ETV Bharat / bharat

মোদির সফরের কয়েক ঘণ্টা আগেই সুকমায় উদ্ধার বিপুল বিস্ফোরক - Explosives Recovered in Sukma - EXPLOSIVES RECOVERED IN SUKMA

Explosives Recovered In Chhattisgarh: ছত্তিশগড়ে বস্তারে লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মাওবাদীদের তৎপরতা । বিজেপির পক্ষে ভোট চাইতে প্রধানমন্ত্রী মোদি আজ বস্তারে পৌঁছনোর কথা ৷ তবে তার আগেই বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 12:42 PM IST

Updated : Apr 8, 2024, 1:13 PM IST

সুকমা, 8 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কিছুক্ষণ আগেই ছত্তিশগড়ের সুকমা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক ৷ এক আধিকারিক এ কথা জানিয়ে বলেন, রবিবার রাতে সুকমার দুটি জায়গা থেকে মাওবাদীদের লুকিয়ে রাখা ওই অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী ৷ তিনি জানান, সিআরপিএফ-এর অভিজাত কোবরা ব্যাটালিয়ন এবং বস্তার ব্যাটালিয়নের একটি যৌথ দল কিস্তারাম থানার সীমানার অধীনে টোন্ডামার্কা এবং ডাব্বামার্কা গ্রামের মধ্যে থেকে এই অস্ত্র উদ্ধার করেছে ৷

বিপুল বিস্ফোরক উদ্ধার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বস্তারে বিজয় সংকল্প শঙ্খনাদ মহামিছিলে যোগ দিতে চলেছেন । প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । মাওবাদীরা যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য বাহিনী নিরাপত্তা আরও জোরদার করেছে এবং বস্তার জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে । এই তল্লাশির সময়ই রবিবার সুকমা জেলার দুটি স্থানে জওয়ানরা বিপুল পরিমাণ বিস্ফোরক খুঁজে পান ৷

বিস্ফোরক দ্রব্যের পরিমাণ দেখে মনে হয়েছে মাওবাদীরা বড় কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে মাওবাদীদের । বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে 350টি জিলেটিন স্টিক, 105টি বৈদ্যুতিক ডেটোনেটর, একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল), 22টি বিজিএল প্রজেক্টর, 19টি বিজিএল বোমা, বেশ কয়েকটি বিজিএল রাউন্ড, একটি 5 কেজি ওজনের একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), 30 কেজি গান পাউডার ।

সুকমায় চার মাওবাদী ও 2 সমর্থক গ্রেফতার: এর আগে, শনিবার সুকমায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ । যাদের মধ্যে রয়েছে 4জন মাওবাদী এবং তাদের 2 সমর্থক । ডিআরজি এবং জেলা পুলিশ কেরালাপাল থানা এলাকার তুমদিপাড়া এবং মিসিগুড়া গ্রামের মধ্যে অনুসন্ধান অভিযানে গিয়েছিল । সিরেসেটি, গড়গড়পাড়া, গোগুন্ডা, তুমদিপাড়া এবং আশপাশের গ্রামে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর থাকায় ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল । আচমকা জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করে 6 জন ৷ সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলে সেনা ৷ এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । ধৃতদের নাম কুঞ্জম হুরা (24), মাদাভি দেবা (27), পদম পাণ্ডু (26) এবং পদিয়াম লাখা (28) ৷ এরা সবাই মাওবাদী ৷ আর বাকি দু'জন পদম হিদমা (28) এবং মাদভি অর্জুন মাওবাদী সমর্থক ৷

নিশানায় ছিল নিরাপত্তা বাহিনী: ধৃতদের কাছ থেকে তিন কেজি ওজনের দুটি টিফিন বোমা, তিনটি জিলেটিন স্টিক, দশটি ডিটোনেটর, বৈদ্যুতিক তারের একটি বান্ডিল এবং 15 মিটার লম্বা কর্ডেক্স তার উদ্ধার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের সময় মাওবাদীরা বলেছে যে, তাদের কমান্ডার রোশন ওরফে ভীমা নিরাপত্তা বাহিনীকে নিশানা করার জন্য তাদের বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী দিয়েছিল ।

ছত্তিশগড়ে বিজেপির প্রচার শুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তারে একটি সমাবেশে ভাষণ দিয়ে ছত্তিশগড়ে বিজেপির লোকসভা প্রচারের সূচনা করতে চলেছেন । রবিবার ছত্তিশগড়ের বনমন্ত্রী কেদার কাশ্যপ জানান যে, প্রধানমন্ত্রী বিজয় সংকল্প শঙ্খনাদ সমাবেশ শুরু করবেন, যা বস্তার থেকে শুরু হচ্ছে । বস্তার লোকসভা কেন্দ্রের ভানপুরীর আমবাল গ্রামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । বিজেপি ছত্তিশগড়ে যে 11টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার সবকটিতেই জয়ী হবে বলে আশাবাদী ৷

