13 মাসের মধ্য়ে এই নিয়ে দ্বিতীয়বার সমস্যা হল এয়ার ইন্ডিয়ার বিমানে ৷ এর আগে 2023-এর 6 জুন ফ্লাইট- 173 যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ৷ সেটিও দিল্লি থেকে সানফ্রান্সিসকো যাচ্ছিল ৷ মাঝআকাশে যান্ত্রিক গোলোযোগ দেখা দেওয়ায় সেটিকে রাশিয়ার মাগাদান (Russia’s Magadan airport) বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল ৷ সংস্থার একটি ইঞ্জিনিয়র সেটি ঠিক করেছিলেন ৷

স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ

নয়াদিল্লি, 19 জুলাই: যান্ত্রিক গোলযোগের কারণে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করল রাশিয়াতে ৷ জানা গিয়েছে, মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার এক্স হ্য়ান্ডেলে টুইট করে এমনটাই জাাননো হয়েছে ৷

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-183 ৷ মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ সেটিকে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে (UNKL) অবতরণ করানো হয়েছে। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে বলে জানা গিয়েছে ৷ বিমানে থাকা 225 জন যাত্রী ও 19 জন ক্রু সদস্য নিরাপদে আছেন ৷ দ্রুত বিমানটির যান্ত্রিক সমস্যার সমাধান করে, গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ এক্স হ্যান্ডেলে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যাত্রী নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্ব দিতেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে ৷

সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা হবে ৷ যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের সঙ্গে সহযোগিতার জন্য এয়ারলাইন যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ৷

দিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত 7 যাত্রী

বিগত 13 মাসের মধ্য়ে এই নিয়ে দ্বিতীয়বার সমস্যা হল এয়ার ইন্ডিয়ার বিমানে ৷ এর আগে 2023-এর 6 জুন ফ্লাইট- 173 যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল ৷ সেটিও দিল্লি থেকে সানফ্রান্সিসকো যাচ্ছিল ৷ মাঝআকাশে যান্ত্রিক গোলোযোগ দেখা দেওয়ায় সেটিকে রাশিয়ার মাগাদান (Russia’s Magadan airport) বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল ৷ সংস্থার একটি ইঞ্জিনিয়র সেটি ঠিক করেছিলেন ৷

স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ

Last Updated : Jul 19, 2024, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.