ETV Bharat / bharat

রাজৌরিতে সেনা-জঙ্গি এনকাউন্টারে শহিদ 2 জওয়ান, কুলগামে মৃত 6 জঙ্গি - Encounter in Rajouri - ENCOUNTER IN RAJOURI

Encounter in Rajouri: কুলগামের পর রবিবার ফের এনকাউন্টার চলছে রাজৌরিতে ৷ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ে জখম হলেন এক সেনা জওয়ান ৷ বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান ৷

Jammu Kashmir Encounter
রাজৌরিতে সেনা-জঙ্গি এনকাউন্টার (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 4:10 PM IST

Updated : Jul 7, 2024, 10:33 PM IST

রাজৌরি, 7 জুলাই: কুলগামের পর এবার এনকাউন্টার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ৷ রবিবার ভোরে রাজৌরি জেলার মানজাকোট এলাকায় সেনা ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে একজন সেনা জওয়ান আহত হয়েছেন । এদিকে কুলগামে দু'টি এনকাউন্টারের ঘটনায় 6 জন জঙ্গির পাশাপাশি 2 জন সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে ৷

প্রতিরক্ষা ক্ষেত্রের এক আধিকারিক জানিয়েছেন, সেনা ক্যাম্পের কাছে কয়েক রাউন্ড গুলি চলার পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে ৷ তিনি বলেন, "রাজৌরির মানজাকোট এলাকায় একটি সেনা ক্যাম্পের কাছে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে । জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷"

প্রসঙ্গত, শনিবার কুলগাম জেলায় সেনা ও জঙ্গি সংঘর্ষের দুটি পৃথক ঘটনায় ছয়জন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান ৷ মোদেরগাম গ্রামে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় । তার কয়েক ঘণ্টা পর জেলার ফ্রিসাল চিন্নিগাম এলাকায় আরেকটি এনকাউন্টার শুরু হয় ।

আধিকারিকরা জানান, "কুলগামে চলমান অভিযানে চারজন জঙ্গির মৃত্যু হয়েছে । দুই ভারতীয় সেনারও এনকাউন্টারে প্রাণ গিয়েছে । অভিযান এখনও চলছে ৷" পরে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয় ৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে ৷

শনিবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় দু'টি পৃথক এনকাউন্টার শুরু হয় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে ৷ এই ঘটনায় 6 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷ প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান ৷ জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি রশ্মি রঞ্জন সোয়ায়েন বলেন, "এখনও পর্যন্ত 6 জন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে ৷ দু'টি আলাদা জায়গায় দু'টি এনকাউন্টার হয় ৷ 6 জন জঙ্গিকে মেরে ফেলাটা অবশ্যই একটি মাইলফলক অর্জনের মতো ৷"

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে ক্রমে বেড়ে চলেছে জঙ্গি হামলার ঘটনা ৷ সেই মতোই জঙ্গিদের মোকাবিলায় বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ৷

রাজৌরি, 7 জুলাই: কুলগামের পর এবার এনকাউন্টার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ৷ রবিবার ভোরে রাজৌরি জেলার মানজাকোট এলাকায় সেনা ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে একজন সেনা জওয়ান আহত হয়েছেন । এদিকে কুলগামে দু'টি এনকাউন্টারের ঘটনায় 6 জন জঙ্গির পাশাপাশি 2 জন সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে ৷

প্রতিরক্ষা ক্ষেত্রের এক আধিকারিক জানিয়েছেন, সেনা ক্যাম্পের কাছে কয়েক রাউন্ড গুলি চলার পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে ৷ তিনি বলেন, "রাজৌরির মানজাকোট এলাকায় একটি সেনা ক্যাম্পের কাছে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে । জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷"

প্রসঙ্গত, শনিবার কুলগাম জেলায় সেনা ও জঙ্গি সংঘর্ষের দুটি পৃথক ঘটনায় ছয়জন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান ৷ মোদেরগাম গ্রামে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় । তার কয়েক ঘণ্টা পর জেলার ফ্রিসাল চিন্নিগাম এলাকায় আরেকটি এনকাউন্টার শুরু হয় ।

আধিকারিকরা জানান, "কুলগামে চলমান অভিযানে চারজন জঙ্গির মৃত্যু হয়েছে । দুই ভারতীয় সেনারও এনকাউন্টারে প্রাণ গিয়েছে । অভিযান এখনও চলছে ৷" পরে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয় ৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে ৷

শনিবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় দু'টি পৃথক এনকাউন্টার শুরু হয় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে ৷ এই ঘটনায় 6 জন জঙ্গির মৃত্যু হয়েছে ৷ প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান ৷ জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি রশ্মি রঞ্জন সোয়ায়েন বলেন, "এখনও পর্যন্ত 6 জন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে ৷ দু'টি আলাদা জায়গায় দু'টি এনকাউন্টার হয় ৷ 6 জন জঙ্গিকে মেরে ফেলাটা অবশ্যই একটি মাইলফলক অর্জনের মতো ৷"

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে ক্রমে বেড়ে চলেছে জঙ্গি হামলার ঘটনা ৷ সেই মতোই জঙ্গিদের মোকাবিলায় বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ৷

Last Updated : Jul 7, 2024, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.