প্রধানমন্ত্রী বস্তার লোকসভা কেন্দ্রের ভানপুরীর আমবাল গ্রামে একটি জনসভায় ভাষণ দেবেন, সেখানে 19 এপ্রিল ভোট হবে ৷ ছত্তিশগড়ের 11টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে 19, 26 এবং 7 মে ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে তীব্র গুলির লড়াই, এনকাউন্টারে মৃত 6 মাওবাদী
  2. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী
  3. শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা 6 মাওবাদী গ্রেফতার, উদ্ধার একে 47-তাজা কার্তুজও

সুকমা, 8 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কিছুক্ষণ আগেই ছত্তিশগড়ের সুকমা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক ৷ এক আধিকারিক এ কথা জানিয়ে বলেন, রবিবার রাতে সুকমার দুটি জায়গা থেকে মাওবাদীদের লুকিয়ে রাখা ওই অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী ৷ তিনি জানান, সিআরপিএফ-এর অভিজাত কোবরা ব্যাটালিয়ন এবং বস্তার ব্যাটালিয়নের একটি যৌথ দল কিস্তারাম থানার সীমানার অধীনে টোন্ডামার্কা এবং ডাব্বামার্কা গ্রামের মধ্যে থেকে এই অস্ত্র উদ্ধার করেছে ৷

বিপুল বিস্ফোরক উদ্ধার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বস্তারে বিজয় সংকল্প শঙ্খনাদ মহামিছিলে যোগ দিতে চলেছেন । প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । মাওবাদীরা যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য বাহিনী নিরাপত্তা আরও জোরদার করেছে এবং বস্তার জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে । এই তল্লাশির সময়ই রবিবার সুকমা জেলার দুটি স্থানে জওয়ানরা বিপুল পরিমাণ বিস্ফোরক খুঁজে পান ৷

বিস্ফোরক দ্রব্যের পরিমাণ দেখে মনে হয়েছে মাওবাদীরা বড় কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে মাওবাদীদের । বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে 350টি জিলেটিন স্টিক, 105টি বৈদ্যুতিক ডেটোনেটর, একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল), 22টি বিজিএল প্রজেক্টর, 19টি বিজিএল বোমা, বেশ কয়েকটি বিজিএল রাউন্ড, একটি 5 কেজি ওজনের একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), 30 কেজি গান পাউডার ।

সুকমায় চার মাওবাদী ও 2 সমর্থক গ্রেফতার: এর আগে, শনিবার সুকমায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ । যাদের মধ্যে রয়েছে 4জন মাওবাদী এবং তাদের 2 সমর্থক । ডিআরজি এবং জেলা পুলিশ কেরালাপাল থানা এলাকার তুমদিপাড়া এবং মিসিগুড়া গ্রামের মধ্যে অনুসন্ধান অভিযানে গিয়েছিল । সিরেসেটি, গড়গড়পাড়া, গোগুন্ডা, তুমদিপাড়া এবং আশপাশের গ্রামে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর থাকায় ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল । আচমকা জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করে 6 জন ৷ সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলে সেনা ৷ এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । ধৃতদের নাম কুঞ্জম হুরা (24), মাদাভি দেবা (27), পদম পাণ্ডু (26) এবং পদিয়াম লাখা (28) ৷ এরা সবাই মাওবাদী ৷ আর বাকি দু'জন পদম হিদমা (28) এবং মাদভি অর্জুন মাওবাদী সমর্থক ৷

নিশানায় ছিল নিরাপত্তা বাহিনী: ধৃতদের কাছ থেকে তিন কেজি ওজনের দুটি টিফিন বোমা, তিনটি জিলেটিন স্টিক, দশটি ডিটোনেটর, বৈদ্যুতিক তারের একটি বান্ডিল এবং 15 মিটার লম্বা কর্ডেক্স তার উদ্ধার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের সময় মাওবাদীরা বলেছে যে, তাদের কমান্ডার রোশন ওরফে ভীমা নিরাপত্তা বাহিনীকে নিশানা করার জন্য তাদের বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী দিয়েছিল ।

ছত্তিশগড়ে বিজেপির প্রচার শুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তারে একটি সমাবেশে ভাষণ দিয়ে ছত্তিশগড়ে বিজেপির লোকসভা প্রচারের সূচনা করতে চলেছেন । রবিবার ছত্তিশগড়ের বনমন্ত্রী কেদার কাশ্যপ জানান যে, প্রধানমন্ত্রী বিজয় সংকল্প শঙ্খনাদ সমাবেশ শুরু করবেন, যা বস্তার থেকে শুরু হচ্ছে । বস্তার লোকসভা কেন্দ্রের ভানপুরীর আমবাল গ্রামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । বিজেপি ছত্তিশগড়ে যে 11টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার সবকটিতেই জয়ী হবে বলে আশাবাদী ৷

প্রধানমন্ত্রী বস্তার লোকসভা কেন্দ্রের ভানপুরীর আমবাল গ্রামে একটি জনসভায় ভাষণ দেবেন, সেখানে 19 এপ্রিল ভোট হবে ৷ ছত্তিশগড়ের 11টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে 19, 26 এবং 7 মে ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে তীব্র গুলির লড়াই, এনকাউন্টারে মৃত 6 মাওবাদী
  2. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী
  3. শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা 6 মাওবাদী গ্রেফতার, উদ্ধার একে 47-তাজা কার্তুজও
Last Updated : Apr 8, 2024, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.