ETV Bharat / bharat

11 কোটি বকেয়া ! কংগ্রেসের পর এবার আয়করের নোটিশ পেল সিপিআই - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CPI gets I-T notice: কংগ্রেসের পর এ বার আয়করের নোটিশ পেল বাম দল সিপিআই ৷ তাদের 11 কোটি টাকা বকেয়া মেটাতে বলা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ এ বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে সিপিআই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 4:10 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভা নির্বাচনের আবহে কংগ্রেসের পর এ বার আয়কর দফতর নোটিশ পাঠাল ভারতীয় কমিউনিস্ট পার্টিকে ৷ একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, গত কয়েক বছরে ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় একটি পুরানো প্যান কার্ড ব্যবহার করার জন্য 11 কোটি টাকা 'বকেয়া' মেটাতে সিপিআইকে আয়করের নোটিশ পাঠানো হয়েছে ৷ সূত্রের তরফে জানা যাচ্ছে, দল একটি পুরনো প্যান কার্ড ব্যবহার করায় 'অসঙ্গতির' জন্য জরিমানা এবং সুদ বাবদ আইটি বিভাগকে 'বকেয়া' অর্থ প্রদান কর করতে বলা হয়েছে ৷

সূত্র আরও জানিয়েছে যে, বাম দল কর কর্তৃপক্ষের নোটিশকে চ্যালেঞ্জ করতে তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে । একজন শীর্ষ সিপিআই নেতা পিটিআইকে বলেছেন, "আমরা আইনি সহায়তা চাইছি এবং আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি ৷"

এর আগে, কংগ্রেস বলেছিল যে তাদেরও নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ ৷ দলটিকে আগের বছরগুলির জন্য দাখিল করা ট্যাক্স রিটার্নে অসঙ্গতির জন্য 1,823 কোটি টাকারও বেশি বকেয়া দিতে বলা হয়েছে । তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলেও দাবি করেছেন যে, তিনি গত 72 ঘণ্টায় 11টি আইটি নোটিশ পেয়েছেন । কংগ্রেসের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের দৌড়ে বিরোধীদের 'পঙ্গু' করার চেষ্টা করছে ।

এ দিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ সন্ধে সওয়া ছ'টা নাগাদ মুজাফফর আহমদ ভবনে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ সেখানে আয়কর নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে বাম নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  2. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  3. ইডির নজরে বিজয়ন-কন্যা, আর্থিক তছরুপের মামলা দায়ের ইডি'র

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভা নির্বাচনের আবহে কংগ্রেসের পর এ বার আয়কর দফতর নোটিশ পাঠাল ভারতীয় কমিউনিস্ট পার্টিকে ৷ একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, গত কয়েক বছরে ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় একটি পুরানো প্যান কার্ড ব্যবহার করার জন্য 11 কোটি টাকা 'বকেয়া' মেটাতে সিপিআইকে আয়করের নোটিশ পাঠানো হয়েছে ৷ সূত্রের তরফে জানা যাচ্ছে, দল একটি পুরনো প্যান কার্ড ব্যবহার করায় 'অসঙ্গতির' জন্য জরিমানা এবং সুদ বাবদ আইটি বিভাগকে 'বকেয়া' অর্থ প্রদান কর করতে বলা হয়েছে ৷

সূত্র আরও জানিয়েছে যে, বাম দল কর কর্তৃপক্ষের নোটিশকে চ্যালেঞ্জ করতে তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে । একজন শীর্ষ সিপিআই নেতা পিটিআইকে বলেছেন, "আমরা আইনি সহায়তা চাইছি এবং আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি ৷"

এর আগে, কংগ্রেস বলেছিল যে তাদেরও নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ ৷ দলটিকে আগের বছরগুলির জন্য দাখিল করা ট্যাক্স রিটার্নে অসঙ্গতির জন্য 1,823 কোটি টাকারও বেশি বকেয়া দিতে বলা হয়েছে । তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলেও দাবি করেছেন যে, তিনি গত 72 ঘণ্টায় 11টি আইটি নোটিশ পেয়েছেন । কংগ্রেসের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের দৌড়ে বিরোধীদের 'পঙ্গু' করার চেষ্টা করছে ।

এ দিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ সন্ধে সওয়া ছ'টা নাগাদ মুজাফফর আহমদ ভবনে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷ সেখানে আয়কর নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে বাম নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  2. মমতার পাড়ায় প্রচারে বাধা সায়রা শাহ হালিমকে ! পুলিশের বিরুদ্ধে কমিশনে সিপিএম
  3. ইডির নজরে বিজয়ন-কন্যা, আর্থিক তছরুপের মামলা দায়ের ইডি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.