নয়াদিল্লি ও কলকাতা, 15 অক্টোবর: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন অধীর চৌধুরী। দলের তরফে মঙ্গলবার দুপরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য অধীর-সহ তিনজনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন। কংগ্রসের দুই প্রবীণ নেতা তারিক আনোয়ার এবং বিভি মাল্লুর সঙ্গে দায়িত্ব পালন করবেন অধীর।
পশ্চিবঙ্গ কংগ্রেসের প্রাক্তন ক্যাপ্টেনের এই নতুন ইনিংস সমস্ত বিচারেই বিশেষ। তিনি নিজেও সেটা জানেন। দায়িত্ব পেয়ে ইটিভি ভারতকে তিনি বলেন, "লোকসভা নির্বাচনে আমি জিততে পারিনি এটা সত্য। তাই বলে আমি রাজনৈতিক বৃত্ত থেকে বেরিয়ে আসিনি। সর্বভারতীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করে ঝাড়িখন্ডের দায়িত্ব দিয়েছেন। আমি তার মর্যাদা রাখব ।"
Hon'ble Congress President Shri @kharge has appointed the following leaders as AICC Senior Observers for Jharkhand for the upcoming assembly elections in the state, with immediate effect. pic.twitter.com/VhoUp9aLeQ
— Congress (@INCIndia) October 15, 2024
প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অধীর। পাশাপাশি একসময় কংগ্রেসের লোকসভা দলনেতা থাকা অধীর রাজ্য তথা জাতীয় রাজনীতিতে আরও একবার নিজেকে তুলে ধরতে চান সেটাও স্পষ্ট। গত লোকসভা নির্বাচনে পাঁচবারের সাংসদ অধীরকে হারিয়ে দেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান।
এরপর প্রদেশ কংগ্রেসেের দায়িত্বেও তিনি থাকবেন না এমন আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। টানটান নাটকের পর তাঁর জায়গায় বিধানভবনের সেনাপতি হন শুভঙ্কর সরকার। রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করে শুভঙ্করকে অধীরের জায়গা নিয়ে আসার মূল কারণ একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের জোট সঙ্গী সিপিএমকে বার্তা দেওয়া ।
এদিকে লোকসভা নির্বাচনের পর থেকেই অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চর অন্ত ছিল না। কংগ্রেস-অধ্যায় শেষ করে অধীর বিজেপি-পর্ব শুরু করতে পারেন এমন কথাও শোনা গিয়েছিল। তবে প্রকাশ্যে দলবদল নিয়ে কথা বলেননি অধীর। এরইমধ্যে মাস কয়েক আগে শোনা যায় দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রাক্তন সাংসদ। সেখানে তাঁকে নিয়ে দল কী ভাবছে তা অধীরকে জানান রাহুল। পাশাপাশি দল তাঁকে কী ধরনের দায়িত্ব দিতে চায় তা নিয়েও চর্চা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একটা বড় অংশের। তবে এই বৈঠক নিয়েও সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি ।
এবার ঝাড়খণ্ড নির্বাচনে দলীয় পর্যবেক্ষক হলেন অধীর। কংগ্রসের দুই প্রবীণ নেতা তারিক আনোয়ার এবং বিভি মাল্লুর সঙ্গে দায়িত্ব পালন করবেন । যেদিন কংগ্রেস নির্বাচনে পর্যবেক্ষকের নাম ঘোষণা করছে সেদিনই ঝাড়খণ্ড নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। এবার ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনে দু'দফায় ভোট হবে- 13 ও 20 নভেম্বর ৷ মোট ভোটারের সংখ্যা 2.6 কোটি ভোটার ৷ 29 হাজার 562 বুথের হবে ভোট গ্রহণ ৷ ভোট গণনা 23 নভেম্বর ৷