ETV Bharat / bharat

রাম মন্দির উদ্বোধনে 'বন্ধ' নয় ওপিডি পরিষেবা, জানাল নয়াদিল্লি এইমস - Ram temple

New Delhi AIIMS: রামমন্দির উদ্বোধনের দিন খোলাই থাকছে রাজধানীর এইমস ৷ বন্ধ করে দেওয়ার ঘোষণার একদিনের মধ্যেই সিদ্ধান্ত বদল। এইমসের অন্য শাখাগুলিকেও এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ৷

ETV Bharat
নয়াদিল্লি এইমস
author img

By PTI

Published : Jan 21, 2024, 12:47 PM IST

Updated : Jan 21, 2024, 1:00 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: রোগীদের কথা ভেবে ওপিডি পরিষেবা খোলা রাখার সিদ্ধান্ত নিল দিল্লির এইমস ৷ এর আগে রামমন্দির উদ্বোধনের দিন রাজধানীর এইমস শাখাটি দুপুর 2.30 পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ তবে এ নিয়ে বিতর্ক হওয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের পক্ষ থেকে জানানো হয়, 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন ওপিডি পরিষেবা খোলা রাখা হবে ৷ 20 জানুয়ারির নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷

রবিবার জারি করা নির্দেশিকায় কর্তৃপক্ষ জানিয়েছে, "চিকিৎসা বিষয়ক সব পরিষেবা, এমনকী ওপিডি পরিষেবা খোলা থাকবে ৷ যাতে রোগীদের কোনও রকম অসুবিধে না-হয়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" এইমসের সব শাখার প্রধান, বিভাগীয় প্রধান, শাখা অফিসকেও এই নির্দেশ দেওয়া হয়েছে ৷

রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে দুপুর 2.30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কেন্দ্রীয় সরকারি কার্যালয় ৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সরকার ছুটি ঘোষণা করেছে ৷ বন্ধ থাকছে বেসরকারি ব্যাংক এইচডিএফসি ৷ এমনকী শেয়ার বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেশের জাতীয় স্টক এক্সচেঞ্জ ৷

এর মধ্যে 20 জানুয়ারি, দিল্লি এইমস একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে জানানো হয়, 22 জানুয়ারি দুপুর 2.30 মিনিট পর্যন্ত এইমস বন্ধ থাকবে ৷ দিল্লি ছাড়াও এইমসের সব শাখাগুলি এই সময় পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৷ তবে জরুরি পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ এই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক-সহ সব কর্মীরই দুপুর 2.30 মিনিটের পর হাসপাতালে আসার কথা ছিল ৷ তবে আজকের নতুন নির্দেশিকায় তা প্রত্যাহার করা হল ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  2. নিরাপত্তার দুর্গে অযোধ্যা, লখনউয়ে জারি 144 ধারা
  3. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির

নয়াদিল্লি, 21 জানুয়ারি: রোগীদের কথা ভেবে ওপিডি পরিষেবা খোলা রাখার সিদ্ধান্ত নিল দিল্লির এইমস ৷ এর আগে রামমন্দির উদ্বোধনের দিন রাজধানীর এইমস শাখাটি দুপুর 2.30 পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ তবে এ নিয়ে বিতর্ক হওয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের পক্ষ থেকে জানানো হয়, 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন ওপিডি পরিষেবা খোলা রাখা হবে ৷ 20 জানুয়ারির নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷

রবিবার জারি করা নির্দেশিকায় কর্তৃপক্ষ জানিয়েছে, "চিকিৎসা বিষয়ক সব পরিষেবা, এমনকী ওপিডি পরিষেবা খোলা থাকবে ৷ যাতে রোগীদের কোনও রকম অসুবিধে না-হয়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" এইমসের সব শাখার প্রধান, বিভাগীয় প্রধান, শাখা অফিসকেও এই নির্দেশ দেওয়া হয়েছে ৷

রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে দুপুর 2.30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কেন্দ্রীয় সরকারি কার্যালয় ৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সরকার ছুটি ঘোষণা করেছে ৷ বন্ধ থাকছে বেসরকারি ব্যাংক এইচডিএফসি ৷ এমনকী শেয়ার বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেশের জাতীয় স্টক এক্সচেঞ্জ ৷

এর মধ্যে 20 জানুয়ারি, দিল্লি এইমস একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে জানানো হয়, 22 জানুয়ারি দুপুর 2.30 মিনিট পর্যন্ত এইমস বন্ধ থাকবে ৷ দিল্লি ছাড়াও এইমসের সব শাখাগুলি এই সময় পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৷ তবে জরুরি পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ এই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক-সহ সব কর্মীরই দুপুর 2.30 মিনিটের পর হাসপাতালে আসার কথা ছিল ৷ তবে আজকের নতুন নির্দেশিকায় তা প্রত্যাহার করা হল ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  2. নিরাপত্তার দুর্গে অযোধ্যা, লখনউয়ে জারি 144 ধারা
  3. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
Last Updated : Jan 21, 2024, 1:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.