নয়াদিল্লি, 8 মে: বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রু মেম্বাররা গণ-ছুটিতে গিয়েছেন ৷ কারণ, তাঁরা সকলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন ৷ আর তার জেরে প্রাথমিকভাবে একসঙ্গে 70টি বিমান পরিষেবা বাতিল করেছে সংস্থা ৷ পরে জানানো হয়, বাতিল বিমানের সংখ্যা বেড়ে 80টি হয়েছে ৷ ফলে বিপত্তিতে পড়েছেন যাত্রীরা ৷ এমনকি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একাধিক বিমান নির্ধারিত সময়ের থেকেও অনেকটা দেরিতে চলছে ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে সংস্থার ৷ বিষয়টি নিয়ে চিন্তা ব্যক্ত করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও ৷
সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া অধিকাংশই আন্তর্জাতিক বিমান ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, তাদের অধিকাংশ সিনিয়র ক্রু মেম্বাররা অসুস্থতার কারণে ছুটিতে চলে গিয়েছেন ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে একের পর এক বিমান পরিষেবা বাতিল হতে শুরু করে ৷ যা বুধবার সকালও জারি রয়েছে ৷ পরিস্থিতি যা তাতে, আরও অনেক বিমান পরিষেবা বাতিল করতে হতে পারে ৷ এই পরিস্থিতিতে যে সব ক্রু মেম্বাররা কাজ করছেন, তাঁদের উপর বাড়তি চাপ পড়ছে ৷
পরিস্থিতি সামাল দিতে এয়ার ইন্ডিয়া তাদের অনেক বিমানের উড়ানে নির্ধারিত সূচি পরিবর্তন করেছে ৷ তবে, বিমানসংস্থার একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, উড়ানের কিছুক্ষণ আগে হঠাৎই অধিকাংশ সিনিয়র ক্রু মেম্বার তাঁদের মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন ৷ জানা গিয়েছেন, তাঁরা গণ হারে অসুস্থতার কথা কর্তৃপক্ষকে জানানোর পরেই, এই কাজ করেছেন ৷ ফলে এক্ষেত্রে ছুটিতে যাওয়া ক্রু মেম্বারদের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তাদের কাছে বিকল্প কর্মী নেই ৷ সংস্থার তরফে মুখপাত্র জানিয়েছেন, "আমাদের কেবিন ক্রু-র একাংশ সদস্য গতকাল রাতে শেষ মুহূর্তে তাঁদের অসুস্থতার কথা জানিয়ে ছুটিতে চলে গিয়েছেন ৷ যার ফলস্বরূপ একাধিক বিমান দেরিতে চলছে ও বহু বিমান বাতিল করা হয়েছে ৷ তবে, আমরা ক্রু মেম্বারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, এই পরিস্থিতির সঠিক কারণ জানার জন্য ৷"
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, বিমান পরিষেবা বাতিলের কারণে যে সকল যাত্রীরা ভুক্তভোগী, তাঁদের টিকিটের পুরো টাকা সংস্থা ফিরিয়ে দেবে অথবা সম্ভব হলে, যাত্রীদের নতুন তারিখে উড়ানের ব্যবস্থা করা হবে ৷ এই পরিস্থিতি শুধু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নয় ৷ সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিমানসংস্থার সিনিয়র ক্রু মেম্বাররা অসুস্থতার কারণ দেখিয়ে গণ-ছুটিতে চলে গিয়েছিল ৷ গত 1 এপ্রিল ভিস্তারা এই সমস্যার সম্মুখীন হয়েছিল ৷ যার ফলে একশোটি বিমান বাতিল করেছিল এই সংস্থা ৷
আরও পড়ুন: