ETV Bharat / bharat

বোমাতঙ্ক ! শিকাগোর বদলে কানাডায় অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের - AIR INDIA FLIGHT BOMB THREAT

এয়ার ইন্ডিয়ার বিমানটি অনলাইনে বোমা হুমকি পায় ৷ স্বভাবতই বিমানের যাত্রাপথ বদলে তড়িঘড়ি কানাডায় অবতরণ করানো হয় ৷

Bomb Threat in Air India Flight
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হুমকি (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 6:55 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: বোমা হুমকি পেয়ে বিমানের যাত্রাপথ বদলে দিলেন চালক ৷ এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দিল্লি থেকে শিকাগোগামী বিমানে বোমা হুমকি পান চালক ৷ বিমানটি ঘুরিয়ে কানাডার একটি বিমানবন্দরে অবতরণ করান তিনি ৷

সংবাদসংস্থা পিটিআই-কে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 15 অক্টোবর তারিখে AI127 বিমানটি দিল্লি থেকে শিকাগো যাচ্ছিল ৷ অনলাইনে হুমকি আসে যে ওই বিমানে বোমা আছে ৷ তাই নিরাপত্তার খাতিয়ে বিমানটিকে কানাডার ইকালুইট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে সিকিউরিটি প্রোটোকলের নিয়ম মেনে যাত্রীদের পরীক্ষা করে দেখা হয় ৷

এর আগে সোমবারও একই রকম বোমা হুমকি পেয়েছিল এয়ার ইন্ডিয়া সংস্থার আরেকটি বিমান ৷ সেটি মুম্বই থেকে নিউইয়র্কে যাচ্ছিল ৷ পথে বোমা হুমকি পেয়ে বিমানটির যাত্রাপথ বদলে দিল্লিতে নামানো হয় ৷ সেখানে বিমানটিতে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়া-সহ আরও বেশ কিছু এয়ারলায়েন্স বোমা হুমকি পাচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করেছে টাটার বিমান সংস্থাটি ৷

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, সব হুমকিগুলিই পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছে ৷ কিন্তু একটি দায়িত্বশীল এয়ারলাইন সংস্থা হওয়ার খাতিরে প্রতিটি হুমকিকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় ৷ এর ফলে বিমান যাত্রীদের অসুবিধেয় পড়তে হয় ৷ তার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ ৷

সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের হুমকির ফলে বিমান যাত্রীদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ৷ পাশাপাশি বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটছে ৷ যারা এই কাজ করছে, তাদের খুঁজে বের করতে এয়ার ইন্ডিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করবে ৷ এর ফলে সংস্থার আর্থিক ক্ষতিও হচ্ছে ৷ তাই দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে এবার আইনি পথে হাঁটবে এয়ার ইন্ডিয়া ৷

নয়াদিল্লি, 15 অক্টোবর: বোমা হুমকি পেয়ে বিমানের যাত্রাপথ বদলে দিলেন চালক ৷ এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দিল্লি থেকে শিকাগোগামী বিমানে বোমা হুমকি পান চালক ৷ বিমানটি ঘুরিয়ে কানাডার একটি বিমানবন্দরে অবতরণ করান তিনি ৷

সংবাদসংস্থা পিটিআই-কে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 15 অক্টোবর তারিখে AI127 বিমানটি দিল্লি থেকে শিকাগো যাচ্ছিল ৷ অনলাইনে হুমকি আসে যে ওই বিমানে বোমা আছে ৷ তাই নিরাপত্তার খাতিয়ে বিমানটিকে কানাডার ইকালুইট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে সিকিউরিটি প্রোটোকলের নিয়ম মেনে যাত্রীদের পরীক্ষা করে দেখা হয় ৷

এর আগে সোমবারও একই রকম বোমা হুমকি পেয়েছিল এয়ার ইন্ডিয়া সংস্থার আরেকটি বিমান ৷ সেটি মুম্বই থেকে নিউইয়র্কে যাচ্ছিল ৷ পথে বোমা হুমকি পেয়ে বিমানটির যাত্রাপথ বদলে দিল্লিতে নামানো হয় ৷ সেখানে বিমানটিতে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়া-সহ আরও বেশ কিছু এয়ারলায়েন্স বোমা হুমকি পাচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করেছে টাটার বিমান সংস্থাটি ৷

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, সব হুমকিগুলিই পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছে ৷ কিন্তু একটি দায়িত্বশীল এয়ারলাইন সংস্থা হওয়ার খাতিরে প্রতিটি হুমকিকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় ৷ এর ফলে বিমান যাত্রীদের অসুবিধেয় পড়তে হয় ৷ তার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ ৷

সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের হুমকির ফলে বিমান যাত্রীদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ৷ পাশাপাশি বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটছে ৷ যারা এই কাজ করছে, তাদের খুঁজে বের করতে এয়ার ইন্ডিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করবে ৷ এর ফলে সংস্থার আর্থিক ক্ষতিও হচ্ছে ৷ তাই দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে এবার আইনি পথে হাঁটবে এয়ার ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.