নয়াদিল্লি, 21 জানুয়ারি: রোগীদের কথা ভেবে ওপিডি পরিষেবা খোলা রাখার সিদ্ধান্ত নিল দিল্লির এইমস ৷ এর আগে রামমন্দির উদ্বোধনের দিন রাজধানীর এইমস শাখাটি দুপুর 2.30 পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ তবে এ নিয়ে বিতর্ক হওয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের পক্ষ থেকে জানানো হয়, 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন ওপিডি পরিষেবা খোলা রাখা হবে ৷ 20 জানুয়ারির নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷
রবিবার জারি করা নির্দেশিকায় কর্তৃপক্ষ জানিয়েছে, "চিকিৎসা বিষয়ক সব পরিষেবা, এমনকী ওপিডি পরিষেবা খোলা থাকবে ৷ যাতে রোগীদের কোনও রকম অসুবিধে না-হয়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" এইমসের সব শাখার প্রধান, বিভাগীয় প্রধান, শাখা অফিসকেও এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
-
AIIMS, New Delhi clarifies that all clinical services will remain open on 22nd January 2024 to provide seamless and uninterrupted #PatientCare#सर्वेभवन्तुसुखिनः @MoHFW_INDIA @mansukhmandviya #AyushmaanBhav pic.twitter.com/hrg5QltpsY
— AIIMS, New Delhi (@aiims_newdelhi) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">AIIMS, New Delhi clarifies that all clinical services will remain open on 22nd January 2024 to provide seamless and uninterrupted #PatientCare#सर्वेभवन्तुसुखिनः @MoHFW_INDIA @mansukhmandviya #AyushmaanBhav pic.twitter.com/hrg5QltpsY
— AIIMS, New Delhi (@aiims_newdelhi) January 21, 2024AIIMS, New Delhi clarifies that all clinical services will remain open on 22nd January 2024 to provide seamless and uninterrupted #PatientCare#सर्वेभवन्तुसुखिनः @MoHFW_INDIA @mansukhmandviya #AyushmaanBhav pic.twitter.com/hrg5QltpsY
— AIIMS, New Delhi (@aiims_newdelhi) January 21, 2024
রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে দুপুর 2.30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কেন্দ্রীয় সরকারি কার্যালয় ৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সরকার ছুটি ঘোষণা করেছে ৷ বন্ধ থাকছে বেসরকারি ব্যাংক এইচডিএফসি ৷ এমনকী শেয়ার বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেশের জাতীয় স্টক এক্সচেঞ্জ ৷
এর মধ্যে 20 জানুয়ারি, দিল্লি এইমস একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে জানানো হয়, 22 জানুয়ারি দুপুর 2.30 মিনিট পর্যন্ত এইমস বন্ধ থাকবে ৷ দিল্লি ছাড়াও এইমসের সব শাখাগুলি এই সময় পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৷ তবে জরুরি পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ এই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক-সহ সব কর্মীরই দুপুর 2.30 মিনিটের পর হাসপাতালে আসার কথা ছিল ৷ তবে আজকের নতুন নির্দেশিকায় তা প্রত্যাহার করা হল ৷
আরও পড়ুন: